ETV Bharat / entertainment

Oscar 2023: নয়া ট্যাটুতে অস্কার অনুষ্ঠানে মোহময়ী দীপিকা

রেড কার্পেটে কালো গাউনে অস্কারের মঞ্চে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika in Black Gown at Oscars) ৷

Etv Bharat
দীপিকা পাড়ুকোন
author img

By

Published : Mar 13, 2023, 12:06 PM IST

Updated : Mar 13, 2023, 1:56 PM IST

লস অ্যাঞ্জেলস, 13 মার্চ: অস্কার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লস অ্যাঞ্জেলসে তারকারা মোহময়ী অবতারে রেড কার্পেটে ধরা দিয়েছেন ৷ অস্কার অনুষ্ঠানের অন্যতম উপস্থাপক বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) কালো পোশাকে অসাধারণ লাগছিল ৷ শুধু তাই নয়, তাঁর লুকের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ছিল কানের নিচে বানানো ট্যাটু '82° E' (Deepika New Tattoo 82 E ) ৷ তাঁর বিউটি ব্র্যান্ড দ্বারা অনুপ্রাণিত ৷

নিজের এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেত্রী ৷ হ্যাশট্যাগ Oscacars95 ক্যাপশন লিখে তিনটি ছবি আলাদা আলাদা পোস্ট হিসেবে আপলোড করেন তিনি ৷ পাঠান অভিনেত্রীর মনোমুগ্ধকর রূপ দেখে ভক্তরা উত্তেজনা ধরে রাখতে পারেননি ৷ সামাজিক মাধ্যমে ছবিগুলি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা হার্ট ও ফায়ার ইমোটিকন-সহ অজস্র মন্তব্য করেন ৷

এর মধ্যে একজন লেখেন: "এটি প্রিন্সেস ডায়ানার মতো ভাইবস দিচ্ছে ৷" অন্যজন লেখেন, "কিলড ইট" ৷ বাকিরা কেউ লেখেন, উত্তেজনাপূর্ণ তো কেউ আবার আইকনিক বলেন ৷ কালো গাউনে দীপিকা এদিন মাত করেছিলেন সকলকে ৷ চুলে নিচু খোঁপা আর কানে হীরের দুলে মন কেড়েছিলেন সবার ৷ নিকোলাস ঘেসকুয়েরের কাস্টম মেড লুই ভিটল গাউনে বিশ্বে মুগ্ধতা ছড়িয়েছেন দীপিকা ৷ অভিনেত্রীর অস্কারের এই বিশেষ লুক তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও স্টাইলিস্ট শালিনা নাথানি খুব ভালোভাবে করেছিলেন ৷ এই পোশাকে ভীষণ মার্জিত দেখাচ্ছিল দীপিকাকে ৷

মারমেড স্টাইলের অফ শোল্ডার ফুল কালো গাউনে এদিন দেখা গিয়েছে অভিনেত্রীকে ৷ দীপিকা আগেই জানিয়েছিলেন এ বছর অস্কারের মঞ্চে উপস্থাপকদের একজন হিসেবে তালিকাভুক্ত হয়েছেন তিনি ৷ 95তম অ্যাকাডেমি পুরস্কার ভারতীয়দের জন্য আরও বিশেষ কারণ তিনটি ভারতীয় সিনেমা আমেরিকার সবচেয়ে বড় সম্মানের জন্য মনোনীত হয়েছে ৷ যেখানে উপস্থাপক হিসেবে থাকবেন বলিউড অভিনেত্রী ৷

আরও পড়ুন : অস্কার জিতে ইতিহাস গড়ল 'নাতু নাতু'

লস অ্যাঞ্জেলস, 13 মার্চ: অস্কার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লস অ্যাঞ্জেলসে তারকারা মোহময়ী অবতারে রেড কার্পেটে ধরা দিয়েছেন ৷ অস্কার অনুষ্ঠানের অন্যতম উপস্থাপক বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) কালো পোশাকে অসাধারণ লাগছিল ৷ শুধু তাই নয়, তাঁর লুকের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ছিল কানের নিচে বানানো ট্যাটু '82° E' (Deepika New Tattoo 82 E ) ৷ তাঁর বিউটি ব্র্যান্ড দ্বারা অনুপ্রাণিত ৷

নিজের এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেত্রী ৷ হ্যাশট্যাগ Oscacars95 ক্যাপশন লিখে তিনটি ছবি আলাদা আলাদা পোস্ট হিসেবে আপলোড করেন তিনি ৷ পাঠান অভিনেত্রীর মনোমুগ্ধকর রূপ দেখে ভক্তরা উত্তেজনা ধরে রাখতে পারেননি ৷ সামাজিক মাধ্যমে ছবিগুলি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা হার্ট ও ফায়ার ইমোটিকন-সহ অজস্র মন্তব্য করেন ৷

এর মধ্যে একজন লেখেন: "এটি প্রিন্সেস ডায়ানার মতো ভাইবস দিচ্ছে ৷" অন্যজন লেখেন, "কিলড ইট" ৷ বাকিরা কেউ লেখেন, উত্তেজনাপূর্ণ তো কেউ আবার আইকনিক বলেন ৷ কালো গাউনে দীপিকা এদিন মাত করেছিলেন সকলকে ৷ চুলে নিচু খোঁপা আর কানে হীরের দুলে মন কেড়েছিলেন সবার ৷ নিকোলাস ঘেসকুয়েরের কাস্টম মেড লুই ভিটল গাউনে বিশ্বে মুগ্ধতা ছড়িয়েছেন দীপিকা ৷ অভিনেত্রীর অস্কারের এই বিশেষ লুক তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও স্টাইলিস্ট শালিনা নাথানি খুব ভালোভাবে করেছিলেন ৷ এই পোশাকে ভীষণ মার্জিত দেখাচ্ছিল দীপিকাকে ৷

মারমেড স্টাইলের অফ শোল্ডার ফুল কালো গাউনে এদিন দেখা গিয়েছে অভিনেত্রীকে ৷ দীপিকা আগেই জানিয়েছিলেন এ বছর অস্কারের মঞ্চে উপস্থাপকদের একজন হিসেবে তালিকাভুক্ত হয়েছেন তিনি ৷ 95তম অ্যাকাডেমি পুরস্কার ভারতীয়দের জন্য আরও বিশেষ কারণ তিনটি ভারতীয় সিনেমা আমেরিকার সবচেয়ে বড় সম্মানের জন্য মনোনীত হয়েছে ৷ যেখানে উপস্থাপক হিসেবে থাকবেন বলিউড অভিনেত্রী ৷

আরও পড়ুন : অস্কার জিতে ইতিহাস গড়ল 'নাতু নাতু'

Last Updated : Mar 13, 2023, 1:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.