ETV Bharat / entertainment

India at Cannes : 'কান একদিন ভারতের মাটিতে আসবে', জানালেন গর্বিত দীপিকা - Deepika Padukone says one day Cannes would be at India

একদিন নিশ্চয় আসবে যেদিন ভারত কানে নয়, ভারত আসবে ভারতের মাটি ৷ 75তম কান চলচ্চিত্র উৎসবের ভারতীয় প্যাভিলিয়নের সূচনায় জানালেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone says one day Cannes would be at India) ৷

India at Cannes
কানে ভারতীয় প্যাভিলিয়নের সূচনায় দীপিকা পাড়ুকোন, অনুরাগ ঠাকুর
author img

By

Published : May 18, 2022, 5:46 PM IST

কান (ফ্রান্স), 18 মে : 'কান্ট্রি অফ অনার' হিসেবে চলতি বছর কানে জায়গা করে নিয়েছে ভারত ৷ বিশেষ বিভাগে সত্যজিৎ রায় পরিচালিত প্রতিদ্বন্দ্বী-সহ দেখানো হবে সাত-সাতটি ভারতীয় ছবি ৷ তবে এখনও অনেকটা পথ চলা বাকি ৷ কিন্তু একদিন নিশ্চয় আসবে যেদিন ভারত কানে নয়, কান আসবে ভারতের মাটি ৷ 75তম কান চলচ্চিত্র উৎসবের ভারতীয় প্যাভিলিয়নের সূচনায় জানালেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone says one day Cannes would be at India) ৷ যিনি এবছর চলচ্চিত্র উৎসবের জুরি মেম্বারও বটে ৷

কানে এদিন ভারতীয় প্যাভিলিয়নের সূচনা করেন কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ সেই অনুষ্ঠানে সামিল হয়ে 'পিকু' অভিনেত্রী বলেন, "আমার মনে হয় ভারতকে এখনও অনেকটা পথ যেতে হবে ৷ তবে একজন ভারতীয় হিসেবে আজ কানে দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে সত্যিই গর্ব হচ্ছে আমার ৷ 75 বছর আগে আমরা যদি ফিরে তাকাই তাহলে দেখব আগে হাতে গোনা কতিপয় সিনেমা এবং প্রতিভা চলচ্চিত্র উৎসবে সামিল হতে পারত ৷ কিন্তু আজ ভারতীয় সিনেমা যেখানে পৌঁছেছে সেটা সমষ্টিগত প্রচেষ্টার ফল ৷"

আরও পড়ুন : 'পৃথিবীর চাই নতুন চ্যাপলিন', কানে সারপ্রাইজ-বার্তায় চমকে দিলেন জেলেনস্কি

একইসঙ্গে আত্মবিশ্বাসের সুরে ভারতীয় অভিনেত্রী বলেন, "আমাদের প্রতিভার কমতি নেই ৷ আমরাও সক্ষম ৷ তবে দৃঢ় বিশ্বাস আনতে হবে ৷ আমি আত্মবিশ্বাসী যে এমন একদিন আসবে যেদিন ভারত কানে নয়, কান পা রাখবে ভারতের মাটিতে ৷" ভারতীয় ছবিকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য অনুষ্ঠানে মিউজিক মায়েস্ত্রো এআর রহমান এবং অভিনেতা শেখর কাপুরের বাড়তি প্রশংসা শোনা যায় 'দেশি গার্ল' দীপিকার গলায় ৷

কান (ফ্রান্স), 18 মে : 'কান্ট্রি অফ অনার' হিসেবে চলতি বছর কানে জায়গা করে নিয়েছে ভারত ৷ বিশেষ বিভাগে সত্যজিৎ রায় পরিচালিত প্রতিদ্বন্দ্বী-সহ দেখানো হবে সাত-সাতটি ভারতীয় ছবি ৷ তবে এখনও অনেকটা পথ চলা বাকি ৷ কিন্তু একদিন নিশ্চয় আসবে যেদিন ভারত কানে নয়, কান আসবে ভারতের মাটি ৷ 75তম কান চলচ্চিত্র উৎসবের ভারতীয় প্যাভিলিয়নের সূচনায় জানালেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone says one day Cannes would be at India) ৷ যিনি এবছর চলচ্চিত্র উৎসবের জুরি মেম্বারও বটে ৷

কানে এদিন ভারতীয় প্যাভিলিয়নের সূচনা করেন কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ সেই অনুষ্ঠানে সামিল হয়ে 'পিকু' অভিনেত্রী বলেন, "আমার মনে হয় ভারতকে এখনও অনেকটা পথ যেতে হবে ৷ তবে একজন ভারতীয় হিসেবে আজ কানে দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে সত্যিই গর্ব হচ্ছে আমার ৷ 75 বছর আগে আমরা যদি ফিরে তাকাই তাহলে দেখব আগে হাতে গোনা কতিপয় সিনেমা এবং প্রতিভা চলচ্চিত্র উৎসবে সামিল হতে পারত ৷ কিন্তু আজ ভারতীয় সিনেমা যেখানে পৌঁছেছে সেটা সমষ্টিগত প্রচেষ্টার ফল ৷"

আরও পড়ুন : 'পৃথিবীর চাই নতুন চ্যাপলিন', কানে সারপ্রাইজ-বার্তায় চমকে দিলেন জেলেনস্কি

একইসঙ্গে আত্মবিশ্বাসের সুরে ভারতীয় অভিনেত্রী বলেন, "আমাদের প্রতিভার কমতি নেই ৷ আমরাও সক্ষম ৷ তবে দৃঢ় বিশ্বাস আনতে হবে ৷ আমি আত্মবিশ্বাসী যে এমন একদিন আসবে যেদিন ভারত কানে নয়, কান পা রাখবে ভারতের মাটিতে ৷" ভারতীয় ছবিকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য অনুষ্ঠানে মিউজিক মায়েস্ত্রো এআর রহমান এবং অভিনেতা শেখর কাপুরের বাড়তি প্রশংসা শোনা যায় 'দেশি গার্ল' দীপিকার গলায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.