ETV Bharat / entertainment

Deepika-Hrithik Song Shoot Viral: নাচের তালে হৃত্বিক-দীপিকা, প্রকাশ্যে ছবি আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা - হৃত্বিক রোশন

Deepika Padukone-Hrithik Roshan: ইতালিতে শেষ হয়েছে হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোনের 'ফাইটার' গানের শুটিং ৷ সেই ছবি ও ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ উচ্ছ্বসিত অনুরাগীরা ৷

Etv Bharat
'ফাইটার' ছবির গানের শুটিং শেষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 3:25 PM IST

হায়দরাবাদ, 5 অক্টোবর: ইতালিতে 'ফাইটার' ছবির শুটিং শেষ করেছেন হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন ৷ বুধবার রাতে পরিচালক সিদ্ধার্থ আনন্দ ছবির আপডেট দিয়েছেন সোশাল মিডিয়ায় ৷ তারমধ্যেই ইতালি শুটিংয়ের একটি ছবি ভাইরাল হয়েছে ৷ এবার একটি ফ্যান পেজ থেকে ফাইটার ছবির গানের শুটিংয়ের ভিজ্যুয়াল শেয়ার করা হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে ৷ যা মুহূর্তে ভাইরাল ৷

হৃত্বিক রোশনের ফ্যান পেজ থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ৷ যেখানে ছবির গানের মুহূর্ত তুলে ধরা হয়েছে ৷ ছবিটি অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছে যে, বিচে কোনও ডান্স আইটেমে ব্যস্ত ছিলেন শিল্পীরা ৷ ছবিতে একজনকে লাল শার্ট পরে দেখা গিয়েছে ৷ মনে করা হচ্ছে, তিনি অভিনেতা হৃত্বিক রোশনই ছিলেন ৷

সূত্রের খবর, ইতালিতে মূলত শুটিং রাখা হয়েছিল হৃত্বিক ও দীপিকার একটি ডান্স নম্বর ৷ 'ওয়ার' ছবিতে ঘুংরু গানটি যেমন ছিল, ঠিক তেমনই এই ছবিতে দীপিকা-হৃত্বিকের কেমিষ্ট্রি তুলে ধরা হয়েছে ৷ গানটি কোরিওগ্রাফ করেছেন বসকো ও সিজার ৷ জানা গিয়েছে, নাচে বেশ কয়েকটি হুক স্টেপ ব্যবহার করা হয়েছে ৷ বলিউডে নাচের দিক থেকে সকলকেই পিছনে ফেলেন গ্রিক গড হৃত্বিক ৷ অন্যদিকে, দীপিকার সেনসেশনাল ডান্স ফর্ম সকলেই জানেন ৷ ফলে এই তারকাকে সিনেপর্দায় দেখার অপেক্ষা রইল অনুরাগীদের ৷

আরও পড়ুন: প্রকাশ্যে ক্যারেক্টার পোস্টার, 'দ্য আর্চিস' নিয়ে আপ্লুত অনুরাগীরা

'ফাইটার' ছবিতে হৃত্বিক-দীপিকা ছাড়াও গুরুত্বপূ্র্ণ ভূমিকায় দেখা যাবে করণ সিং গ্রোভার ও অক্ষয় অবেরয়কে ৷ অ্যাকশনে ভরপুর এই ছবি মুক্তি পাবে আগামী বছর 2 জানুয়ারি ৷ অন্যদিকে, দীপিকাকে আরও একটি ছবি মুক্তি পাবে 2024-এ ৷ প্রভাস ও অমিতাভ বচ্চন অভিনীত থ্রিলার ছবি 'কালকি 2898 এডি' ৷ অন্যদিকে, হৃত্বিকের সঙ্গে 'ওয়ার 2'-তেও দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে ৷ এই ছবিতে দেখা যাবে জুনিয়র এনটিআরকে ৷

হায়দরাবাদ, 5 অক্টোবর: ইতালিতে 'ফাইটার' ছবির শুটিং শেষ করেছেন হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন ৷ বুধবার রাতে পরিচালক সিদ্ধার্থ আনন্দ ছবির আপডেট দিয়েছেন সোশাল মিডিয়ায় ৷ তারমধ্যেই ইতালি শুটিংয়ের একটি ছবি ভাইরাল হয়েছে ৷ এবার একটি ফ্যান পেজ থেকে ফাইটার ছবির গানের শুটিংয়ের ভিজ্যুয়াল শেয়ার করা হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে ৷ যা মুহূর্তে ভাইরাল ৷

হৃত্বিক রোশনের ফ্যান পেজ থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ৷ যেখানে ছবির গানের মুহূর্ত তুলে ধরা হয়েছে ৷ ছবিটি অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছে যে, বিচে কোনও ডান্স আইটেমে ব্যস্ত ছিলেন শিল্পীরা ৷ ছবিতে একজনকে লাল শার্ট পরে দেখা গিয়েছে ৷ মনে করা হচ্ছে, তিনি অভিনেতা হৃত্বিক রোশনই ছিলেন ৷

সূত্রের খবর, ইতালিতে মূলত শুটিং রাখা হয়েছিল হৃত্বিক ও দীপিকার একটি ডান্স নম্বর ৷ 'ওয়ার' ছবিতে ঘুংরু গানটি যেমন ছিল, ঠিক তেমনই এই ছবিতে দীপিকা-হৃত্বিকের কেমিষ্ট্রি তুলে ধরা হয়েছে ৷ গানটি কোরিওগ্রাফ করেছেন বসকো ও সিজার ৷ জানা গিয়েছে, নাচে বেশ কয়েকটি হুক স্টেপ ব্যবহার করা হয়েছে ৷ বলিউডে নাচের দিক থেকে সকলকেই পিছনে ফেলেন গ্রিক গড হৃত্বিক ৷ অন্যদিকে, দীপিকার সেনসেশনাল ডান্স ফর্ম সকলেই জানেন ৷ ফলে এই তারকাকে সিনেপর্দায় দেখার অপেক্ষা রইল অনুরাগীদের ৷

আরও পড়ুন: প্রকাশ্যে ক্যারেক্টার পোস্টার, 'দ্য আর্চিস' নিয়ে আপ্লুত অনুরাগীরা

'ফাইটার' ছবিতে হৃত্বিক-দীপিকা ছাড়াও গুরুত্বপূ্র্ণ ভূমিকায় দেখা যাবে করণ সিং গ্রোভার ও অক্ষয় অবেরয়কে ৷ অ্যাকশনে ভরপুর এই ছবি মুক্তি পাবে আগামী বছর 2 জানুয়ারি ৷ অন্যদিকে, দীপিকাকে আরও একটি ছবি মুক্তি পাবে 2024-এ ৷ প্রভাস ও অমিতাভ বচ্চন অভিনীত থ্রিলার ছবি 'কালকি 2898 এডি' ৷ অন্যদিকে, হৃত্বিকের সঙ্গে 'ওয়ার 2'-তেও দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে ৷ এই ছবিতে দেখা যাবে জুনিয়র এনটিআরকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.