ETV Bharat / entertainment

YRF Announcement: সিনেপ্রেমীদের ভ্যালেন্টাইনস গিফট, ভালোবাসার সপ্তাহে দেশব্যাপী প্রেক্ষাগৃহে ফিরছে ডিডিএলজে

পাঠানের সাফল্য গুনতে গুনতেই ভালোবাসার সপ্তাহে শাহরুখ অনুরাগীদের জন্য ভ্যালেন্টাইনস ডে গিফটের বন্দোবস্ত করল যশরাজ ফিল্মস (YRF new gift for Valentine's week) ৷ আগামিকাল টেডি ডে থেকে আগামী এক সপ্তাহের জন্য আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' (Dilwale Dulhania Le Jayenge) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 9, 2023, 11:02 PM IST

মুম্বই, 9 ফেব্রুয়ারি: দিন পনেরো হল মুক্তি পেয়েছে যশরাজ ফিল্মসের নয়া স্পাই থ্রিলার 'পাঠান' ৷ একপক্ষকালেই জগৎজোড়া বক্স অফিস সাফল্য কুড়িয়ে নিয়েছে শাহরুখ খানের কামব্যাক ফিল্ম ৷ 'রোমান্স কিং' একেবারে অ্যাকশন অবতারে ধরা দিয়ে বুঝিয়ে দিয়েছেন 'ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট' ৷ বাদশা সমালোচকদের যোগ্য জবাব দেওয়ায় খুশি শাহরুখ অনুরাগীরাও ৷ পাঠানের সাফল্য গুনতে গুনতেই ভালোবাসার সপ্তাহে প্রবেশ করেছেন তারা ৷ আর ভালোবাসার সপ্তাহে প্রবেশ করতেই শাহরুখ অনুরাগীদের জন্য ভ্যালেন্টাইলস গিফটের বন্দোবস্ত করল যশরাজ ফিল্মস (YRF new gift for Valentine's week) ৷ আগামিকাল অর্থাৎ, 10 ফেব্রুয়ারি আগামী এক সপ্তাহের জন্য আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' (DDLJ to release again all over India tomorrow for Valentines week) ৷

হ্যাঁ, ঠিকই শুনেছেন ৷ পাঠানের সাফল্য গায়ে মেখে বৃহস্পতিবার পুনরায় 'ডিডিএলজে' মুক্তির কথা ঘোষণা করল পঞ্চাশে পা দেওয়া প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস ৷ টেডি ডে'তে ন্যাশনাল চেনগুলোতে মুক্তি পাচ্ছে 1995-এ আদিত্য চোপড়া পরিচালিত এই ছবি ৷ চকলেট ডে-র সন্ধেয় এমনই মন ভালো করা ঘোষণা করল তারা ৷ এদিন সন্ধেয় ওয়াইআরএফ-এর তরফে শাহরুখ-কাজলের ছবি দিয়ে একটি পোস্টার রিলিজ করা হয় ৷ যেখানে লেখা, "চলুন ফের ভালোবাসায় পড়া যাক ৷"

আরও পড়ুন: ছবিমুক্তির 15 দিন, 'শাহরুখ-পক্ষে' কত আয় করল 'পাঠান'?

পোস্টারের ক্যাপশনে লেখা, "কাল থেকে আগামী এক সপ্তাহের আবারও প্রেক্ষাগৃহে ডিডিএলজে ৷ পিভিআর, আইনক্স, সিনেপোলিসে ভ্যালেন্টাইনস সপ্তাহ উদযাপন করুন ৷" সেইসঙ্গে টিকিট বুক করার দু'টি লিংক তারা শেয়ার করে ৷ অর্থাৎ, ভালোবাসার সপ্তাহে প্রিয়জনের সঙ্গে ফের রাজ-সিমরনের প্রেমে পড়তে চাইলে আপনার গন্তব্য হতেই পারে নিকটবর্তী পিভিআর, আইনক্স কিংবা সিনেপোলিসে ৷

এর ঠিক কয়েকঘণ্টা আগে বিশ্বব্যাপী পাঠান ছবির বক্স অফিস কালেকশন প্রকাশ করে প্রযোজনা সংস্থাটি ৷ তারা জানায় পনেরো দিনের শেষে বিশ্বব্যাপী বক্স অফিসে 877 কোটি টাকার ব্যবসা করেছে নতুন এই স্পাই থ্রিলার ৷ যার মধ্যে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি এদেশে ব্যবসা করেছে 544 কোটির ৷ বিদেশ থেকে পাঠানের আয় 333 কোটি ৷

মুম্বই, 9 ফেব্রুয়ারি: দিন পনেরো হল মুক্তি পেয়েছে যশরাজ ফিল্মসের নয়া স্পাই থ্রিলার 'পাঠান' ৷ একপক্ষকালেই জগৎজোড়া বক্স অফিস সাফল্য কুড়িয়ে নিয়েছে শাহরুখ খানের কামব্যাক ফিল্ম ৷ 'রোমান্স কিং' একেবারে অ্যাকশন অবতারে ধরা দিয়ে বুঝিয়ে দিয়েছেন 'ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট' ৷ বাদশা সমালোচকদের যোগ্য জবাব দেওয়ায় খুশি শাহরুখ অনুরাগীরাও ৷ পাঠানের সাফল্য গুনতে গুনতেই ভালোবাসার সপ্তাহে প্রবেশ করেছেন তারা ৷ আর ভালোবাসার সপ্তাহে প্রবেশ করতেই শাহরুখ অনুরাগীদের জন্য ভ্যালেন্টাইলস গিফটের বন্দোবস্ত করল যশরাজ ফিল্মস (YRF new gift for Valentine's week) ৷ আগামিকাল অর্থাৎ, 10 ফেব্রুয়ারি আগামী এক সপ্তাহের জন্য আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' (DDLJ to release again all over India tomorrow for Valentines week) ৷

হ্যাঁ, ঠিকই শুনেছেন ৷ পাঠানের সাফল্য গায়ে মেখে বৃহস্পতিবার পুনরায় 'ডিডিএলজে' মুক্তির কথা ঘোষণা করল পঞ্চাশে পা দেওয়া প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস ৷ টেডি ডে'তে ন্যাশনাল চেনগুলোতে মুক্তি পাচ্ছে 1995-এ আদিত্য চোপড়া পরিচালিত এই ছবি ৷ চকলেট ডে-র সন্ধেয় এমনই মন ভালো করা ঘোষণা করল তারা ৷ এদিন সন্ধেয় ওয়াইআরএফ-এর তরফে শাহরুখ-কাজলের ছবি দিয়ে একটি পোস্টার রিলিজ করা হয় ৷ যেখানে লেখা, "চলুন ফের ভালোবাসায় পড়া যাক ৷"

আরও পড়ুন: ছবিমুক্তির 15 দিন, 'শাহরুখ-পক্ষে' কত আয় করল 'পাঠান'?

পোস্টারের ক্যাপশনে লেখা, "কাল থেকে আগামী এক সপ্তাহের আবারও প্রেক্ষাগৃহে ডিডিএলজে ৷ পিভিআর, আইনক্স, সিনেপোলিসে ভ্যালেন্টাইনস সপ্তাহ উদযাপন করুন ৷" সেইসঙ্গে টিকিট বুক করার দু'টি লিংক তারা শেয়ার করে ৷ অর্থাৎ, ভালোবাসার সপ্তাহে প্রিয়জনের সঙ্গে ফের রাজ-সিমরনের প্রেমে পড়তে চাইলে আপনার গন্তব্য হতেই পারে নিকটবর্তী পিভিআর, আইনক্স কিংবা সিনেপোলিসে ৷

এর ঠিক কয়েকঘণ্টা আগে বিশ্বব্যাপী পাঠান ছবির বক্স অফিস কালেকশন প্রকাশ করে প্রযোজনা সংস্থাটি ৷ তারা জানায় পনেরো দিনের শেষে বিশ্বব্যাপী বক্স অফিসে 877 কোটি টাকার ব্যবসা করেছে নতুন এই স্পাই থ্রিলার ৷ যার মধ্যে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি এদেশে ব্যবসা করেছে 544 কোটির ৷ বিদেশ থেকে পাঠানের আয় 333 কোটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.