হায়দরাবাদ, 1 অক্টোবর: চমকটা যে আসবে তা সকলেই জানত ৷ তবে এইভাবে আসবে তা বোঝেননি অনুরাগীরা ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে পরিচলক সৃজিত মুখোপাধ্যায়েক বিশেষ উপহার ৷ প্রকাশ্যে আসে 'দশম অবতার' ছবির প্রথম গান 'আমি সেই মানুষটা আর নেই' ৷
প্রযোজনা সংস্থার তরফে শনিবার এক বিশাল আয়োজন করা হয় গান মুক্তির অনুষ্ঠান উপলক্ষ্যে ৷ এই দিন অসংখ্য দর্শকদের সাক্ষী রেখে প্রকাশ্যে আসে এই গান ৷ উপস্থিত ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও জয়া আহসান ৷ আর বিরাট সেই মঞ্চে সেলিব্রেট করা হয় টলিউডের বুম্বাদার জন্মদিনও ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
'আমি সেই মানুষটা আর নেই' গানটি গেয়েছেন অনুপম রায়। লেখা এবং সুরও তাঁর। ইউটিউবে প্রযোজনা সংস্থার তরফে গানটি মুক্তিতে ক্যাপশনে লেখা হয়েছে, "আমরা সবাই যে মানুষটা ছিলাম কোনও একসময়, যে মানুষটা হতে চেয়েছিলাম একদিন, ধাক্কা খেতে খেতে সেই মানুষটা কোথায় হারিয়ে যায়! সেই বদলে যাওয়া, হেরে যাওয়া মানুষদের গল্প বলে 'আমি সেই মানুষটা আর নেই'। অনুপম রায়-এর কথা-সুরে ও তারই কন্ঠে সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা 'দশম অবতার'- এর গান আমি সেই মানুষটা আর নেই শুনে নিন ৷"
আরও পড়ুন: ছোটপর্দায় নয়, আপাতত ওয়েব সিরিজ নিয়েই ব্যস্ত সৃজলা গুহ
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গানটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ ক্যাপশনে উঠে এসেছে, "চোখে জল আসে না আর, খুবই তুচ্ছ এ ব্যাপার, আমি এগিয়ে যাই এবার। মুক্তি পেয়েছে দশম অবতারের প্রথম গান ৷" 19 অক্টোবর পুজোর ঠিক আগে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'দশম অবতার'।
পুজোর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ছবি ৷ খুন, রহস্য,মৃত্যুর মতো নানান জটিল ধাঁধাঁ ঘিরে এগিয়েছে ছবির গল্প ৷ যার তদন্ত করতে আসছেন প্রবীর রায়চৌধুরী ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গী ইন্সপেক্টর পোদ্দার অর্থাৎ অনির্বাণ। সব মিলিয়ে দর্শকদের জন্য এবার পুজোয় থাকছে বড় চমক।