ETV Bharat / entertainment

2023 Instagram Rich List: ইনস্টাগ্রাম পোস্টের উপার্জনে বিশ্বসেরা রোনাল্ডো, এশিয়া সেরা বিরাট

সোশাল মিডিয়ায় পোস্ট করে উপার্জনের দিক থেকে লিওনেল মেসিকে পিছনে ফেলে এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট থেকে রোনাল্ডোর উপার্জন ভারতীয় মুদ্রায় 26 কোটির বেশি ৷ 100 জনের তালিকায় জায়াগা পেয়েছেন দুই ভারতীয় ৷ বিরাট কোহলি ও প্রিয়াঙ্কা চোপড়া ৷ এঁরা রয়েছেন যথাক্রমে 14 ও 29 নম্বরে ৷

Etv Bharat
সোশাল মিডিয়ায় পোস্ট থেকে উপার্জনে বিশ্বসেরা
author img

By

Published : Aug 11, 2023, 8:21 PM IST

হায়দরাবাদ, 11 অগস্ট: সোশাল মিডিয়ায় সেলেব্রিটির একটি পোস্ট ৷ তার লাখো শেয়ার, লাখো লাইক ৷ প্রিয় অভিনেতা-অভিনেতা, ক্রিকেটার বা গায়ক-গায়িকাদের প্রতি অনুরাগীদের ভালোবাসা উপচে পড়ে সোশাল মিডিয়ায় ৷ সেলেবরাও জানান, তাঁরা নাকি শুধুমাত্র অনুরাগীদের কথা ভেবেই ছবি পোস্ট করেন বা ব্যক্তিগত নানা মুহূর্ত শেয়ার করেন ৷ কিন্তু জানেন কি, সেলেবদের এক একটা পোস্টের জন্য কোম্পানি কত টাকা তারকাদের দিয়ে থাকেন? এটা জানেন কি, 100 জনের সেই তালিকায় পোস্ট থেকে অর্থ উপার্জনের দিক থেকে রয়েছেন মাত্র দু'জন ভারতীয় ৷ বিরাট কোহলি ও প্রিয়াঙ্কা চোপড়া ৷ তালিকায় প্রথম স্থান দখল করেছেন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷

শুক্রবার হপার্স ডট কম একটি তালিকা প্রকাশ করেছে ৷ যেখানে সামনে আনা হয়েছে 2023 ইনস্টাগ্রামে একটি পোস্টের জন্য কোনও তারকা কত টাকা উপার্জন করেন ৷ ভারতীয় তারকা হিসাবে ক্রিকেটার বিরাট কোহলি রয়েছেন তালিকার 14 নম্বর স্থানে ৷ ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা 25 কোটি 52 লক্ষ 69 হাজার 526 জন ৷ বিরাট একটি পোস্ট থেকে অর্থ উপার্জন করেন 1.384.000 ডলার ৷ ভারতীয় মুদ্রায় প্রায় 11 কোটি 50 লক্ষ টাকা ৷

তালিকায় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন 29তম স্থানে ৷ ইনস্টাগ্রামে দেশি গার্লের ফলোয়ার সংখ্যা 8 কোটি 85 লক্ষ 38 হাজার 623 জন ৷ অভিনেত্রী প্রতিটি পোস্টে অর্থ উপার্জন করেন 532.000 ডলার ৷ ভারতীয় মুদ্রায় 4 কোটি 40 লাখ 47 হাজার 738 টাকা ৷ 2021 সালে বিরাট কোহলি এই তালিকায় ছিলেন 23তম স্থানে ৷ গত দু'বছরে তাঁর ফলোয়ার সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে উপার্জনের টাকাও ৷ শুধু তাই নয়, 2019 সালে তিনি ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য পেতেন পাঁচ কোটি টাকারও বেশি ৷ অন্যদিকে, 2021 সালে প্রিয়াঙ্কা চোপড়া প্রতি পোস্ট অর্থ উপার্জন করতেন 3 কোটি টাকা ৷

2023 হপার ইনস্টাগ্রাম রিচ তালিকায় প্রথমস্থানে রয়েছেন পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ তাঁর ফলোয়ার সংখ্যা 59 কোটি 68 লক্ষ 48 হাজার 846 জন ৷ রোনাল্ডোর সোশাল মিডিয়ায় পার পোস্ট কস্ট পড়ে 3.234.000 ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 26 কোটি 78 লাখ 80 হাজার 305 টাকা ৷ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি ৷ তাঁর ফলোয়ার সংখ্যা 47 কোটি 92 লক্ষ 68 হাজার 484 জন ৷ প্রতি পোস্ট অর্থ উপার্জন করেন 2.597.000 ডলার ৷ ভারতীয় মুদ্রায় 21 কোটি 51 লাখ 26 হাজার টাকা ৷ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন গায়িকা সেলিনা গোমেজ, চতুর্থ স্থানে রয়েছেন কেইলি জেনার ৷

আরও পড়ুন: 'পুরানো সেই দিনের কথা...', বাবার জন্মদিনে স্মৃতিমেদুর আথিয়া

হায়দরাবাদ, 11 অগস্ট: সোশাল মিডিয়ায় সেলেব্রিটির একটি পোস্ট ৷ তার লাখো শেয়ার, লাখো লাইক ৷ প্রিয় অভিনেতা-অভিনেতা, ক্রিকেটার বা গায়ক-গায়িকাদের প্রতি অনুরাগীদের ভালোবাসা উপচে পড়ে সোশাল মিডিয়ায় ৷ সেলেবরাও জানান, তাঁরা নাকি শুধুমাত্র অনুরাগীদের কথা ভেবেই ছবি পোস্ট করেন বা ব্যক্তিগত নানা মুহূর্ত শেয়ার করেন ৷ কিন্তু জানেন কি, সেলেবদের এক একটা পোস্টের জন্য কোম্পানি কত টাকা তারকাদের দিয়ে থাকেন? এটা জানেন কি, 100 জনের সেই তালিকায় পোস্ট থেকে অর্থ উপার্জনের দিক থেকে রয়েছেন মাত্র দু'জন ভারতীয় ৷ বিরাট কোহলি ও প্রিয়াঙ্কা চোপড়া ৷ তালিকায় প্রথম স্থান দখল করেছেন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷

শুক্রবার হপার্স ডট কম একটি তালিকা প্রকাশ করেছে ৷ যেখানে সামনে আনা হয়েছে 2023 ইনস্টাগ্রামে একটি পোস্টের জন্য কোনও তারকা কত টাকা উপার্জন করেন ৷ ভারতীয় তারকা হিসাবে ক্রিকেটার বিরাট কোহলি রয়েছেন তালিকার 14 নম্বর স্থানে ৷ ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা 25 কোটি 52 লক্ষ 69 হাজার 526 জন ৷ বিরাট একটি পোস্ট থেকে অর্থ উপার্জন করেন 1.384.000 ডলার ৷ ভারতীয় মুদ্রায় প্রায় 11 কোটি 50 লক্ষ টাকা ৷

তালিকায় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন 29তম স্থানে ৷ ইনস্টাগ্রামে দেশি গার্লের ফলোয়ার সংখ্যা 8 কোটি 85 লক্ষ 38 হাজার 623 জন ৷ অভিনেত্রী প্রতিটি পোস্টে অর্থ উপার্জন করেন 532.000 ডলার ৷ ভারতীয় মুদ্রায় 4 কোটি 40 লাখ 47 হাজার 738 টাকা ৷ 2021 সালে বিরাট কোহলি এই তালিকায় ছিলেন 23তম স্থানে ৷ গত দু'বছরে তাঁর ফলোয়ার সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে উপার্জনের টাকাও ৷ শুধু তাই নয়, 2019 সালে তিনি ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য পেতেন পাঁচ কোটি টাকারও বেশি ৷ অন্যদিকে, 2021 সালে প্রিয়াঙ্কা চোপড়া প্রতি পোস্ট অর্থ উপার্জন করতেন 3 কোটি টাকা ৷

2023 হপার ইনস্টাগ্রাম রিচ তালিকায় প্রথমস্থানে রয়েছেন পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ তাঁর ফলোয়ার সংখ্যা 59 কোটি 68 লক্ষ 48 হাজার 846 জন ৷ রোনাল্ডোর সোশাল মিডিয়ায় পার পোস্ট কস্ট পড়ে 3.234.000 ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 26 কোটি 78 লাখ 80 হাজার 305 টাকা ৷ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি ৷ তাঁর ফলোয়ার সংখ্যা 47 কোটি 92 লক্ষ 68 হাজার 484 জন ৷ প্রতি পোস্ট অর্থ উপার্জন করেন 2.597.000 ডলার ৷ ভারতীয় মুদ্রায় 21 কোটি 51 লাখ 26 হাজার টাকা ৷ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন গায়িকা সেলিনা গোমেজ, চতুর্থ স্থানে রয়েছেন কেইলি জেনার ৷

আরও পড়ুন: 'পুরানো সেই দিনের কথা...', বাবার জন্মদিনে স্মৃতিমেদুর আথিয়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.