ETV Bharat / entertainment

95th Academy Awards: স্মিথের চড় কাণ্ডের জের! 'ক্রাইসিস টিম' রাখার সিদ্ধান্ত অস্কার কর্তৃপক্ষের

উইল স্মিথের চড় কাণ্ডের পর এবার অনুষ্ঠানে 'ক্রাইসিস টিম' রাখতে চলেছে অস্কার কর্তৃপক্ষ ৷ কোনও অপ্রত্যাশিত ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেবে এই দল (Special Crisis Team in Oscars 2023)৷

Oscars 2023
উইল স্মিথের চড় কাণ্ডের পর এবার অনুষ্ঠানে ক্রাইসিস টিম রাখতে চলেছে অস্কার কর্তৃপক্ষ
author img

By

Published : Feb 23, 2023, 7:37 PM IST

হায়দরাবাদ, 23 ফেব্রুয়ারি: উইল স্মিথ এবং ক্রিস রকের অপ্রত্যাশিত ঘটনার পর এবারের অনুষ্ঠানে 'ক্রাইসিস টিম' রাখার সিদ্ধান্ত নিল অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্স ৷ 2022 সালে অস্কার পুরস্কারের মঞ্চে স্ত্রী'কে নিয়ে মশকরা করার জন্য় ক্রিস রককে চড় মেরে বসেন উইল স্মিথ ৷ সেই ঘটনার কথা মাথায় রেখে এমনই সিদ্ধান্ত নিল অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স (Special Crisis Team in Oscars 2023)৷

অ্যাকাডেমি প্রেসিডেন্ট জেনেট ইয়াং একটি সাক্ষাৎকারে জানান, অ্যাকাডেমি এই অনঅভিপ্রেত ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে পারেনি ৷ এবার অ্যাকাডেমির তরফে একটি ক্রাইসিস টিম তৈরি করা হয়েছে যাতে এই ধরনের ঘটনা ঘটলে তার দ্রুত ব্যবস্থা নেওয়া যেতে পারে ৷ অ্যাকাডেমির প্রধান ক্রোমারের মতে, অ্যকাডেমির আশা এবার তাঁরা সেই সমস্ত ঘটনার জন্য় পুরোপুরি প্রস্তুত থাকবেন যা একেবারেই প্রত্যাশিত নয় ৷ যদি এ ধরনের কোনও ঘটনা ঘটে তার জন্য়ই এই প্রস্তুতি ৷

কারণ, গতবছরের ঘটনা অ্যাকাডেমির চোখ খুলে দিয়েছে ৷ কী কী ঘটতে পারে তা নিয়েও বিশদ পরিকল্পনা করা হয়েছে ৷ ক্রাইসিস প্ল্যান, ক্রাইসিস কমিউকেশন-এর জন্য়ও আলাদা আলাদা পরিকল্পনা করা হয়েছে ৷ যাতে এই ধরনের কোনও সমস্যা হলে সেক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় ৷ ক্রোমার জানান, অ্যাকাডেমি একেবারেই চায় না এই ধরনের কোনও ঘটানা হোক, তবে যাতে এরকম ঘটনা ঘটলে তার দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেদিকেই নজর রাখছে কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: পর্দায় বাঙালি মায়ের লড়াই, হাজির রানির 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ছবির ট্রেলার

2022 সালে সেরা অভিনেতার পুরস্কার জয়ী উইল স্মিথের চড় কাণ্ডের পরেও যখন স্মিথ যখন আসনে ফিরে যান তখনও তিনি শান্ত হননি ৷ তিনি নিজের রাগ বারবার প্রকাশ করছিলেন ক্রিসের প্রতি ৷ এই ঘটনায় তেমন দ্রুত কোনও পদক্ষেপ নিতে পারেনি কর্তৃপক্ষ ৷ তাই এবার আর কোনও খামতি রাখতে চায় না অ্যাকাডেমি ৷ যদিও স্মিথ এরপর তাঁর কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছিলেন রকের কাছে ৷ এবছর 12 মার্চ অনুষ্ঠিত হবে অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান ৷

হায়দরাবাদ, 23 ফেব্রুয়ারি: উইল স্মিথ এবং ক্রিস রকের অপ্রত্যাশিত ঘটনার পর এবারের অনুষ্ঠানে 'ক্রাইসিস টিম' রাখার সিদ্ধান্ত নিল অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্স ৷ 2022 সালে অস্কার পুরস্কারের মঞ্চে স্ত্রী'কে নিয়ে মশকরা করার জন্য় ক্রিস রককে চড় মেরে বসেন উইল স্মিথ ৷ সেই ঘটনার কথা মাথায় রেখে এমনই সিদ্ধান্ত নিল অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স (Special Crisis Team in Oscars 2023)৷

অ্যাকাডেমি প্রেসিডেন্ট জেনেট ইয়াং একটি সাক্ষাৎকারে জানান, অ্যাকাডেমি এই অনঅভিপ্রেত ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে পারেনি ৷ এবার অ্যাকাডেমির তরফে একটি ক্রাইসিস টিম তৈরি করা হয়েছে যাতে এই ধরনের ঘটনা ঘটলে তার দ্রুত ব্যবস্থা নেওয়া যেতে পারে ৷ অ্যাকাডেমির প্রধান ক্রোমারের মতে, অ্যকাডেমির আশা এবার তাঁরা সেই সমস্ত ঘটনার জন্য় পুরোপুরি প্রস্তুত থাকবেন যা একেবারেই প্রত্যাশিত নয় ৷ যদি এ ধরনের কোনও ঘটনা ঘটে তার জন্য়ই এই প্রস্তুতি ৷

কারণ, গতবছরের ঘটনা অ্যাকাডেমির চোখ খুলে দিয়েছে ৷ কী কী ঘটতে পারে তা নিয়েও বিশদ পরিকল্পনা করা হয়েছে ৷ ক্রাইসিস প্ল্যান, ক্রাইসিস কমিউকেশন-এর জন্য়ও আলাদা আলাদা পরিকল্পনা করা হয়েছে ৷ যাতে এই ধরনের কোনও সমস্যা হলে সেক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় ৷ ক্রোমার জানান, অ্যাকাডেমি একেবারেই চায় না এই ধরনের কোনও ঘটানা হোক, তবে যাতে এরকম ঘটনা ঘটলে তার দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেদিকেই নজর রাখছে কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: পর্দায় বাঙালি মায়ের লড়াই, হাজির রানির 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ছবির ট্রেলার

2022 সালে সেরা অভিনেতার পুরস্কার জয়ী উইল স্মিথের চড় কাণ্ডের পরেও যখন স্মিথ যখন আসনে ফিরে যান তখনও তিনি শান্ত হননি ৷ তিনি নিজের রাগ বারবার প্রকাশ করছিলেন ক্রিসের প্রতি ৷ এই ঘটনায় তেমন দ্রুত কোনও পদক্ষেপ নিতে পারেনি কর্তৃপক্ষ ৷ তাই এবার আর কোনও খামতি রাখতে চায় না অ্যাকাডেমি ৷ যদিও স্মিথ এরপর তাঁর কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছিলেন রকের কাছে ৷ এবছর 12 মার্চ অনুষ্ঠিত হবে অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.