ETV Bharat / entertainment

Pathaan Social Media Review: 'পাঠান' জ্বরে তেতে উঠেছে কলকাতা থেকে পেরু - Pathaan Social Media Review

মুক্তি পেয়েছে দীপিকা-শাহরুখের চতুর্থ ছবি 'পাঠান' ৷ ছবি নিয়ে আশাবাদী এসআরকে ভক্তরা ৷ সিনেমা হল থেকে নেটপাড়া- সর্বত্রই ছবি নিয়ে উৎসাহ তুঙ্গে (Pathaan Social Media Review)৷

Craze For Pathaan is rising temperature in social media
মুক্তি পেয়েছে দীপিকা শাহরুখের চতুর্থ ছবি পাঠান
author img

By

Published : Jan 25, 2023, 12:42 PM IST

Updated : Jan 25, 2023, 1:06 PM IST

হায়দরাবাদ,25 জানুয়ারি: অবশেষে প্রতীক্ষার অবসান (SRK New Film Pathaan) ৷ মুক্তি পেয়েছে শাহরুখের নতুন ছবি 'পাঠান' ৷ এই ছবির হাত ধরে চারবছর পর পর্দায় ফিরলেন বলিউডের 'বাদশা' ৷ ছবির প্রথম শো নিয়ে কী বলছেন ফ্যানেরা ? সামাজিক মাধ্যমে বুধবার সকাল থেকেই ভক্তরা ভাসছেন উচ্ছ্বাসে ৷ শাহরুখের বিভিন্ন ফ্যান ক্লাব থেকে সামনে আসছে নানা ভিডিয়ো ৷ যেখানে দেখা যাচ্ছে কেউ বাজি পোড়াচ্ছেন, কেউ বা মেতে উঠেছেন নৃত্য শিলেপে । তাঁদের প্রিয় নায়কের ছবি দেখার আনন্দে ৷ কেউ কেউ তো এও বলছেন এই ছবি নাকি তাঁদের দেখা শাহরুখের সেরা ছবি (Craze For Pathaan)৷

সিদ্ধার্থ আনন্দের এই শাহরুখের কামব্যাক ফিল্ম ৷ সত্যিই 'পাঠান' তাঁর হারা মানিক ফিরিয়ে দিতে পারবেন কিনা তা তো বলে দেবে সময়ই ৷ কিন্তু শাহরুখের কেকেআরের শহর কলকাতাতেও যথেষ্ট আলোড়ন রয়েছে এই ছবি নিয়ে ৷ কলকাতার বিভিন্ন সিনেমা হলের বাইরেও চোখে পড়ল এসআরকে অনুরাগীদের ভিড় ৷ শাহরুখের প্রতি তাঁদের ভালোবাসার কথা জানালেন সকলেই ৷ কেউ কেউ ভোর সাড়ে চারটেয় উঠে অফিস কামাই করে পৌঁছেছেন তিলোত্তমার ইতিউতি । শুধু এই ছবির প্রথম দিনের প্রথম শো দেখতেই এত আনন্দ-আয়োজন (Pathaan Social Media Review)৷

এসআরকে ফ্যানেরা কেউ লিখছেন,'বিগ অ্যাকশন ব্লক বাস্টার' ৷ কেউ আবার লিখেছেন 'প্রথম অর্ধটা সত্যিই দুরন্ত ৷ পুরো ছবিটাই ভীষণ উপভোগ করেছি ৷' শাহরুখের এই ছবিতে ছোট্ট একটি চরিত্রে দেখা গিয়েছে সলমন খানকেও ৷ আর তা দেখে রীতিমতো আপ্লুত ফ্য়ানেরা ৷ একথা ঠিক যে কোনও কোনও জায়গায় পোস্টার ছেঁড়ার ঘটনাও সামনে এসেছে কিন্তু সব মিলিয়ে এই ছবি আগ্রহ এখন তুঙ্গে ৷ প্রায় চারবছর পর বড় পর্দায় এই ছবির হাত ধরেই ফিরলেন এসআরকে ৷

আরও পড়ুন: টরেন্টে ফাঁস হয়ে গিয়েছে 'পাঠান'? জানুন আসল সত্যিটা

প্রথম দিনেই প্রায় 50 কোটি টাকা দিয়ে বক্স অফিসে খাতা খুলেছে 'পাঠান' ৷ নির্মাতারা অবশ্যই চাইবেন আগামীতে আয়ের নতুন রেকর্ড করুক এই ছবি ৷ কারণ প্রি বুকিংয়ে এসআরকের এই ছবি পিছনে ফেলে দিয়েছিল যশের 'কেজিএফ-2'-কেও ৷ তবে শেষমেশ এই ছবি দর্শকদে ঠিক কতটা ভালো লাগবে সেই প্রশ্নের উত্তর দেবে সময়।

হায়দরাবাদ,25 জানুয়ারি: অবশেষে প্রতীক্ষার অবসান (SRK New Film Pathaan) ৷ মুক্তি পেয়েছে শাহরুখের নতুন ছবি 'পাঠান' ৷ এই ছবির হাত ধরে চারবছর পর পর্দায় ফিরলেন বলিউডের 'বাদশা' ৷ ছবির প্রথম শো নিয়ে কী বলছেন ফ্যানেরা ? সামাজিক মাধ্যমে বুধবার সকাল থেকেই ভক্তরা ভাসছেন উচ্ছ্বাসে ৷ শাহরুখের বিভিন্ন ফ্যান ক্লাব থেকে সামনে আসছে নানা ভিডিয়ো ৷ যেখানে দেখা যাচ্ছে কেউ বাজি পোড়াচ্ছেন, কেউ বা মেতে উঠেছেন নৃত্য শিলেপে । তাঁদের প্রিয় নায়কের ছবি দেখার আনন্দে ৷ কেউ কেউ তো এও বলছেন এই ছবি নাকি তাঁদের দেখা শাহরুখের সেরা ছবি (Craze For Pathaan)৷

সিদ্ধার্থ আনন্দের এই শাহরুখের কামব্যাক ফিল্ম ৷ সত্যিই 'পাঠান' তাঁর হারা মানিক ফিরিয়ে দিতে পারবেন কিনা তা তো বলে দেবে সময়ই ৷ কিন্তু শাহরুখের কেকেআরের শহর কলকাতাতেও যথেষ্ট আলোড়ন রয়েছে এই ছবি নিয়ে ৷ কলকাতার বিভিন্ন সিনেমা হলের বাইরেও চোখে পড়ল এসআরকে অনুরাগীদের ভিড় ৷ শাহরুখের প্রতি তাঁদের ভালোবাসার কথা জানালেন সকলেই ৷ কেউ কেউ ভোর সাড়ে চারটেয় উঠে অফিস কামাই করে পৌঁছেছেন তিলোত্তমার ইতিউতি । শুধু এই ছবির প্রথম দিনের প্রথম শো দেখতেই এত আনন্দ-আয়োজন (Pathaan Social Media Review)৷

এসআরকে ফ্যানেরা কেউ লিখছেন,'বিগ অ্যাকশন ব্লক বাস্টার' ৷ কেউ আবার লিখেছেন 'প্রথম অর্ধটা সত্যিই দুরন্ত ৷ পুরো ছবিটাই ভীষণ উপভোগ করেছি ৷' শাহরুখের এই ছবিতে ছোট্ট একটি চরিত্রে দেখা গিয়েছে সলমন খানকেও ৷ আর তা দেখে রীতিমতো আপ্লুত ফ্য়ানেরা ৷ একথা ঠিক যে কোনও কোনও জায়গায় পোস্টার ছেঁড়ার ঘটনাও সামনে এসেছে কিন্তু সব মিলিয়ে এই ছবি আগ্রহ এখন তুঙ্গে ৷ প্রায় চারবছর পর বড় পর্দায় এই ছবির হাত ধরেই ফিরলেন এসআরকে ৷

আরও পড়ুন: টরেন্টে ফাঁস হয়ে গিয়েছে 'পাঠান'? জানুন আসল সত্যিটা

প্রথম দিনেই প্রায় 50 কোটি টাকা দিয়ে বক্স অফিসে খাতা খুলেছে 'পাঠান' ৷ নির্মাতারা অবশ্যই চাইবেন আগামীতে আয়ের নতুন রেকর্ড করুক এই ছবি ৷ কারণ প্রি বুকিংয়ে এসআরকের এই ছবি পিছনে ফেলে দিয়েছিল যশের 'কেজিএফ-2'-কেও ৷ তবে শেষমেশ এই ছবি দর্শকদে ঠিক কতটা ভালো লাগবে সেই প্রশ্নের উত্তর দেবে সময়।

Last Updated : Jan 25, 2023, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.