ETV Bharat / entertainment

Adipurush Row: আদিপুরুষের পক্ষে কলম ধরলেন কৃতি স্যাননের মা, কী প্রতিক্রিয়া নেটপাড়ার ? - Adipurush Row

কৃতি স্যানন অভিনীত আদিপুরুষ নিয়ে নানা মহলে তীব্র সমালোচনার পর এ বার মেয়ের ছবির পক্ষে কলম ধরলেন অভিনেত্রীর মা গীতা স্যানন ৷

Adipurush
Adipurush
author img

By

Published : Jun 22, 2023, 3:30 PM IST

মুম্বই, 22 জুন: 16 জুন মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের কেন্দ্রে আদিপুরুষ ৷ এই ফিল্মের অন্যতম কুশীলব বলিউডের অভিনেত্রী কৃতি স্যাননের ছবির সমর্থনে এ বার কলম ধরলেন তাঁর মা গীতা স্যানন ৷ ইনস্টাগ্রামে বার্তা দিয়ে তিনি লিখেছেন, একজন ব্যক্তির ভুলের দিকে না তাকিয়ে আবেগকে বুঝতে হবে ৷

গীতা স্যানন লিখেছেন, "জাকি রহি ভাবনা জায়সি, প্রভু মুরত দেখি তিন তাইসি ।" তিনি এর অর্থ ব্যাখ্যা করে লেখেন, "এর অর্থ হল, ভালো ভাবনা ও দৃষ্টি দিয়ে দেখো, তাহলে এই সৃষ্টিকে সুন্দরই লাগবে । মানুষের ভুলগুলো নয়, তাঁদের ভাবনাকে বোঝার চেষ্টা করো ৷ জয় শ্রী রাম ৷"

কৃতি স্যাননের মায়ের এই পোস্ট সোশাল মিডিয়ায় মিশ্র সাড়া পেয়েছে । কৃতির ছোট বোন নূপুর লিখেছেন, একদম ঠিক কথা । একজন সোশাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'এটি ঠিক ।' তবে অন্য অনেক ব্যবহারকারী কৃতির মায়ের মন্তব্যের সমালোচনা করেছেন । একজন ব্যবহারকারী লিখেছেন, "আপনার এই হিন্দু-বিরোধী ফিল্মটিকে অন্ধভাবে সমর্থন করা উচিত নয় । আপনার মেয়েকে হিন্দু বিরোধী কার্যকলাপে উৎসাহিত করার পরিবর্তে হিন্দু মূল্যবোধ শেখানো উচিত ।"

আরও পড়ুন: 'সিঙ্গল ডিজিট'-এ নামল 'আদিপুরুষ' ছবির আয়! কমল টিকিটের দামও

ওম রাউত পরিচালিত আদিপুরুষ রামায়ণের একটি নাটকীয় পুনরুত্থান ৷ নির্মাতারা চলচ্চিত্রটি প্রকাশ করার পর থেকে বারবার কটাক্ষের মুখে পড়েছেন ৷ সমালোচক থেকে শুরু করে দর্শক, সারা দেশেই বেশ কিছু মানুষ ছবিটির কথ্য ভাষায় লেখা সংলাপ ও দুর্বল ভিস্যুয়াল এফেক্টস নিয়ে হতাশা প্রকাশ করেছেন ৷ 'মরেগা বেটে', 'বুয়া কা বাগিচা হ্যায় কেয়া' এবং 'জলেগি তেরে বাপ কি' - এমন কিছু সংলাপের ব্যবহার মেনে নিতে পারেননি অনেকেই । তীব্র সমালোচনার মুখে পড়ে আদিপুরুষের নির্মাতারা সংলাপগুলিকে নতুন করে সাজিয়েছেন । বিকর্তিক সংলাপ সংশোধন করে সেখানে নতুন সংলাপ বসানো হবে বলে আগেই ঘোষণা করেছেন নির্মাতারা ৷

এই ছবিতে প্রভাসকে রাম, সীতার চরিত্রে কৃতি, লক্ষ্মণের চরিত্রে সানি সিং এবং রাবণের চরিত্রে সইফ আলি খান অভিনয় করেছেন ।

মুম্বই, 22 জুন: 16 জুন মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের কেন্দ্রে আদিপুরুষ ৷ এই ফিল্মের অন্যতম কুশীলব বলিউডের অভিনেত্রী কৃতি স্যাননের ছবির সমর্থনে এ বার কলম ধরলেন তাঁর মা গীতা স্যানন ৷ ইনস্টাগ্রামে বার্তা দিয়ে তিনি লিখেছেন, একজন ব্যক্তির ভুলের দিকে না তাকিয়ে আবেগকে বুঝতে হবে ৷

গীতা স্যানন লিখেছেন, "জাকি রহি ভাবনা জায়সি, প্রভু মুরত দেখি তিন তাইসি ।" তিনি এর অর্থ ব্যাখ্যা করে লেখেন, "এর অর্থ হল, ভালো ভাবনা ও দৃষ্টি দিয়ে দেখো, তাহলে এই সৃষ্টিকে সুন্দরই লাগবে । মানুষের ভুলগুলো নয়, তাঁদের ভাবনাকে বোঝার চেষ্টা করো ৷ জয় শ্রী রাম ৷"

কৃতি স্যাননের মায়ের এই পোস্ট সোশাল মিডিয়ায় মিশ্র সাড়া পেয়েছে । কৃতির ছোট বোন নূপুর লিখেছেন, একদম ঠিক কথা । একজন সোশাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'এটি ঠিক ।' তবে অন্য অনেক ব্যবহারকারী কৃতির মায়ের মন্তব্যের সমালোচনা করেছেন । একজন ব্যবহারকারী লিখেছেন, "আপনার এই হিন্দু-বিরোধী ফিল্মটিকে অন্ধভাবে সমর্থন করা উচিত নয় । আপনার মেয়েকে হিন্দু বিরোধী কার্যকলাপে উৎসাহিত করার পরিবর্তে হিন্দু মূল্যবোধ শেখানো উচিত ।"

আরও পড়ুন: 'সিঙ্গল ডিজিট'-এ নামল 'আদিপুরুষ' ছবির আয়! কমল টিকিটের দামও

ওম রাউত পরিচালিত আদিপুরুষ রামায়ণের একটি নাটকীয় পুনরুত্থান ৷ নির্মাতারা চলচ্চিত্রটি প্রকাশ করার পর থেকে বারবার কটাক্ষের মুখে পড়েছেন ৷ সমালোচক থেকে শুরু করে দর্শক, সারা দেশেই বেশ কিছু মানুষ ছবিটির কথ্য ভাষায় লেখা সংলাপ ও দুর্বল ভিস্যুয়াল এফেক্টস নিয়ে হতাশা প্রকাশ করেছেন ৷ 'মরেগা বেটে', 'বুয়া কা বাগিচা হ্যায় কেয়া' এবং 'জলেগি তেরে বাপ কি' - এমন কিছু সংলাপের ব্যবহার মেনে নিতে পারেননি অনেকেই । তীব্র সমালোচনার মুখে পড়ে আদিপুরুষের নির্মাতারা সংলাপগুলিকে নতুন করে সাজিয়েছেন । বিকর্তিক সংলাপ সংশোধন করে সেখানে নতুন সংলাপ বসানো হবে বলে আগেই ঘোষণা করেছেন নির্মাতারা ৷

এই ছবিতে প্রভাসকে রাম, সীতার চরিত্রে কৃতি, লক্ষ্মণের চরিত্রে সানি সিং এবং রাবণের চরিত্রে সইফ আলি খান অভিনয় করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.