হায়দরাবাদ, 22 জুলাই : প্রয়াত কমেডির রাজা চার্লি চ্যাপলিনের কন্যা জোসেফিন চ্যাপলিন ৷ কমেডির জগতে শুধু নয়, অভিনয়ের দুনিয়ায় চার্লি একমেবদ্বিতীয়ম ৷ অভিনয়ের পাশাপাশি করেছেন পরিচালনাও ৷ তাঁর হাত ধরে এসেছে 'সিটি লাইটস', 'দ্য় গ্রেট ডিকটেটর'-এর মতো অসামান্য সব ছবি ৷ চার্লি কন্য়া জোসেফিনও যুক্ত ছিলেন অভিনয়ের সঙ্গে ৷ 74 বছর বয়সে প্রয়াত হলেন অভিনেত্রী ৷
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, প্যারিসে তাঁর মৃত্যু হয় গত 13 জুলাই ৷ যদিও তাঁর পরিবারের তরফে বেশ কিছুদিন পর এই খবর জানানো হয় ৷ প্রয়াত অভিনেত্রীর মৃত্যুর সঠিক কারণ এখনও সামনে আসেনি ৷ চার্লি চ্যাপলিনের বৈবাহিক জীবন ছিল বেশ জটিল ৷ তিনি চারবার বিবাহ করেন ৷ আর এই অভিনেতা ছিলেন 11 জন সন্তানের পিতা ৷ তাঁর শেষ স্ত্রী ছিলেন উনা ওলি ৷ তাঁর তৃতীয় সন্তান ছিলেন জোসেফিন ৷ জোসেফিনের জন্ম 1949 সালের 28 মার্চ ৷
মাত্র তিন বছর বয়সে অভিনয় জীবন শুরু করেছিলেন ৷ 1952 সালে তিনি অভিনয় করেছিলেন 'লাইম লাইট' ছবিতে ৷ চার্লি পরিচালিত এই ছবি বিপুল জনপ্রিয়তা লাভ করে ৷ এরপর থেকে জোসেফিন বেশ কিছু স্মরণীয় কাজ উপহার দিয়েছেন তাঁর অনুরাগীদের ৷ প্রথম ছবির ঠিক 20 বছর পর অর্থাৎ 1972 সালে তিনি অভিনয় করেন 'দ্য ক্যান্টারবেরি টেলস' ছবিতে ৷ পিয়ের পাওলো পাসোলিনি পরিচালিত এই ছবি তাঁকে বিপুল জনপ্রিয়তা দেয় ৷
আরও পড়ুন: যৌন মিলনের দৃশ্য়ে গীতা পাঠ, বিতর্কের মুখে নোলানের 'ওপেনহাইমার'
এছাড়াও তাঁর স্মরণীয় কাজের সংখ্য়া কিন্তু মোটেই কম নয় ৷ এই বছরই তিনি অভিনয় করেন 'এস্কেপ টু দ্য় সান' ছবিতে ৷ এই ছবিও বিপুল জনপ্রিয় হয় ৷ কিংবদন্তি পরিচালক রিচার্ড বালদুচ্চির সঙ্গেও কাজ করেছেন তিনি ৷ ছবির নাম ছিল 'ল'উডিওর দেস ফাউভেস' ৷ এছাড়া বেশ জনপ্রিয় টিভি সিরিজেও অভিনয় করেছিলেন অভিনেত্রী ৷ তাঁর প্রয়াণে তাই শোকস্তব্ধ অনুরাগীরা ৷