ETV Bharat / entertainment

ICC World Cup 2023: রোহিতদের লড়াই দেখতে ওয়াংখেড়েতে হাজির সেলেবমহল, গলা ফাটাচ্ছেন বিগ বি-রণবীর-ভেঙ্কটেশরা - সেমিতে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড

সেমিতে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড ৷ ঘরে মাঠে কি প্রবাসের হারের বদলা নিতে পারবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা? উত্তর জানতে মাঠে হাজির সেলেব মহলও ৷ রজনীকান্ত, বিগ বি, আমির খান, অনুষ্কা শর্মা, রণবীর কাপুরদের পাশাপাশি দেখা গেল ভেঙ্কটেশ দাগ্গুবতিকেও ৷

ICC World Cup 2023
বদলার ম্যাচের সাক্ষী হতে হাজির সেলেবমহল
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 3:12 PM IST

Updated : Nov 15, 2023, 4:14 PM IST

মুম্বই, 15 নভেম্বর: 2019 সালের দুঃস্বপ্নের সেমিফাইনালের পর আরও একবার ফাইনালে পৌঁছনোর ঠিক আগে কিউয়িবাহিনীর মুখোমুখি ভারতীয় দল ৷ ওয়াংখেড়ের ময়দানে ইংল্যান্ডের স্বপ্নভঙ্গের বদলা কি নিতে পারবে মেন ইন ব্লু? সবচেয়ে বড় প্রশ্ন এখন সেটাই ৷ তবে ম্যাচ ঘিরে উন্মাদনা যে তুঙ্গে তা বলাই বাহুল্য ৷ রোহিত শর্মা-কেন উইলিয়ামসনদের লড়াই চাক্ষুষ করতে মাঠে যেমন হাজির হয়েছেন সচিন তেন্ডুলকর, ডেভিড বেকহ্যামের মতো খেলোয়াড়রা তেমনই হাজির অভিনেতা-অভিনেত্রীরাও ৷

মেন ইন ব্লু-র হয়ে গলা ফাটাতে গ্যালারিতে হাজির অমিতাভ বচ্চন, অনুষ্কা শর্মা, রণবীর কাপুররা ৷ স্যার ভিভিয়ান রিচার্ডসের পাশে বসে ম্যাচ উপভোগ করতে হাজির দক্ষিণের সুপারস্টার ভেঙ্কটেশ দাগ্গুবতিও ৷ ক্যামেরায় ধরা দিলেন রজনী 'আন্না'ও ৷ দেখা গেল বিগ বিকেও ৷ বিশ্বকাপের উন্মাদনার আঁচ যে সমস্ত মহলেই পৌঁছেছে ওয়াংখেড়ের গ্যালারিই তার সাক্ষী ৷ রণবীর এদিন জানান, তিনি এর আগে এই মাঠেই ভারতের বিশ্বজয়ের সাক্ষী ছিলেন ৷ এমএস ধোনির বিশ্বকাপের ট্রফি হাতে নেওয়ার সেই স্বপ্নিল মুহূর্ত গ্যালারিতে বসে উপভোগ করেছিলেন তিনি ৷ বুধবারও ভারতের লড়াই দেখতে মাঠে হাজির তিনি ৷

গ্যালারিতে দেখা গেল জন আব্রাহামকেও ৷ জন এমনিতেই খেলার ভীষণ ভক্ত ৷ এর আগেও আইএসএল-এ ফুটবল ম্যাচ দেখতেও মাঠে হাজির হয়েছেন তিনি ৷ এদিনও ম্যাচের প্রতিটি মুহূর্ত চুটিয়ে উপভোগ করেন তিনি ৷ তাঁদের পাশেই ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানিও ৷ 2011 সালে বিশ্বকাপ ফাইনালে উপস্থিত ছিলেন আমির খানও ৷ ফের এদিন মাঠে দেখা গেল তাঁকে ৷

টিম ইন্ডিয়ার জন্য এই লড়াই বেশ কঠিন ৷ 2003 সালের পর দীর্ঘ 16 বছর বিশ্বকাপে কিউয়িবাহিনীকে হারাতে পারেনি ভারত ৷ চলতি বিশ্বকাপে প্রায় দুই দশক পর সেই রেকর্ড অবশ্য় ভেঙেছে ৷ গ্রুপ লিগের ম্যাচে সহজ জয় তুলে নিয়েছে ভারতীয় দল ৷ এই ম্যাচেও দেখা যাবে রিপিট টেলিকাস্ট ৷ উত্তর দেবে সময় ৷

আরও পড়ুন:

  1. শুভমনের অর্ধ-শতরান, বিরাট-গিলের ব্যাটে বড় রানের স্বপ্ন ভারতের
  2. 'ইউনিভার্স বস'কে টপকে বিশ্বকাপে ছক্কার শিখরে 'হিটম্যান'

মুম্বই, 15 নভেম্বর: 2019 সালের দুঃস্বপ্নের সেমিফাইনালের পর আরও একবার ফাইনালে পৌঁছনোর ঠিক আগে কিউয়িবাহিনীর মুখোমুখি ভারতীয় দল ৷ ওয়াংখেড়ের ময়দানে ইংল্যান্ডের স্বপ্নভঙ্গের বদলা কি নিতে পারবে মেন ইন ব্লু? সবচেয়ে বড় প্রশ্ন এখন সেটাই ৷ তবে ম্যাচ ঘিরে উন্মাদনা যে তুঙ্গে তা বলাই বাহুল্য ৷ রোহিত শর্মা-কেন উইলিয়ামসনদের লড়াই চাক্ষুষ করতে মাঠে যেমন হাজির হয়েছেন সচিন তেন্ডুলকর, ডেভিড বেকহ্যামের মতো খেলোয়াড়রা তেমনই হাজির অভিনেতা-অভিনেত্রীরাও ৷

মেন ইন ব্লু-র হয়ে গলা ফাটাতে গ্যালারিতে হাজির অমিতাভ বচ্চন, অনুষ্কা শর্মা, রণবীর কাপুররা ৷ স্যার ভিভিয়ান রিচার্ডসের পাশে বসে ম্যাচ উপভোগ করতে হাজির দক্ষিণের সুপারস্টার ভেঙ্কটেশ দাগ্গুবতিও ৷ ক্যামেরায় ধরা দিলেন রজনী 'আন্না'ও ৷ দেখা গেল বিগ বিকেও ৷ বিশ্বকাপের উন্মাদনার আঁচ যে সমস্ত মহলেই পৌঁছেছে ওয়াংখেড়ের গ্যালারিই তার সাক্ষী ৷ রণবীর এদিন জানান, তিনি এর আগে এই মাঠেই ভারতের বিশ্বজয়ের সাক্ষী ছিলেন ৷ এমএস ধোনির বিশ্বকাপের ট্রফি হাতে নেওয়ার সেই স্বপ্নিল মুহূর্ত গ্যালারিতে বসে উপভোগ করেছিলেন তিনি ৷ বুধবারও ভারতের লড়াই দেখতে মাঠে হাজির তিনি ৷

গ্যালারিতে দেখা গেল জন আব্রাহামকেও ৷ জন এমনিতেই খেলার ভীষণ ভক্ত ৷ এর আগেও আইএসএল-এ ফুটবল ম্যাচ দেখতেও মাঠে হাজির হয়েছেন তিনি ৷ এদিনও ম্যাচের প্রতিটি মুহূর্ত চুটিয়ে উপভোগ করেন তিনি ৷ তাঁদের পাশেই ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানিও ৷ 2011 সালে বিশ্বকাপ ফাইনালে উপস্থিত ছিলেন আমির খানও ৷ ফের এদিন মাঠে দেখা গেল তাঁকে ৷

টিম ইন্ডিয়ার জন্য এই লড়াই বেশ কঠিন ৷ 2003 সালের পর দীর্ঘ 16 বছর বিশ্বকাপে কিউয়িবাহিনীকে হারাতে পারেনি ভারত ৷ চলতি বিশ্বকাপে প্রায় দুই দশক পর সেই রেকর্ড অবশ্য় ভেঙেছে ৷ গ্রুপ লিগের ম্যাচে সহজ জয় তুলে নিয়েছে ভারতীয় দল ৷ এই ম্যাচেও দেখা যাবে রিপিট টেলিকাস্ট ৷ উত্তর দেবে সময় ৷

আরও পড়ুন:

  1. শুভমনের অর্ধ-শতরান, বিরাট-গিলের ব্যাটে বড় রানের স্বপ্ন ভারতের
  2. 'ইউনিভার্স বস'কে টপকে বিশ্বকাপে ছক্কার শিখরে 'হিটম্যান'
Last Updated : Nov 15, 2023, 4:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.