ETV Bharat / entertainment

ওটিটি থেকে ছবি সরলেও মিলল না রেহাই, ফের আইনি বিপাকে নয়নতারা - Nayanthara

Nayanthara Police Case: একের পর এক পুলিশে অভিযোগ দায়ের হচ্ছে 'অন্নাপূর্ণী' ছবির কলাকুশলীদের বিরুদ্ধে ৷ এবার হিন্দু ভাবাবেগে আঘাত ও লাভ জিহাদের অভিযোগ তুলে থানায় মীরা-ভায়ান্দরের এক বাসিন্দা ৷

Etv Bharat
ফের আইনি বিপাকে নয়নতারা
author img

By PTI

Published : Jan 12, 2024, 1:20 PM IST

থানে, 12 জানুয়ারি: একের পর এক আইনি বিপাকে জর্জরিত 'জওয়ান' নায়িকা নয়নতারা ৷ হিন্দুভাবাবেগে আঘাত করার অভিযোগে মহারাষ্ট্রের থানেতে এবার নয়নতারা-সহ আটজনের বিরূদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ সদ্য মুক্তিপ্রাপ্ত 'অন্নাপূর্ণী' ছবির কারণে আইনি সমস্যায় পড়লেন শাহরুখ খানের নায়িকা ৷

জানা গিয়েছে, নয়া নগর পুলিশ স্টেশনে মীরা-ভায়ান্দরের 48 বছরের বাসিন্দা এই ছবিতে দেখানে বিশেষ কিছু দৃশ্যে হিন্দু ভাবাবেগে আঘাত হানা হয়েছে, এই অভিযোগ নিয়ে এফআইআর দায়ের করেন ৷ এই ছবি লাভ জিহাদকেও প্রচার করছে বলে অভিযোগে উঠে এসেছে ৷ ইতিমধ্যেই ছবিটিকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ পুলিশ আধিকারিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে অভিনেত্রী নয়নতারা, ছবির প্রযোজক-সহ আটজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 153-এ(বিভিন্ন গোষ্ঠীর দ্বন্দ্বের প্রচার), 295-এ (ধর্মীয় ভাবাবেগে আঘাতের চেষ্টা), 505 (দেবতার অধিষ্ঠান নিয়ে কৌতুক) ও 34 নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

মুম্বই পুলিশ জানিয়েছে, দুই ডানপন্থী সংগঠন অভিনেতা নয়নতারা এবং ছবির সঙ্গে যুক্ত অন্যদের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেছে ৷ ছবির কিছু দৃশ্য হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, এই অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই বজরং দলের তরফে ওশিয়ারা থানায় একই অভিযোগ দায়ের হয়েছে দুদিন আগেই ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷ অন্যদিকে, লোকমান্য তিলক মার্গ পুলিশ স্টেশনে হিন্দি আইটি সেলের প্রধান রামেশ সোলাঙ্কি একই অভিযোগ এনে এইআইআর দায়ের করেছেন ৷

উল্লেখ্য, ছবি মুক্তির কিছুদিনের মধ্যেই বির্তক শুরু হয় 'অন্নপূর্ণী' ছবিকে কেন্দ্র করে ৷ হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠায় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও জি স্টুডিয়ো থেকে তুলে নেওয়া হয়েছে এই ছবি ৷ এমনকী, বিশ্ব হিন্দু পরিষদে কাছে ক্ষমা চিঠি পাঠানো হয়েছে জি স্টুডিয়োর তরফে ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে 'অন্নপূর্ণী'র প্রযোজক, পরিচালক এবং অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ৷ জানা গিয়েছে, হিন্দু আইটি সেলের প্রতিষ্ঠাতা রমেশ শোলাঙ্কি, অভিনেত্রী নয়নতারা, জয়, লেখক-পরিচালক নীলেশ কৃষ্ণ, প্রযোজক যতীন শেঠি, আর রবীন্দ্রণ, এবং পুনিত গোয়েঙ্কা, জি স্টুডিওর চিফ বিজনেস অফিসার শরিক প্যাটেল এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রধান মনিকা শেরগিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

আরও পড়ুন:

1. ওটিটি থেকে সরানো হল ছবি, আইনি গেরোয় শাহরুখের নায়িকা

2. 'খারাপ সময় অনেক শিক্ষা দিয়েছে'- ঘুরে দাঁড়ানোর লড়াই নিয়ে মুখ খুললেন বাদশা

3. পিছোচ্ছে না 'পুষ্পা 2', স্বাধীনতা দিবসে সিংঘমের সঙ্গে বক্স অফিসে জোর টক্কর আল্লুর ছবির

থানে, 12 জানুয়ারি: একের পর এক আইনি বিপাকে জর্জরিত 'জওয়ান' নায়িকা নয়নতারা ৷ হিন্দুভাবাবেগে আঘাত করার অভিযোগে মহারাষ্ট্রের থানেতে এবার নয়নতারা-সহ আটজনের বিরূদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ সদ্য মুক্তিপ্রাপ্ত 'অন্নাপূর্ণী' ছবির কারণে আইনি সমস্যায় পড়লেন শাহরুখ খানের নায়িকা ৷

জানা গিয়েছে, নয়া নগর পুলিশ স্টেশনে মীরা-ভায়ান্দরের 48 বছরের বাসিন্দা এই ছবিতে দেখানে বিশেষ কিছু দৃশ্যে হিন্দু ভাবাবেগে আঘাত হানা হয়েছে, এই অভিযোগ নিয়ে এফআইআর দায়ের করেন ৷ এই ছবি লাভ জিহাদকেও প্রচার করছে বলে অভিযোগে উঠে এসেছে ৷ ইতিমধ্যেই ছবিটিকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ পুলিশ আধিকারিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে অভিনেত্রী নয়নতারা, ছবির প্রযোজক-সহ আটজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 153-এ(বিভিন্ন গোষ্ঠীর দ্বন্দ্বের প্রচার), 295-এ (ধর্মীয় ভাবাবেগে আঘাতের চেষ্টা), 505 (দেবতার অধিষ্ঠান নিয়ে কৌতুক) ও 34 নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

মুম্বই পুলিশ জানিয়েছে, দুই ডানপন্থী সংগঠন অভিনেতা নয়নতারা এবং ছবির সঙ্গে যুক্ত অন্যদের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেছে ৷ ছবির কিছু দৃশ্য হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, এই অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই বজরং দলের তরফে ওশিয়ারা থানায় একই অভিযোগ দায়ের হয়েছে দুদিন আগেই ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷ অন্যদিকে, লোকমান্য তিলক মার্গ পুলিশ স্টেশনে হিন্দি আইটি সেলের প্রধান রামেশ সোলাঙ্কি একই অভিযোগ এনে এইআইআর দায়ের করেছেন ৷

উল্লেখ্য, ছবি মুক্তির কিছুদিনের মধ্যেই বির্তক শুরু হয় 'অন্নপূর্ণী' ছবিকে কেন্দ্র করে ৷ হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠায় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও জি স্টুডিয়ো থেকে তুলে নেওয়া হয়েছে এই ছবি ৷ এমনকী, বিশ্ব হিন্দু পরিষদে কাছে ক্ষমা চিঠি পাঠানো হয়েছে জি স্টুডিয়োর তরফে ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে 'অন্নপূর্ণী'র প্রযোজক, পরিচালক এবং অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ৷ জানা গিয়েছে, হিন্দু আইটি সেলের প্রতিষ্ঠাতা রমেশ শোলাঙ্কি, অভিনেত্রী নয়নতারা, জয়, লেখক-পরিচালক নীলেশ কৃষ্ণ, প্রযোজক যতীন শেঠি, আর রবীন্দ্রণ, এবং পুনিত গোয়েঙ্কা, জি স্টুডিওর চিফ বিজনেস অফিসার শরিক প্যাটেল এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রধান মনিকা শেরগিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

আরও পড়ুন:

1. ওটিটি থেকে সরানো হল ছবি, আইনি গেরোয় শাহরুখের নায়িকা

2. 'খারাপ সময় অনেক শিক্ষা দিয়েছে'- ঘুরে দাঁড়ানোর লড়াই নিয়ে মুখ খুললেন বাদশা

3. পিছোচ্ছে না 'পুষ্পা 2', স্বাধীনতা দিবসে সিংঘমের সঙ্গে বক্স অফিসে জোর টক্কর আল্লুর ছবির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.