ETV Bharat / entertainment

Britney Spears Embraces Motherhood : মা হতে চলেছেন পপ কুুইন ব্রিটনি স্পিয়ার্স

author img

By

Published : Apr 12, 2022, 12:57 PM IST

মা হতে চলেছেন জনপ্রিয় পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স ৷ নিজেই ইনস্টাগ্রাম থেকে এই খবর জানিয়েছেন তিনি (Britney Spears and Samn Asghari Embraces Parenthood) ৷

Britney Spears Embraces Motherhood
মা হতে চলেছেন জনপ্রিয় পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স

ওয়াশিংটন, 12 এপ্রিল : মা হতে চলেছেন জনপ্রিয় গায়িকা ব্রিটনি স্পিয়ার্স ৷ মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম থেকে অনুরাগীদের উদ্দেশ্য়ে এই সুখবর দিয়েছেন তিনি ৷ 39 বছর এই গায়িকার সঙ্গে গতবছরেই বিয়ে হয় 27 বছর বয়সি স্যাম আজগরির (Britney Spears and Samn Asghari Embraces Parenthood)৷

নিজের ইনস্টা থেকে তিনি লেখেন, "আমি প্রেগেনেন্সি টেস্ট করিয়েছিলাম ...এবং সত্যি...আমি মা হতে চলেছি ৷" তিনি জানান, তিনি প্রথমে বিষয়টি বুঝতেই পারেননি কারণ তাঁর ওজন অনেকখানি বেড়ে গিয়েছিল ৷ কিন্তু তারপর তাঁর স্বামীই তাঁর ভুল ভেঙে দেন ৷ তিনি জানান, ব্রিটনি হয়ত মা হতে চলেছেন, এরপর তিনি পরীক্ষা করান এবং ফল ইতিবাচক আসে ৷ তিনি এও জানিয়েছেন খুব একটা বাইরেও এখন বের হচ্ছেন না তিনি । এর কারণ তিনি চান না তাঁকে পাপারাজ্জির মুখে পড়তে হোক ৷

মাতৃত্ব অবশ্য় এই প্রথম নয় ব্রিটনির ৷ তাঁর প্রাক্তন স্বামী কেভিন ফেডারলিনের সঙ্গে কাটানো বছরগুলিতেও দুই সন্তানের মা হয়েছিলেন এই পপকুইন ৷ নিজের জীবনে বাবার কাছে ভাল ব্যবহার পাননি তিনি ৷ পরবর্তী জীবনে দাম্পত্যও তেমন সুখকর হয়নি ৷ ফলত মাতৃত্ব কতটা কঠিন, তা ভালই বোঝেন ব্রিটনি ৷ নিজেই সেকথা লিখেওছেন এই পপস্টার ৷

আরও পড়ুন : বিয়ের জল্পনার মাঝেই আলোর মালায় সেজে উঠল রণবীরের মুম্বইয়ের বাংলো

তিনি লেখেন, "এটা সত্যিই ভীষণ কঠিন ছিল কারণ যখন আমি গর্ভবতী ছিলাম, আমি পেরেন্টাল ডিপ্রেশনে ছিলাম... । তাই আমাকে বলতেই হবে, এটা একদম জঘন্য ছিল... । নারীরা তখন এই বিষয় নিয়ে সেভাবে কথা বলত না... । মানুষ মনে করত সন্তান গর্ভে নিয়ে একজন মহিলা যদি অভিযোগ করে, তাহলে সেটা একটা বড় বিপদ সংকেত ৷ কিন্তু এখন নারীরা এটা নিয়ে কথা বলে ৷" তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন যে এখন তাঁর যন্ত্রণার কথা তাঁকে আর লুকিয়ে রাখতে হয় না ৷

ওয়াশিংটন, 12 এপ্রিল : মা হতে চলেছেন জনপ্রিয় গায়িকা ব্রিটনি স্পিয়ার্স ৷ মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম থেকে অনুরাগীদের উদ্দেশ্য়ে এই সুখবর দিয়েছেন তিনি ৷ 39 বছর এই গায়িকার সঙ্গে গতবছরেই বিয়ে হয় 27 বছর বয়সি স্যাম আজগরির (Britney Spears and Samn Asghari Embraces Parenthood)৷

নিজের ইনস্টা থেকে তিনি লেখেন, "আমি প্রেগেনেন্সি টেস্ট করিয়েছিলাম ...এবং সত্যি...আমি মা হতে চলেছি ৷" তিনি জানান, তিনি প্রথমে বিষয়টি বুঝতেই পারেননি কারণ তাঁর ওজন অনেকখানি বেড়ে গিয়েছিল ৷ কিন্তু তারপর তাঁর স্বামীই তাঁর ভুল ভেঙে দেন ৷ তিনি জানান, ব্রিটনি হয়ত মা হতে চলেছেন, এরপর তিনি পরীক্ষা করান এবং ফল ইতিবাচক আসে ৷ তিনি এও জানিয়েছেন খুব একটা বাইরেও এখন বের হচ্ছেন না তিনি । এর কারণ তিনি চান না তাঁকে পাপারাজ্জির মুখে পড়তে হোক ৷

মাতৃত্ব অবশ্য় এই প্রথম নয় ব্রিটনির ৷ তাঁর প্রাক্তন স্বামী কেভিন ফেডারলিনের সঙ্গে কাটানো বছরগুলিতেও দুই সন্তানের মা হয়েছিলেন এই পপকুইন ৷ নিজের জীবনে বাবার কাছে ভাল ব্যবহার পাননি তিনি ৷ পরবর্তী জীবনে দাম্পত্যও তেমন সুখকর হয়নি ৷ ফলত মাতৃত্ব কতটা কঠিন, তা ভালই বোঝেন ব্রিটনি ৷ নিজেই সেকথা লিখেওছেন এই পপস্টার ৷

আরও পড়ুন : বিয়ের জল্পনার মাঝেই আলোর মালায় সেজে উঠল রণবীরের মুম্বইয়ের বাংলো

তিনি লেখেন, "এটা সত্যিই ভীষণ কঠিন ছিল কারণ যখন আমি গর্ভবতী ছিলাম, আমি পেরেন্টাল ডিপ্রেশনে ছিলাম... । তাই আমাকে বলতেই হবে, এটা একদম জঘন্য ছিল... । নারীরা তখন এই বিষয় নিয়ে সেভাবে কথা বলত না... । মানুষ মনে করত সন্তান গর্ভে নিয়ে একজন মহিলা যদি অভিযোগ করে, তাহলে সেটা একটা বড় বিপদ সংকেত ৷ কিন্তু এখন নারীরা এটা নিয়ে কথা বলে ৷" তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন যে এখন তাঁর যন্ত্রণার কথা তাঁকে আর লুকিয়ে রাখতে হয় না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.