ETV Bharat / entertainment

বহু পুরনো দিনের গান থাকবে ছবিতে, পরিচালনায় ফিরে অকপট বিশ্বজিৎ - অভিনেতা বিশ্বজিৎ

Biswajit Chatterjee Movies: বাংলা হোক বা হিন্দি, ছবির জগতে অন্যতম অবদান রেখেছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ৷ 87 বছর বয়সি অভিনেতা আবার পরিচালকের আসনে ৷ মুখ্যচরিত্রে আর এক জনপ্রিয় অভিনেতা অনুপম খের ৷ মুম্বই থেকে ছবির বিষয়ে অজানা কথা জানালেন অভিনেতা তথা পরিচালক বিশ্বজিৎ ৷ শুনল ইটিভি ভারত ৷

Etv Bharat
আবারও পরিচালকের আসনে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 12:58 PM IST

Updated : Jan 14, 2024, 6:20 PM IST

কলকাতা, 14 জানুয়ারি: অভিনেতা হওয়ার অনেক আগে কার্টুনিস্ট ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। অভিনেতা হওয়ার পর বাংলা ও হিন্দি দুই ভাষার ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন এই কিংবদন্তি । আবার পরিচালক হিসাবেও তিনি সফল ৷ তাঁর পরিচালনায় অভিনয় করেছেন উত্তম কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ, সুপ্রিয়া দেবী, শত্রুঘ্ন সিনহা, ধর্মেন্দ্র, রেখা, হেমা মালিনী, কেষ্ট মুখোপাধ্যায়ের মতো তাবড় তাবড় অভিনেতারা।

এবার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস উঠে আসবে প্রখ্যাত অভিনেতা বিশ্বজিৎয়ের পরিচালনায় ৷ ছবির নাম ‘অগ্নিযুগ: দ্য ফায়ার'। রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অনুপম খের। লালা লাজপত রাইয়ের চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্রকে ৷ ক্যাপ্টেন লক্ষ্মী সাইগলের চরিত্রে অভিনয় করছেন মধু। জীবনের 538তম ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে চলেছেন অনুপম খের। কিংবদন্তি অভিনেতা তথা পরিচালকের সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত। মুম্বই থেকে তিনি ছবির সম্বন্ধে জানান বেশ কিছু কথা।

ইটিভি ভারত: এরকম একটি দেশাত্মবোধক ছবির ভাবনা কবে থেকে ?

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়: আমি কার্টুনিস্ট ছিলাম। অমর শহিদদের কার্টুন আঁকতাম ৷ তখনকার 'উল্টোরথ' পত্রিকায় বেরোত আমার কার্টুনগুলি। শহিদরা দেশের জন্য আত্মবলিদান করেছেন। তাঁদের গল্প শুনে আমারও মনে হত আমিও কিছু করব দেশের জন্য। তখনও সিনেমায় আসিনি আমি। এরপর সিনেমায় আসার পর ইচ্ছেটা আরও বেড়ে গেল। ভাবলাম সিনেমার মাধ্যমেই ওদের শ্রদ্ধা জানাব। স্বপ্নপূরণ হতে চলেছে। আর আমার এই স্বপ্নপূরণে আমার পাশে রয়েছে স্ত্রী ইরা চট্টোপাধ্যায়। উনিই প্রযোজক এই ছবির। প্রস্তুতি শুরু করেছি 2023 সাল থেকে। শুটিং চলছে। ইচ্ছে আছে এই বছরেই মুক্তি করানোর। আমি এত ছবিতে অভিনয় করেছি, সেভাবে দেশাত্মবোধক ছবি করিনি। 'দাদাঠাকুর'-এ অবশ্য বিপ্লবীর চরিত্র করেছি। 'আমি সিরাজের বেগম'-ও কিছুটা দেশাত্মবোধক দিক ছিল।

ইটিভি ভারত: তারকার তালিকায় কারা রয়েছেন?

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়: অনুপম খের, ধর্মেন্দ্র, মধু তো আছেনই। বাকিদের নাম 26 জানুয়ারি জানাব। ছবিতে মহাত্মা গান্ধি থেকে, নেতাজি, স্বামী বিবেকানন্দকেও পাবেন দর্শক। পাবেন হিটলারকেও।

ইটিভি ভারত: দেশাত্মবোধক ছবিতে গান একটি বিশেষ ভূমিকা পালন করে। এখানে গান কীভাবে থাকছে?

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়: অনেক পুরনো গান থাকবে এই ছবিতে। যে সব গান রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের। 'যদি তোর ডাক শুনে কেউ না আসে' গানটি কুমার শানু গেয়েছেন। রেকর্ডিং হয়ে গিয়েছে।

ইটিভি ভারত: কলকাতায় কি শুটিং হবে ?

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়: কথা ছিল। কিন্তু হবে না। শান্তিনিকেতনে গিয়ে করার কথা ছিল তবে হবে না। অনুপম খের ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা করেছেন। অনেকটা জেনে এসেছেন। পঞ্জাব, রাজস্থান, আন্দামান, কোহিমা, মণিপুর, সিঙ্গাপুর যে সব জায়গাগুলো আমার ছবিতে দেখানো দরকার, আমি সবটাই বানাব। কেউ বুঝতেও পারবে না। আমি পাহাড়ে চড়তে পারব না, তাই কোহিমাতেও যেতে পারব না।

ইটিভি ভারত: বাংলায় কি ডাবিং হবে এই ছবির ?

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়: শুটিং হিন্দিতে হচ্ছে। যতদূর জানি বাংলায় ডাবিং করতে দেওয়া হয় না। তবে, এটা যেহেতু দেশাত্মবোধক একটা ছবি। তাই যদি করতে দেওয়া হয় নিশ্চয়ই বাংলায় ডাবিং করব। এটা একটা গ্লোবাল ছবি। আন্তর্জাতিক মানের। যাঁদের এই ছবিতে দেখানো হবে তাঁরা সকলেই আন্তর্জাতিক মানের।

ইটিভি ভারত: কবে আবার বাংলা ছবিতে পাব আপনাকে ?

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়: ইচ্ছে তো আছে। সুযোগ এলে করব। বাংলাকে ভালোবাসি। আমার নাটক, সিনেমার সবেরই শুরু ওখান থেকেই। আকাশবাণীতে অভিনয় করেছি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আমাকে খুব গাইড করতেন। ছবি বিশ্বাস, উত্তম কুমার, বিকাশ রায়ও আমাকে খুব গাইড করেছেন আমার কেরিয়ারে।

ইটিভি ভারত: আপনি গায়কও বটে। গানের চর্চা হয় আজকাল ?

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়: হ্যাঁ আমি তো লাইভ জলসাও করি। আমার বাড়ির দুর্গাপুজোতেও এবার গাইলাম। আমি গানবাজনা ভালোবাসি। আমার পুজো এবার কুড়ি বছর পার করল। তাই থিমের নাম ছিল 'বিশ সাল বাদ'।

ইটিভি ভারত: কলকাতায় আসা হয়?

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়: না ওখানে তো আমার সেরকম কাজ নেই। সব কাজ পুণে, মুম্বই, দিল্লিতে। এখনও আমি খুব ব্যস্ত। হেকটিক শিডিউলে থাকি। সামনেই মহম্মদ রফি সাহেবের জন্মশতবর্ষ। ডাক পড়বে নানাদিক থেকে। এখনও ছুটে চলেছি আমি।

40 বছর পর আবারও পরিচালকের আসনে বিশ্বজিৎ ৷ তাঁর পরিচালিত শেষ ছবি 1984 সালে শোরগোল ৷ দীর্ঘ সময় পর ক্যামেরার বিপরীতে নায়ক বিশ্বজিৎকে দেখার অপেক্ষায় রইল দর্শকরাও ৷ উল্লেখ্য, 'ছোট্ট জিজ্ঞাসা' থেকে 'আমি সিরাজের বেগম', 'বাবা তারকনাথ', 'কুহেলি', 'দুই ভাই', 'বিশ সাল বাদ', 'নাইট ইন লন্ডন', 'দাদা ঠাকুর', 'দো কালিয়া', 'গড় নসিমপুর', 'দো কয়েদি', 'মেরা সায়া'-সহ অগণিত ছবিতে অভিনয় করেন তিনি। পরিচালনা করেছেন 'রক্ততিলক', 'শোরগোল', 'অবিচার', 'ক্যাহেতে হ্যায় মুঝকো রাজা'। এ ছাড়া তথ্যচিত্র 'অমর নেতাজি' বানিয়েছেন নেতাজির জন্মশতবর্ষে। ঋত্বিক ঘটককে নিয়ে বাংলাদেশে বানান 'দুর্বার গতি পদ্মা' নামের একটি তথ্যচিত্র।

আরও পড়ুন:

1. 'হিরো শাসিত ইন্ডাস্ট্রিতে হিরোইনদের জায়গা কম', দাবি পূজার

2. দুর্গাপুজোয় বাড়িতে থাকবেন বলে ট্রেনে দাঁড়িয়ে রাউরকেল্লা থেকে কলকাতায় আসেন স্বস্তিকা

3. পরমব্রতর ছবিতে অঞ্জন-অপর্ণা! পর্দায় আরও একবার বাংলা সিনেমার সাদা-কালো যুগ

কলকাতা, 14 জানুয়ারি: অভিনেতা হওয়ার অনেক আগে কার্টুনিস্ট ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। অভিনেতা হওয়ার পর বাংলা ও হিন্দি দুই ভাষার ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন এই কিংবদন্তি । আবার পরিচালক হিসাবেও তিনি সফল ৷ তাঁর পরিচালনায় অভিনয় করেছেন উত্তম কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ, সুপ্রিয়া দেবী, শত্রুঘ্ন সিনহা, ধর্মেন্দ্র, রেখা, হেমা মালিনী, কেষ্ট মুখোপাধ্যায়ের মতো তাবড় তাবড় অভিনেতারা।

এবার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস উঠে আসবে প্রখ্যাত অভিনেতা বিশ্বজিৎয়ের পরিচালনায় ৷ ছবির নাম ‘অগ্নিযুগ: দ্য ফায়ার'। রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অনুপম খের। লালা লাজপত রাইয়ের চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্রকে ৷ ক্যাপ্টেন লক্ষ্মী সাইগলের চরিত্রে অভিনয় করছেন মধু। জীবনের 538তম ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে চলেছেন অনুপম খের। কিংবদন্তি অভিনেতা তথা পরিচালকের সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত। মুম্বই থেকে তিনি ছবির সম্বন্ধে জানান বেশ কিছু কথা।

ইটিভি ভারত: এরকম একটি দেশাত্মবোধক ছবির ভাবনা কবে থেকে ?

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়: আমি কার্টুনিস্ট ছিলাম। অমর শহিদদের কার্টুন আঁকতাম ৷ তখনকার 'উল্টোরথ' পত্রিকায় বেরোত আমার কার্টুনগুলি। শহিদরা দেশের জন্য আত্মবলিদান করেছেন। তাঁদের গল্প শুনে আমারও মনে হত আমিও কিছু করব দেশের জন্য। তখনও সিনেমায় আসিনি আমি। এরপর সিনেমায় আসার পর ইচ্ছেটা আরও বেড়ে গেল। ভাবলাম সিনেমার মাধ্যমেই ওদের শ্রদ্ধা জানাব। স্বপ্নপূরণ হতে চলেছে। আর আমার এই স্বপ্নপূরণে আমার পাশে রয়েছে স্ত্রী ইরা চট্টোপাধ্যায়। উনিই প্রযোজক এই ছবির। প্রস্তুতি শুরু করেছি 2023 সাল থেকে। শুটিং চলছে। ইচ্ছে আছে এই বছরেই মুক্তি করানোর। আমি এত ছবিতে অভিনয় করেছি, সেভাবে দেশাত্মবোধক ছবি করিনি। 'দাদাঠাকুর'-এ অবশ্য বিপ্লবীর চরিত্র করেছি। 'আমি সিরাজের বেগম'-ও কিছুটা দেশাত্মবোধক দিক ছিল।

ইটিভি ভারত: তারকার তালিকায় কারা রয়েছেন?

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়: অনুপম খের, ধর্মেন্দ্র, মধু তো আছেনই। বাকিদের নাম 26 জানুয়ারি জানাব। ছবিতে মহাত্মা গান্ধি থেকে, নেতাজি, স্বামী বিবেকানন্দকেও পাবেন দর্শক। পাবেন হিটলারকেও।

ইটিভি ভারত: দেশাত্মবোধক ছবিতে গান একটি বিশেষ ভূমিকা পালন করে। এখানে গান কীভাবে থাকছে?

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়: অনেক পুরনো গান থাকবে এই ছবিতে। যে সব গান রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের। 'যদি তোর ডাক শুনে কেউ না আসে' গানটি কুমার শানু গেয়েছেন। রেকর্ডিং হয়ে গিয়েছে।

ইটিভি ভারত: কলকাতায় কি শুটিং হবে ?

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়: কথা ছিল। কিন্তু হবে না। শান্তিনিকেতনে গিয়ে করার কথা ছিল তবে হবে না। অনুপম খের ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা করেছেন। অনেকটা জেনে এসেছেন। পঞ্জাব, রাজস্থান, আন্দামান, কোহিমা, মণিপুর, সিঙ্গাপুর যে সব জায়গাগুলো আমার ছবিতে দেখানো দরকার, আমি সবটাই বানাব। কেউ বুঝতেও পারবে না। আমি পাহাড়ে চড়তে পারব না, তাই কোহিমাতেও যেতে পারব না।

ইটিভি ভারত: বাংলায় কি ডাবিং হবে এই ছবির ?

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়: শুটিং হিন্দিতে হচ্ছে। যতদূর জানি বাংলায় ডাবিং করতে দেওয়া হয় না। তবে, এটা যেহেতু দেশাত্মবোধক একটা ছবি। তাই যদি করতে দেওয়া হয় নিশ্চয়ই বাংলায় ডাবিং করব। এটা একটা গ্লোবাল ছবি। আন্তর্জাতিক মানের। যাঁদের এই ছবিতে দেখানো হবে তাঁরা সকলেই আন্তর্জাতিক মানের।

ইটিভি ভারত: কবে আবার বাংলা ছবিতে পাব আপনাকে ?

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়: ইচ্ছে তো আছে। সুযোগ এলে করব। বাংলাকে ভালোবাসি। আমার নাটক, সিনেমার সবেরই শুরু ওখান থেকেই। আকাশবাণীতে অভিনয় করেছি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আমাকে খুব গাইড করতেন। ছবি বিশ্বাস, উত্তম কুমার, বিকাশ রায়ও আমাকে খুব গাইড করেছেন আমার কেরিয়ারে।

ইটিভি ভারত: আপনি গায়কও বটে। গানের চর্চা হয় আজকাল ?

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়: হ্যাঁ আমি তো লাইভ জলসাও করি। আমার বাড়ির দুর্গাপুজোতেও এবার গাইলাম। আমি গানবাজনা ভালোবাসি। আমার পুজো এবার কুড়ি বছর পার করল। তাই থিমের নাম ছিল 'বিশ সাল বাদ'।

ইটিভি ভারত: কলকাতায় আসা হয়?

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়: না ওখানে তো আমার সেরকম কাজ নেই। সব কাজ পুণে, মুম্বই, দিল্লিতে। এখনও আমি খুব ব্যস্ত। হেকটিক শিডিউলে থাকি। সামনেই মহম্মদ রফি সাহেবের জন্মশতবর্ষ। ডাক পড়বে নানাদিক থেকে। এখনও ছুটে চলেছি আমি।

40 বছর পর আবারও পরিচালকের আসনে বিশ্বজিৎ ৷ তাঁর পরিচালিত শেষ ছবি 1984 সালে শোরগোল ৷ দীর্ঘ সময় পর ক্যামেরার বিপরীতে নায়ক বিশ্বজিৎকে দেখার অপেক্ষায় রইল দর্শকরাও ৷ উল্লেখ্য, 'ছোট্ট জিজ্ঞাসা' থেকে 'আমি সিরাজের বেগম', 'বাবা তারকনাথ', 'কুহেলি', 'দুই ভাই', 'বিশ সাল বাদ', 'নাইট ইন লন্ডন', 'দাদা ঠাকুর', 'দো কালিয়া', 'গড় নসিমপুর', 'দো কয়েদি', 'মেরা সায়া'-সহ অগণিত ছবিতে অভিনয় করেন তিনি। পরিচালনা করেছেন 'রক্ততিলক', 'শোরগোল', 'অবিচার', 'ক্যাহেতে হ্যায় মুঝকো রাজা'। এ ছাড়া তথ্যচিত্র 'অমর নেতাজি' বানিয়েছেন নেতাজির জন্মশতবর্ষে। ঋত্বিক ঘটককে নিয়ে বাংলাদেশে বানান 'দুর্বার গতি পদ্মা' নামের একটি তথ্যচিত্র।

আরও পড়ুন:

1. 'হিরো শাসিত ইন্ডাস্ট্রিতে হিরোইনদের জায়গা কম', দাবি পূজার

2. দুর্গাপুজোয় বাড়িতে থাকবেন বলে ট্রেনে দাঁড়িয়ে রাউরকেল্লা থেকে কলকাতায় আসেন স্বস্তিকা

3. পরমব্রতর ছবিতে অঞ্জন-অপর্ণা! পর্দায় আরও একবার বাংলা সিনেমার সাদা-কালো যুগ

Last Updated : Jan 14, 2024, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.