ETV Bharat / entertainment

Bipasha Basu At Goa: কন্যাকে নিয়ে প্রথমবার গোয়া সফরে বিপাশা-করণ - Bipasha Basu First Trip To Goa

কন্যা দেবীকে নিয়ে গোয়া সফরে বিপাশা বসু ৷ সেখান থেকে অনুরাগীদের জন্য় বেশ কিছু ছবি ও ভিডিয়ো শেয়ার করলেন নায়িকা ৷

Bipasha Basu At Goa
গোয়ায় বিপাশা করণ
author img

By

Published : Jul 11, 2023, 2:04 PM IST

হায়দরাবাদ, 11 জুলাই: কন্য়া দেবীকে নিয়েই ব্যস্ত থাকেন একসময়ে অনুরাগীদের ঘুম কেড়ে নেওয়া বি-টাউন সুন্দরী বিপাশা বসু ৷ গত বছর নভেম্বর মাসে মা হয়েছেন এই বঙ্গ তনয়া ৷ তারপর থেকেই তাঁর সোশাল মিডিয়া জুড়ে শুধু মেয়ের ভিডিয়ো এবং ছবির ভিড় ৷ এবার মেয়ে দেবীকে নিয়ে প্রথমবার গোয়া সফরে নায়িকা ৷ সঙ্গে অবশ্যই রয়েছেন স্বামী করণ গ্রোভারও ৷ তারকা প্রত্যেক মুহূর্তে তাঁদের এই ট্রিপের আপডেট জানালেন অনুরাগীদের ৷

এই প্রথমবার বিমানে চড়ল দেবী ৷ সেই ভিডিয়োও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন নায়িকা ৷ মেয়েকে সবসময় দেখা গেল তাঁর কোলেই ৷ শুধু তাঁদের যাত্রা নয় সফরের বিভিন্ন ছবিও ইতিমধ্য়েই শেয়ার করতে শুরু করেছেন অভিনেত্রী ৷ সোশাল মিডিয়া রিলসের এই যুগে করণ-বিপাশাও পরপর রিলস শেয়ার করলেন সোশালে ৷ করণকে এদিন দেখা গেল একেবারে ক্য়াজুয়াল পোশাকে ৷ অন্য়দিকে, বিপাশার পরনে ছিল ঝলমলে ফ্লোরাল ড্রেস আর সঙ্গে চোখে মানানসই রোদ চশমা ৷

Bipasha Basu At Goa
গোয়া থেকে রিলস শেয়ার করলেন বিপস

গোয়ায় কেমন ঘোরা ফেরা হচ্ছে তাঁদের সেই খবরও মঙ্গলবার সকালেই দিলেন নায়িকা ৷ দেবীকে নিয়ে তাঁরা বেরিয়ে পড়লেন সফরে ৷ বিপস এদিন ছবি শেয়ার করলেন গরমাগরম চায়ের কাপ হাতেও ৷ মূলত এখন অভিনয়ে থেকে একটু দূরেই রয়েছেন এই নায়িকা ৷ রূপোলি পর্দার মায়া কাটিয়ে মন দিয়েছেন সংসারে ৷ এক সময় তিনি ছিলেন বি টাউনের অন্য়তম সেরা গ্ল্যাম গার্ল ৷
আরও পড়ুন: একইদিনে পর্দায় দেব অক্ষয় সানি মধুমিতা, কোন ছবি নিয়ে রয়েছে লেটেস্ট কী খবর?

2016 সালে করণের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী ৷ বিয়ের ঠিক 6 বছর পর বিপাশার কোলে আসে তাঁর প্রথম সন্তান ৷ তারপর থেকে বিপাশার জগত পুরোটাই কন্য়াময় ৷ তাঁকে শেষ পর্দায় দেখা গিয়েছে মিনি সিরিজ 'ডেঞ্জারাস'-এ ৷ অন্যদিকে, করণ গ্রোভারও অনেক দিন অভিনয় করেননি পর্দায় ৷ তাঁকে শেষবার দেখা গিয়েছে 'কবুল হ্যায় 2.0' সিরিজে ৷

হায়দরাবাদ, 11 জুলাই: কন্য়া দেবীকে নিয়েই ব্যস্ত থাকেন একসময়ে অনুরাগীদের ঘুম কেড়ে নেওয়া বি-টাউন সুন্দরী বিপাশা বসু ৷ গত বছর নভেম্বর মাসে মা হয়েছেন এই বঙ্গ তনয়া ৷ তারপর থেকেই তাঁর সোশাল মিডিয়া জুড়ে শুধু মেয়ের ভিডিয়ো এবং ছবির ভিড় ৷ এবার মেয়ে দেবীকে নিয়ে প্রথমবার গোয়া সফরে নায়িকা ৷ সঙ্গে অবশ্যই রয়েছেন স্বামী করণ গ্রোভারও ৷ তারকা প্রত্যেক মুহূর্তে তাঁদের এই ট্রিপের আপডেট জানালেন অনুরাগীদের ৷

এই প্রথমবার বিমানে চড়ল দেবী ৷ সেই ভিডিয়োও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন নায়িকা ৷ মেয়েকে সবসময় দেখা গেল তাঁর কোলেই ৷ শুধু তাঁদের যাত্রা নয় সফরের বিভিন্ন ছবিও ইতিমধ্য়েই শেয়ার করতে শুরু করেছেন অভিনেত্রী ৷ সোশাল মিডিয়া রিলসের এই যুগে করণ-বিপাশাও পরপর রিলস শেয়ার করলেন সোশালে ৷ করণকে এদিন দেখা গেল একেবারে ক্য়াজুয়াল পোশাকে ৷ অন্য়দিকে, বিপাশার পরনে ছিল ঝলমলে ফ্লোরাল ড্রেস আর সঙ্গে চোখে মানানসই রোদ চশমা ৷

Bipasha Basu At Goa
গোয়া থেকে রিলস শেয়ার করলেন বিপস

গোয়ায় কেমন ঘোরা ফেরা হচ্ছে তাঁদের সেই খবরও মঙ্গলবার সকালেই দিলেন নায়িকা ৷ দেবীকে নিয়ে তাঁরা বেরিয়ে পড়লেন সফরে ৷ বিপস এদিন ছবি শেয়ার করলেন গরমাগরম চায়ের কাপ হাতেও ৷ মূলত এখন অভিনয়ে থেকে একটু দূরেই রয়েছেন এই নায়িকা ৷ রূপোলি পর্দার মায়া কাটিয়ে মন দিয়েছেন সংসারে ৷ এক সময় তিনি ছিলেন বি টাউনের অন্য়তম সেরা গ্ল্যাম গার্ল ৷
আরও পড়ুন: একইদিনে পর্দায় দেব অক্ষয় সানি মধুমিতা, কোন ছবি নিয়ে রয়েছে লেটেস্ট কী খবর?

2016 সালে করণের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী ৷ বিয়ের ঠিক 6 বছর পর বিপাশার কোলে আসে তাঁর প্রথম সন্তান ৷ তারপর থেকে বিপাশার জগত পুরোটাই কন্য়াময় ৷ তাঁকে শেষ পর্দায় দেখা গিয়েছে মিনি সিরিজ 'ডেঞ্জারাস'-এ ৷ অন্যদিকে, করণ গ্রোভারও অনেক দিন অভিনয় করেননি পর্দায় ৷ তাঁকে শেষবার দেখা গিয়েছে 'কবুল হ্যায় 2.0' সিরিজে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.