ETV Bharat / entertainment

Biopic on Atal Bihari Vajpayee: অটলবিহারীর জীবনকাহিনি এবার আসছে বড় পর্দায় - Biopic on Atal Bihari Vajpayee

পরিচালক ভানু বিনোদশালী এবং সন্দীপ সিংহের হাত ধরে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনের গল্প এবার আসতে চলেছে বড় পর্দায় ৷ ছবির নাম 'ম্যায় রহু ইয়া না রহু ইয়ে দেশ ব়হেনা চাহিয়ে-অটল'(Biopic on late PM Atal Bihari Vajpayee )৷

Biopic on Atal Bihari Vajpayee
অটলজির জীবনকাহিনি এবার আসছে বড় পর্দায়
author img

By

Published : Jun 28, 2022, 7:36 PM IST

Updated : Jun 28, 2022, 9:58 PM IST

মুম্বই, 28 জুন: প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জীবনের গল্প এবার আসতে চলেছে বড় পর্দায় ৷ পরিচালক ভানু বিনোদশালী এবং সন্দীপ সিংহের হাত ধরে পর্দায় আসতে চলেছে এই বায়োপিকটি ৷ নাম 'ম্যায় রহু ইয়া না রহু, ইয়ে দেশ রহেনা চাহিয়ে-অটল' ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী শুধু একজন কৌশলী রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন একজন বড়মাপের কবিও ৷ তাঁর জীবনের নানা অজানা কথা এবার ছবির মাধ্যমে জানতে পারবেন দর্শকরা ৷ জনপ্রিয় লেখক উল্লেখ এন পির লেখা 'দ্য আনটোল্ড বাজপেয়ী: পলিটিশিায়ন অ্যান্ড প্যারাডক্স' বইয়ের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি (Biopic on late PM Atal Bihari Vajpayee)৷

ছবিটি সম্পর্কে কথা বলতে গিয়ে বিনোদ বলেন, "আমি সারাজীবন অটলজির বড় ভক্ত ছিলাম । একজন রাষ্ট্রনায়ক এবং একজন দূরদর্শী সবকটি গুণই শ্রী অটলবিহারী বাজপেয়ীজির মধ্যে ছিল । আমাদের জাতি গঠনে তাঁর অবদান অতুলনীয় ৷ এটা আমাদের জন্য বড় সম্মানের যে ভানুশালী স্টুডিয়োস লিমিটেড এই লেগেসিকে রূপোলি পর্দায় নিয়ে আসছে ।"

সন্দীপ সিং বলেন, "একজন চলচ্চিত্র নির্মাতা হওয়ার কারণে, আমি মনে করি যে সিনেমা হল এই ধরনের অকথিত গল্পকে তুলে ধরার সর্বোত্তম মাধ্যম, যা শুধুমাত্র তার রাজনৈতিক মতাদর্শই নয়, তাঁর মানবিক এবং কাব্যিক দিকগুলিকেও উন্মোচন করবে ৷ যা তাঁকে বিরোধী দলের সবচেয়ে প্রিয় নেতা করে তুলেছিল । আর পাশাপাশি ভারতের সবচেয়ে প্রগতিশীল প্রধানমন্ত্রী ।"

Biopic on Atal Bihari Vajpayee
পরিচালক ভানু বিনোদশালী এবং সন্দীপ সিংহের হাত ধরে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জীবনের গল্প এবার আসতে চলেছে বড় পর্দায়

আরও পড়ুন : 'আপনাদের ভালোবাসায় আপ্লুত', কটাক্ষে কান না দিয়ে লিখলেন আলিয়া

নির্মাতারা জানিয়েছেন যে অটলজির চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও ঠিক করছেন ৷ তবে সিনেমাটির শ্যুটিংয়ের কাজ আগামী জানুয়ারিতেই শুরু করার কথা রয়েছে ৷ আগামী বছর ক্রিসমাসে অর্থাৎ 2023-এ অটলবিহারীর 99তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ভানুশালী স্টুডিয়োস লিমিটেড এবং লিজেন্ড স্টুডিয়োস উপস্থাপিত এই ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন বিনোদ ভানুশালী, সন্দীপ সিং, স্যাম খান, কমলেশ ভানুশালী এবং বিশাল গুরনানি ৷ সহ-প্রযোজনা করেছেন জুহি পারেখ মেহতা, জিশান আহমেদ এবং শিব শর্মা ৷

মুম্বই, 28 জুন: প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জীবনের গল্প এবার আসতে চলেছে বড় পর্দায় ৷ পরিচালক ভানু বিনোদশালী এবং সন্দীপ সিংহের হাত ধরে পর্দায় আসতে চলেছে এই বায়োপিকটি ৷ নাম 'ম্যায় রহু ইয়া না রহু, ইয়ে দেশ রহেনা চাহিয়ে-অটল' ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী শুধু একজন কৌশলী রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন একজন বড়মাপের কবিও ৷ তাঁর জীবনের নানা অজানা কথা এবার ছবির মাধ্যমে জানতে পারবেন দর্শকরা ৷ জনপ্রিয় লেখক উল্লেখ এন পির লেখা 'দ্য আনটোল্ড বাজপেয়ী: পলিটিশিায়ন অ্যান্ড প্যারাডক্স' বইয়ের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি (Biopic on late PM Atal Bihari Vajpayee)৷

ছবিটি সম্পর্কে কথা বলতে গিয়ে বিনোদ বলেন, "আমি সারাজীবন অটলজির বড় ভক্ত ছিলাম । একজন রাষ্ট্রনায়ক এবং একজন দূরদর্শী সবকটি গুণই শ্রী অটলবিহারী বাজপেয়ীজির মধ্যে ছিল । আমাদের জাতি গঠনে তাঁর অবদান অতুলনীয় ৷ এটা আমাদের জন্য বড় সম্মানের যে ভানুশালী স্টুডিয়োস লিমিটেড এই লেগেসিকে রূপোলি পর্দায় নিয়ে আসছে ।"

সন্দীপ সিং বলেন, "একজন চলচ্চিত্র নির্মাতা হওয়ার কারণে, আমি মনে করি যে সিনেমা হল এই ধরনের অকথিত গল্পকে তুলে ধরার সর্বোত্তম মাধ্যম, যা শুধুমাত্র তার রাজনৈতিক মতাদর্শই নয়, তাঁর মানবিক এবং কাব্যিক দিকগুলিকেও উন্মোচন করবে ৷ যা তাঁকে বিরোধী দলের সবচেয়ে প্রিয় নেতা করে তুলেছিল । আর পাশাপাশি ভারতের সবচেয়ে প্রগতিশীল প্রধানমন্ত্রী ।"

Biopic on Atal Bihari Vajpayee
পরিচালক ভানু বিনোদশালী এবং সন্দীপ সিংহের হাত ধরে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জীবনের গল্প এবার আসতে চলেছে বড় পর্দায়

আরও পড়ুন : 'আপনাদের ভালোবাসায় আপ্লুত', কটাক্ষে কান না দিয়ে লিখলেন আলিয়া

নির্মাতারা জানিয়েছেন যে অটলজির চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও ঠিক করছেন ৷ তবে সিনেমাটির শ্যুটিংয়ের কাজ আগামী জানুয়ারিতেই শুরু করার কথা রয়েছে ৷ আগামী বছর ক্রিসমাসে অর্থাৎ 2023-এ অটলবিহারীর 99তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ভানুশালী স্টুডিয়োস লিমিটেড এবং লিজেন্ড স্টুডিয়োস উপস্থাপিত এই ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন বিনোদ ভানুশালী, সন্দীপ সিং, স্যাম খান, কমলেশ ভানুশালী এবং বিশাল গুরনানি ৷ সহ-প্রযোজনা করেছেন জুহি পারেখ মেহতা, জিশান আহমেদ এবং শিব শর্মা ৷

Last Updated : Jun 28, 2022, 9:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.