ETV Bharat / entertainment

Big B-Anushka: অচেনা ব্যক্তির বাইকে চড়াই কাল হল ? আইনি জটিলতায় বিগ বি-অনুষ্কা ? - actors biki ride without helmet

বিগ বি এবং অনুষ্কা এবার জড়াতে পারেন আইনি জটিলতায় ৷ বাইক সফরের সময় তাঁরা হেলমেট না-পড়ায় উঠল প্রশ্ন ৷

Bike ride invites trouble for Big B Anushka
বিগ বি এবং অনুষ্কাকে নিয়ে আইনি জটিলতা
author img

By

Published : May 16, 2023, 1:14 PM IST

হায়দরাবাদ, 16 মে: বিগ বি তাঁর সোশাল মিডিয়া পোস্টের জেরে চর্চায় উঠে আসেন প্রায়শই ৷ ঠিক যেমন কয়েকদিন আগেই তাঁর একটি বাইক সফর রীতিমতো ভাইরাল হয়েছিল সোশালে ৷ গত রবিবার মুম্বইয়ের ট্রাফিক জ্যাম এড়াতে তাঁর বিলাসবহুল গাড়ি ছেড়ে এক অচেনা ব্যক্তির বাইকে চড়ে বসেন অমিতাভ ৷ সেই ছবি নিজেই তিনি পোস্ট করেন সোশালে ৷ এই একই ঘটনা সোমবার ঘটান অনুষ্কা শর্মাও ৷ পাপারাৎজিদের ক্য়ামেরায় তাঁকেও দেখা যায় অপরিচিত এক ব্যক্তির বাইকের পিছনে বসে সফর করতে ৷ এবার এই ঘটনার জেরে আইনি জটিলতার মুখোমুুখি হতে পারেন দুই তারকাই ৷

বিগ বি সোশাল মিডিয়া পোস্টে জানিয়েছিলেন সময় মত কাজের জায়গায় পৌঁছতেই তাঁকে এই পদক্ষেপ নিতে হয় ৷ তবে সোশালে এই ছবি ছড়িয়ে পড়তেই অন্য একটি বিষয় সামনে আসে ৷ ছবিতে দেখা যায় বিগ বি বা অনুষ্কা কেউই হেলমেট পড়ে ছিলেন না ৷ এমনকী দু'টি ছবিতেই দেখা যায় বাইক চালকদের কারও মাথাতেও হেলমেট নেই ৷ আর এই ঘটনাই দৃষ্টি আকর্ষণ করেছে কোনও কোনও নেটিজেনের ৷ কেউ কেউ তো মুম্বই পুলিশকেও ট্যাগ করেছেন এই ঘটনায় ৷ পুলিশের তরফেও এই ঘটনায় টুইট করা হয়েছে, "ট্র্যাফিক ব্রাঞ্চের সঙ্গে আমরা এই ঘটনা শেয়ার করেছি ৷"

Big B And Anushka
অমিতাভ অনুষ্কার হেলমেট না পড়া নিয়ে টুইট মুম্বই পুলিশের

রবিবার অপরিচিত এক বাইক চালকের সঙ্গে ছবি শেয়ার করে বিগ বি লিখেছিলেন, "আমাকে রাইড দেওয়ার জন্য় ধন্য়বাদ ভাই ৷ তুমি হয়তো ভাবতেও পারবেনা তুমি আমাকে সময়মতো কাজের জায়গায় পৌঁছে দিয়ে যে সাহায্য করেছ তার জন্য আমি কতটা কৃতজ্ঞ ৷ ট্রাফিক জ্যামের জটিল জাল পেরিয়ে দ্রুত আমায় পৌঁছে দেওয়ার জন্য় ধন্যবাদ হলুদ টি-শার্ট এবং টুপির মালিক (অপরিচিত বাইক চালকের পরিচয় এভাবেই দিয়েছিলেন বিগ বি) ৷ "

যদিও বোঝাই যায়, মজার ছলে আসলে বিগ বি কষাঘাত করেছেন মুম্বইয়ের অসহনীয় ট্রাফিক জ্যামকেও ৷ অভিনয়ের কথা বলতে গেলে আগামীতে অমিতাভ বচ্চন স্ক্রিন শেয়ার করতে চলেছেন দীপিকা পাড়ুকোন এবং প্রভাসের সঙ্গে ৷ তাঁর এই নতুন ছবির নাম 'প্রজেক্ট কে' ৷ আর অন্যদিকে অনুষ্কা শর্মা আগামী দিনে পর্দায় ফিরছেন 'চাকদহ এক্সপ্রেস' ছবির হাত ধরে ৷

আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসবে হাজির কারা কারা ? দেখানো হবে কোন ছবি ? দেখুন একনজরে

হায়দরাবাদ, 16 মে: বিগ বি তাঁর সোশাল মিডিয়া পোস্টের জেরে চর্চায় উঠে আসেন প্রায়শই ৷ ঠিক যেমন কয়েকদিন আগেই তাঁর একটি বাইক সফর রীতিমতো ভাইরাল হয়েছিল সোশালে ৷ গত রবিবার মুম্বইয়ের ট্রাফিক জ্যাম এড়াতে তাঁর বিলাসবহুল গাড়ি ছেড়ে এক অচেনা ব্যক্তির বাইকে চড়ে বসেন অমিতাভ ৷ সেই ছবি নিজেই তিনি পোস্ট করেন সোশালে ৷ এই একই ঘটনা সোমবার ঘটান অনুষ্কা শর্মাও ৷ পাপারাৎজিদের ক্য়ামেরায় তাঁকেও দেখা যায় অপরিচিত এক ব্যক্তির বাইকের পিছনে বসে সফর করতে ৷ এবার এই ঘটনার জেরে আইনি জটিলতার মুখোমুুখি হতে পারেন দুই তারকাই ৷

বিগ বি সোশাল মিডিয়া পোস্টে জানিয়েছিলেন সময় মত কাজের জায়গায় পৌঁছতেই তাঁকে এই পদক্ষেপ নিতে হয় ৷ তবে সোশালে এই ছবি ছড়িয়ে পড়তেই অন্য একটি বিষয় সামনে আসে ৷ ছবিতে দেখা যায় বিগ বি বা অনুষ্কা কেউই হেলমেট পড়ে ছিলেন না ৷ এমনকী দু'টি ছবিতেই দেখা যায় বাইক চালকদের কারও মাথাতেও হেলমেট নেই ৷ আর এই ঘটনাই দৃষ্টি আকর্ষণ করেছে কোনও কোনও নেটিজেনের ৷ কেউ কেউ তো মুম্বই পুলিশকেও ট্যাগ করেছেন এই ঘটনায় ৷ পুলিশের তরফেও এই ঘটনায় টুইট করা হয়েছে, "ট্র্যাফিক ব্রাঞ্চের সঙ্গে আমরা এই ঘটনা শেয়ার করেছি ৷"

Big B And Anushka
অমিতাভ অনুষ্কার হেলমেট না পড়া নিয়ে টুইট মুম্বই পুলিশের

রবিবার অপরিচিত এক বাইক চালকের সঙ্গে ছবি শেয়ার করে বিগ বি লিখেছিলেন, "আমাকে রাইড দেওয়ার জন্য় ধন্য়বাদ ভাই ৷ তুমি হয়তো ভাবতেও পারবেনা তুমি আমাকে সময়মতো কাজের জায়গায় পৌঁছে দিয়ে যে সাহায্য করেছ তার জন্য আমি কতটা কৃতজ্ঞ ৷ ট্রাফিক জ্যামের জটিল জাল পেরিয়ে দ্রুত আমায় পৌঁছে দেওয়ার জন্য় ধন্যবাদ হলুদ টি-শার্ট এবং টুপির মালিক (অপরিচিত বাইক চালকের পরিচয় এভাবেই দিয়েছিলেন বিগ বি) ৷ "

যদিও বোঝাই যায়, মজার ছলে আসলে বিগ বি কষাঘাত করেছেন মুম্বইয়ের অসহনীয় ট্রাফিক জ্যামকেও ৷ অভিনয়ের কথা বলতে গেলে আগামীতে অমিতাভ বচ্চন স্ক্রিন শেয়ার করতে চলেছেন দীপিকা পাড়ুকোন এবং প্রভাসের সঙ্গে ৷ তাঁর এই নতুন ছবির নাম 'প্রজেক্ট কে' ৷ আর অন্যদিকে অনুষ্কা শর্মা আগামী দিনে পর্দায় ফিরছেন 'চাকদহ এক্সপ্রেস' ছবির হাত ধরে ৷

আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসবে হাজির কারা কারা ? দেখানো হবে কোন ছবি ? দেখুন একনজরে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.