ETV Bharat / entertainment

Amitabh Bachchan: পুলিশের হাতে 'গ্রেফতার' অমিতাভ ? জেনে নিন আসল ঘটনা - Amitabh Bachchan

অমিতাভকে 'গ্রেফতার' করল পুলিশ? নিজেই অনুরাগীদের খবর দিলেন বিগ বি ৷ ঘটনার নেপথ্য রহস্য এখনও প্রায় কিছুই জানা যায়নি।

Amitabh Bachchan
পুলিশের হাতে গ্রেফতার হলেন কি অমিতাভ
author img

By

Published : May 19, 2023, 1:26 PM IST

মুম্বই, 19 মে: সুপারস্টার অমিতাভ বচ্চনকে 'গ্রেফতার' করল মুম্বই পুলিশ? কেন হঠাৎ উঠছে এমন প্রশ্ন! এমন কী অপরাধ করলেন সকলের প্রিয় বিগ বি? আদতে শুক্রবার নিজেই এই ভয়ানক সংবাদটি সকলকে দিয়েছেন মিস্টার বচ্চন ৷ এদিন যে ছবি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেতা ৷ সেখানে তাঁকে মাথা ঝুঁকিয়ে একটি পুলিশ গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ৷ এই ছবি নিয়েই উঠছে প্রশ্ন ৷

আদতে ছবিটি তেমন বড় রহস্য় তৈরি করত না যদি না ক্য়াপশনে তিনি "অ্যারেস্টেড বা গ্রেফতার" কথাটি লিখতেন ৷ আদতে বিগ বি কতখানি হাসি ঠাট্টা করতে ভালোবাসেন তা জানেন সকলেই ৷ কিছুদিন আগেই ইলন মাস্ককে নিয়ে ব্যঙ্গ করে তিনি লিখেছেন, "তু চিজ বড়ি হ্য়ায় মাস্ক মাস্ক!" আর এই থেকেই বোঝা যায় এবারও হয়ত অনুরাগীদের সঙ্গে রসিকতাই করেছেন 'শাহেনশা' ৷

তাঁর পোস্টটি বাস্তবের না কি কোনও ছবির ফার্স্ট লুক তাও বলা মুশকিল ৷ কারণ রহস্য়ের একটি পরতও সরাননি বিগ বি ৷ যাই হোক অনুরাগীরা কিন্তু মজাই পেয়েছেন তাঁর এই পোস্টে ৷ নেটিজেনদের একজন লিখেছেন, "আরে হাতকড়ার চাবিটা কোথায় রেখেছেন ৷" আবার কেউ লিখেছেন, "অবশেষে পুলিশ তাহলে ডনকে ধরেই ফেলল ৷" আবার কেউ বা লিখেছেন,"বৃদ্ধ বয়সে এসে গ্রেফতার! বেশ আশ্চর্যজনক ৷" ঠাট্টা করেই যে এই পোস্ট করা তা কিছুটা ধরতে পেরছেন অনুরাগীরা ৷ আরও পড়ুন: 4 বছর পর আইপিএলে 'বিরাট সেঞ্চুরি', অনুষ্কাকে ভিডিয়ো কল কোহলিরঅমিতাভ কয়েকদিন আগেও চর্চায় উঠে আসেন আরেকটি সোশাল মিডিয়া পোস্টের জন্য় ৷ কয়েকদিন আগেই মুম্বইয়ের জ্যামে আটকে পড়েছিলেন বিগ বি ৷ এই যানজট থেকে বের হওয়ার প্রায় কোনও উপায় নেই দেখে এক অচেনা ব্যক্তির বাইকে চড়ে বসেন অভিনেতা ৷ তাঁর জন্যই সময়মতো তিনি পৌঁছেছিলেন শ্য়ুটিংয়ে ৷ কিন্তু পরে দেখা যায় কোনও হেলমেট ছিল না বাইক চালক বা আরোহি কারও মাথাতেই ৷ এই ঘটনা নজরে এসেছে মুম্বই পুলিশের ৷ একই ঘটনা ঘটিয়েছিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মাও ৷ তাঁর দেহরক্ষীর বাইকের পিছনে হেলমেট না পড়ে বসার জন্য দশ হাজারেরও বেশি টাকা ফাইন দিতে হয়েছে তাঁকে ৷

মুম্বই, 19 মে: সুপারস্টার অমিতাভ বচ্চনকে 'গ্রেফতার' করল মুম্বই পুলিশ? কেন হঠাৎ উঠছে এমন প্রশ্ন! এমন কী অপরাধ করলেন সকলের প্রিয় বিগ বি? আদতে শুক্রবার নিজেই এই ভয়ানক সংবাদটি সকলকে দিয়েছেন মিস্টার বচ্চন ৷ এদিন যে ছবি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেতা ৷ সেখানে তাঁকে মাথা ঝুঁকিয়ে একটি পুলিশ গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ৷ এই ছবি নিয়েই উঠছে প্রশ্ন ৷

আদতে ছবিটি তেমন বড় রহস্য় তৈরি করত না যদি না ক্য়াপশনে তিনি "অ্যারেস্টেড বা গ্রেফতার" কথাটি লিখতেন ৷ আদতে বিগ বি কতখানি হাসি ঠাট্টা করতে ভালোবাসেন তা জানেন সকলেই ৷ কিছুদিন আগেই ইলন মাস্ককে নিয়ে ব্যঙ্গ করে তিনি লিখেছেন, "তু চিজ বড়ি হ্য়ায় মাস্ক মাস্ক!" আর এই থেকেই বোঝা যায় এবারও হয়ত অনুরাগীদের সঙ্গে রসিকতাই করেছেন 'শাহেনশা' ৷

তাঁর পোস্টটি বাস্তবের না কি কোনও ছবির ফার্স্ট লুক তাও বলা মুশকিল ৷ কারণ রহস্য়ের একটি পরতও সরাননি বিগ বি ৷ যাই হোক অনুরাগীরা কিন্তু মজাই পেয়েছেন তাঁর এই পোস্টে ৷ নেটিজেনদের একজন লিখেছেন, "আরে হাতকড়ার চাবিটা কোথায় রেখেছেন ৷" আবার কেউ লিখেছেন, "অবশেষে পুলিশ তাহলে ডনকে ধরেই ফেলল ৷" আবার কেউ বা লিখেছেন,"বৃদ্ধ বয়সে এসে গ্রেফতার! বেশ আশ্চর্যজনক ৷" ঠাট্টা করেই যে এই পোস্ট করা তা কিছুটা ধরতে পেরছেন অনুরাগীরা ৷ আরও পড়ুন: 4 বছর পর আইপিএলে 'বিরাট সেঞ্চুরি', অনুষ্কাকে ভিডিয়ো কল কোহলিরঅমিতাভ কয়েকদিন আগেও চর্চায় উঠে আসেন আরেকটি সোশাল মিডিয়া পোস্টের জন্য় ৷ কয়েকদিন আগেই মুম্বইয়ের জ্যামে আটকে পড়েছিলেন বিগ বি ৷ এই যানজট থেকে বের হওয়ার প্রায় কোনও উপায় নেই দেখে এক অচেনা ব্যক্তির বাইকে চড়ে বসেন অভিনেতা ৷ তাঁর জন্যই সময়মতো তিনি পৌঁছেছিলেন শ্য়ুটিংয়ে ৷ কিন্তু পরে দেখা যায় কোনও হেলমেট ছিল না বাইক চালক বা আরোহি কারও মাথাতেই ৷ এই ঘটনা নজরে এসেছে মুম্বই পুলিশের ৷ একই ঘটনা ঘটিয়েছিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মাও ৷ তাঁর দেহরক্ষীর বাইকের পিছনে হেলমেট না পড়ে বসার জন্য দশ হাজারেরও বেশি টাকা ফাইন দিতে হয়েছে তাঁকে ৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.