হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: পরপর একের পর এক সাড়া জাগানো ছবিতে কাজ করে চলেছেন ভূমি পেড়নেকর ৷ অনুভব সিনহার 'ভিড়' এবং সুধীর মিশ্রর 'আফওয়া' ছবির হাত ধরে সম্প্রতি বিপুল প্রশংসা কুড়িয়েছেন তিনি ৷ আর আগামীতে তাঁকে দেখা যাবে 'থ্যাঙ্ক ইউ ফর কামিং' ছবিতে ৷ পরিচালক করণ বুলানির এই ছবি এবার জিতে নিল সমালোচকদের মন ৷ শুক্রবার 48তম টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবির প্রিমিয়ার হয়ে গেল ৷ আর সেখানে রীতিমতো প্রশংসা কুড়োলো 'থ্যাঙ্ক ইউ ফর কামিং' ৷
ছবিতে দেখা গিয়েছে একগুচ্ছ অভিনেত্রীকে ৷ রয়েছেন শেহনাজ গিল, ডলি সিং এবং কুশা কপিলার মতো অভিনেত্রীরা ৷ সঙ্গে দেখা যাবে অনিল কাপুর এবং করণ কুন্দ্রাকেও ৷ ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অনিল কাপুর, প্রযোজক একতা কাপুর এবং পরিচালক করণ বুলানি ৷ ফিল্ম ফেস্টিভ্যালে আগত সমালোচক এবং অন্যান্য পরিচালকরাও এদিন উঠে দাঁড়িয়ে হাততালি দেন এই ছবির জন্য় ৷ যে ধরনের গল্প বলে এই ছবি ৷ তা কিন্তু সাধারণের তুলনায় একটু অন্য়রকম ৷
ছবিটি তৈরি হয়েছে যৌন সমস্য়া সংক্রান্ত বিষয় নিয়ে ৷ যৌনতা নিয়ে নানান ধরনের ট্যাবু রয়েছে আমাদের সমাজে ৷ অনেকেই আজও এই বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলতে ভয় পান ৷ কিন্তু এই ছবিতে একেবারে অন্য একটি দিক থেকে ফুটে ওঠে বিষয়টি ৷ কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার ৷ আর সেখানেই মিলেছিল এই আভাস ৷
আরও পড়ুন: ছেলে আরিয়ানের পেপ টকেই মহাকাব্যিক কামব্যাক, অকপট শাহরুখ
ট্রেলারটি শুরু হয় একেবারে রূপকথার মেজাজে ৷ সেখানে প্রথমেই ভূমির কণ্ঠে শোনা যায়, "প্রতিটি রূপকথার গল্পে এমনই তো হয় ৷ একজন রাজকুমারী একটি ব্যাংকে চুম্বন করে ৷ তারপর সে রাজকুমার হয়ে যায় ৷ আর তারা সুখে জীবন কাটাতে থাকে ৷" কিন্তু বাস্তব রূপকথা নয় ৷ আর তাই ছবিতে ভূমির জীবনে প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় যৌন সমস্যা ৷ এবার কোন দিকে এগোয় 'থ্যাঙ্ক ইউ ফর কামিং' সেটাই দেখার এই ছবিতে ৷ ছবিটি মুক্তি পাবে আগামী 6 অক্টোবর ৷