ETV Bharat / entertainment

Bhaswar Chatterjee: যৌনকর্মীদের থেকে ভাইফোঁটা নিয়ে আপ্লুত ভাস্বর - Bhaswar takes bhai phota form the members of dubar

গত বছরও দুর্বার মহিলা সমিতির যৌনকর্মীদের কাছ থেকে ভাইফোঁটা নিয়েছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় । সোনাগাছিতে গিয়ে সমস্ত দিদিদের কাছে ফোঁটা নিতে পেরে খুশি তিনি (Bhaswar takes bhai phonta form sex workers)৷

Bhaswar Chatterjee
যৌনকর্মীদের কাছ থেকে ভাইফোঁটা নিয়ে আপ্লুত ভাস্বর
author img

By

Published : Oct 26, 2022, 4:48 PM IST

কলকাতা, 26 অক্টোবর: গত বছরও দুর্বার মহিলা সমিতির যৌনকর্মীদের থেকে ভাইফোঁটা নিয়েছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee )। এবারও অন্যথা হল না তার । এবারও তিনি গিয়েছিলেন সেখানেই । এবারও তাঁদের কাছ থেকে পেলেন ভাইয়ের আদর । এমনটাই জানিয়েছেন অভিনেতা । তিনি আরও জানান, ওখানের অভিজ্ঞতা গতবারের মতোই দারুণ । এত যত্ন, এত নিষ্ঠাভরে ওঁরা সবটা আয়োজন যে যাই বলা হোক সেটাই কম বলা হবে (Bhaswar takes bhai phonta)।

দুর্বার সমিতির খুদেদের সঙ্গে এদিন রিলও বানান ভাস্বর (Bhaswar takes bhai phonta form sex workers)। সবমিলিয়ে তিনি যে দারুণ খুশি তা বোঝা গেল তাঁর ফেসবুক পোস্ট থেকেই । অভিনেতা এদিন সামাজিক মাধ্যমে লেখেন, 'অভিজিৎ মল্লিকের কাছে কৃতজ্ঞ এবারও দুর্বারের সঙ্গে মিলে এই আয়োজন করার জন্য ৷ গতবার বলেছিলাম আবার আসবো, গেলাম এ বছর আবার ভাইফোঁটা সোনাগাছির দিদিদের কাছে । কি যে আনন্দ হল বলার নয় । এই যে বাচ্চাদের দেখছেন এদের সঙ্গে রিলসও করলাম ৷'

Bhaswar Chatterjee
সোনাগাছিতে গিয়ে সমস্ত দিদিদের কাছে ফোঁটা নিতে পেরে খুশি তিনি

আরও পড়ুন: ডেঙ্গু মুক্তির পর প্রথমবার আয়ুষের জন্মদিনের পার্টিতে ভাইজান

অভিজ্ঞতা জানতে চাইলে ভাস্বর ইটিভি ভারতকে বলেন, "খুব মজা হয়েছে । সব দিদিরা ফোঁটা দিল । অল্প সময় হলেও ওদের ওই নির্মল হাসি আমাকে আনন্দ দেয় । আর ওই হাসিটুকুর জন্যই ওরা বাঁচে । ফটো সেশন হল, ছোটদের সঙ্গে রিল বানানো হলো । বাচ্চাগুলো এক্সপার্ট সেলফি তোলাতে ।"

এই নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, "আমার সঙ্গে এনজিও বাগধারার কর্ণধার অভিজিৎ মল্লিক ও তাঁর স্ত্রী পিয়ালিও গিয়েছিল । পিয়ালিও ওখানে ফোঁটা দিল । এনআরএস কলেজের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট ডঃ শর্মিলা মৌলিক আমাকে ফোঁটা দিলেন । এটাও একটা বড় পাওয়া আমার । উত্তর কলকাতার সুস্বাদু মিষ্টি খাওয়া হল । সব মিলিয়ে দারুণ মজা হল আজও।"

কলকাতা, 26 অক্টোবর: গত বছরও দুর্বার মহিলা সমিতির যৌনকর্মীদের থেকে ভাইফোঁটা নিয়েছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee )। এবারও অন্যথা হল না তার । এবারও তিনি গিয়েছিলেন সেখানেই । এবারও তাঁদের কাছ থেকে পেলেন ভাইয়ের আদর । এমনটাই জানিয়েছেন অভিনেতা । তিনি আরও জানান, ওখানের অভিজ্ঞতা গতবারের মতোই দারুণ । এত যত্ন, এত নিষ্ঠাভরে ওঁরা সবটা আয়োজন যে যাই বলা হোক সেটাই কম বলা হবে (Bhaswar takes bhai phonta)।

দুর্বার সমিতির খুদেদের সঙ্গে এদিন রিলও বানান ভাস্বর (Bhaswar takes bhai phonta form sex workers)। সবমিলিয়ে তিনি যে দারুণ খুশি তা বোঝা গেল তাঁর ফেসবুক পোস্ট থেকেই । অভিনেতা এদিন সামাজিক মাধ্যমে লেখেন, 'অভিজিৎ মল্লিকের কাছে কৃতজ্ঞ এবারও দুর্বারের সঙ্গে মিলে এই আয়োজন করার জন্য ৷ গতবার বলেছিলাম আবার আসবো, গেলাম এ বছর আবার ভাইফোঁটা সোনাগাছির দিদিদের কাছে । কি যে আনন্দ হল বলার নয় । এই যে বাচ্চাদের দেখছেন এদের সঙ্গে রিলসও করলাম ৷'

Bhaswar Chatterjee
সোনাগাছিতে গিয়ে সমস্ত দিদিদের কাছে ফোঁটা নিতে পেরে খুশি তিনি

আরও পড়ুন: ডেঙ্গু মুক্তির পর প্রথমবার আয়ুষের জন্মদিনের পার্টিতে ভাইজান

অভিজ্ঞতা জানতে চাইলে ভাস্বর ইটিভি ভারতকে বলেন, "খুব মজা হয়েছে । সব দিদিরা ফোঁটা দিল । অল্প সময় হলেও ওদের ওই নির্মল হাসি আমাকে আনন্দ দেয় । আর ওই হাসিটুকুর জন্যই ওরা বাঁচে । ফটো সেশন হল, ছোটদের সঙ্গে রিল বানানো হলো । বাচ্চাগুলো এক্সপার্ট সেলফি তোলাতে ।"

এই নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, "আমার সঙ্গে এনজিও বাগধারার কর্ণধার অভিজিৎ মল্লিক ও তাঁর স্ত্রী পিয়ালিও গিয়েছিল । পিয়ালিও ওখানে ফোঁটা দিল । এনআরএস কলেজের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট ডঃ শর্মিলা মৌলিক আমাকে ফোঁটা দিলেন । এটাও একটা বড় পাওয়া আমার । উত্তর কলকাতার সুস্বাদু মিষ্টি খাওয়া হল । সব মিলিয়ে দারুণ মজা হল আজও।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.