কলকাতা, 27 জুলাই: 24 জুলাই পঞ্চমবারের মতো 'উত্তম কলারত্ন' পুরস্কার পেয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায় । সেই সাফল্যের রেশ ধরে আরও এক সম্মানে সম্মানিত হলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় । সম্প্রতি 'ভারত-বাংলাদেশ সম্প্রীতি পুরস্কার'-ও পেলেন তিনি । একইসঙ্গে এই সম্মান পেলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীও ( Bhaswar Chatterjee And Chiranjeet Chakraborty Wins The Bharat Bangladesh Sampriti Puraskar) । দুই বাংলার সম্প্রীতির কথা মাথায় রেখে এই পুরস্কারকে জীবনের সেরা পুরস্কার বলে মনে করছেন ভাস্বর ।
সামাজিক মাধ্যমে অভিনেতা লিখেছেন, "জীবনে অনেক পুরস্কার পেয়েছি কিন্তু 'ভারত-বাংলাদেশ সম্প্রীতি পুরস্কার' সারাজীবন মনে থাকবে । এক তো এই পুরস্কারের মূল্য আলাদা আর বাংলাদেশের মানুষের ভালোবাসার জন্য । ফেসবুক ওয়ালে লিখেও বোঝানো যাবে না এখানকার শিল্পীদের নিয়ে ওপার বাংলার উন্মাদনা । ঈশ্বরের অসীম কৃপা না-থাকলে এ সৌভাগ্য হয় না।"
আরও পড়ুন: চারুলতার চরিত্রে অভিনয় করতে চান 'অচেনা উত্তম' এর শর্মিলা রাতাশ্রী দত্ত
এই প্রসঙ্গে সঙ্গীতশিল্পী তথা সঞ্চালক লাজবন্তী রায়ের উদ্দেশ্যে তিনি লেখেন, "অ্যান্ড অফকোর্স থ্যাঙ্কস আ লট লাজবন্তী রায় । তোমার পরিচয় তুমি ।" ভাস্বর এদিন ইটিভি ভারতকে জানান, "এটা একটা বিরাট প্রাপ্তি আমার । ওখানকার মানুষ যে কতোটা ভালোবাসে তা জানতে পারতাম না এই দিনটা না আসলে । পুরস্কার প্রদান অনুষ্ঠানটা কলকাতাতেই হল । অভিনয়ের জন্য আমি আর চিরঞ্জিতদা পুরস্কার পেলাম, এটাও একটা সম্মান আমার কাছে । ওই দেশের অনেকে এসে সেলফি তুলে বলেন, আপনার সব কাজ আমরা দেখি । এমনকী আমার সিনেমা এবং সিরিয়ালের নামগুলোও গড়গড় করে বলে দিলেন ওঁরা । আমি অবাক হয়ে গেলাম । এই ভালোবাসা বহু মূল্যবান । কিন্তু বহু মূল্য দিয়েও এই ভালোবাসা পাওয়া যায় না ।"