ETV Bharat / entertainment

Friday Night Plan Trailer : দুই ভাইয়ের সম্পর্কের গল্প বলতে হাজির বাবিল, মুক্তি পেল ট্রেলার - Friday Night Plan Trailer

ওটিটিতে মুক্তি পেতে চলেছে দুই ভাইয়ের কাহিনি 'ফ্রাইডে নাইট প্লান' ৷ সোমবার মুক্তি পেল বাবিল খান অভিনীত এই ছবির ট্রেলার ৷

Friday Night Plan Trailer
মুক্তি পেল বাবিলের নতুন ছবির ট্রেলার
author img

By

Published : Aug 21, 2023, 8:35 PM IST

হায়দরাবাদ, 21 অগস্ট: 'কলা' ছবির হাত ধরে বলিউডে অভিষেক করেছিলেন ইরফান পুত্র বাবিল খান ৷ এই ছবির জন্য় যথেষ্ট প্রশংসাও কুড়োন তিনি ৷ এবার মুক্তি পেতে চলেছে তাঁর আগামী ছবি 'ফ্রাইডে নাইট প্লান' ৷ সোমবার সামনে এল ছবিটির ট্রেলার ৷ বাবিলের সঙ্গেই ছবিতে দেখা যাবে জুহি চাওলা এবং অমৃত জৈনকেও ৷

এই ছবি আসলে তুলে ধরবে দুই ভাইয়ের গল্প ৷ এক্ষেত্রে হয়তো অনেকেরই মনে পড়ে যেতে পারে গ্রেগ হ্যাফলিকে ৷ গ্রেগ আর তাঁর দাদা রড্রিকের মজার সম্পর্ক নিয়ে আগেই ছবি হয়েছে হলিউডে ৷ এবার বলিউডেও মুক্তি পেতে চলেছে দুই ভাইয়ের দুরন্ত মজার এক কাহিনি ৷ নির্মাতারা এদিন ট্রেলারটি শেয়ার করে লিখেছেন, "মা বাড়ি নেই ৷ স্কুল ছুটি ৷ আর দুই ভাই বাড়িতে একা ৷ এটাই কি তাদের সবচেয়ে মজার 'ফ্রাইডে নাইট' হতে চলেছে?"

ছবিতে বাবিলকে দেখা যাবে বড় ভাইয়ের চরিত্রে ৷ আর অমৃত ফুটিয়ে তুলবেন ছোট ভাইয়ের চরিত্রটি ৷ আদতে মা বাড়িতে না থাকায় দুই ভাই এখন স্বাধীন ৷ একটা রাত তারা কাটাতে চায় নিজেদের মতো ৷ গল্পে আছে প্রেম, পার্টি, নেশা সমস্তই ৷ কীভাবে এই চরিত্র দু'টিকে ফুটিয়ে তুলবেন এই দুই তারকা সেটাই এখন দেখার ৷ 'ফ্রাইডে নাইট প্লান' পরিচালনা করেছেন বৎসল নীলকান্ত ৷ আর ছবির গল্পটি লিখেছেন স্বপ্না বর্মা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'নয়ন রহস্য' ছবিতে ফেলুদার সঙ্গে টক্কর 'বাহুবলী' খ্যাত অভিনেতার!

এক্সেল এন্টারটেইমেন্ট প্রযোজিত এই ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আগামী 1 সেপ্টেম্বর ৷ অমৃত এবং বাবিল ছাড়াও ছবিতে রয়েছেন মেধা রানা, আধ্যা আনন্দ এবং নিনাদ কামাথ ৷ বাবিল আগেই জানিয়েছিলেন বাস্তবেও তাঁর ছোট ভাই রয়েছে ৷ তাই তাঁর কাছে এই ছবিটা আরও কাছের মনে হয়েছে ৷ দুই ভাইয়ের মধ্যে যে টক, ঝাল, মিষ্টি সম্পর্ক থাকে সেটাই তুলে ধরছে এই ছবি ৷

হায়দরাবাদ, 21 অগস্ট: 'কলা' ছবির হাত ধরে বলিউডে অভিষেক করেছিলেন ইরফান পুত্র বাবিল খান ৷ এই ছবির জন্য় যথেষ্ট প্রশংসাও কুড়োন তিনি ৷ এবার মুক্তি পেতে চলেছে তাঁর আগামী ছবি 'ফ্রাইডে নাইট প্লান' ৷ সোমবার সামনে এল ছবিটির ট্রেলার ৷ বাবিলের সঙ্গেই ছবিতে দেখা যাবে জুহি চাওলা এবং অমৃত জৈনকেও ৷

এই ছবি আসলে তুলে ধরবে দুই ভাইয়ের গল্প ৷ এক্ষেত্রে হয়তো অনেকেরই মনে পড়ে যেতে পারে গ্রেগ হ্যাফলিকে ৷ গ্রেগ আর তাঁর দাদা রড্রিকের মজার সম্পর্ক নিয়ে আগেই ছবি হয়েছে হলিউডে ৷ এবার বলিউডেও মুক্তি পেতে চলেছে দুই ভাইয়ের দুরন্ত মজার এক কাহিনি ৷ নির্মাতারা এদিন ট্রেলারটি শেয়ার করে লিখেছেন, "মা বাড়ি নেই ৷ স্কুল ছুটি ৷ আর দুই ভাই বাড়িতে একা ৷ এটাই কি তাদের সবচেয়ে মজার 'ফ্রাইডে নাইট' হতে চলেছে?"

ছবিতে বাবিলকে দেখা যাবে বড় ভাইয়ের চরিত্রে ৷ আর অমৃত ফুটিয়ে তুলবেন ছোট ভাইয়ের চরিত্রটি ৷ আদতে মা বাড়িতে না থাকায় দুই ভাই এখন স্বাধীন ৷ একটা রাত তারা কাটাতে চায় নিজেদের মতো ৷ গল্পে আছে প্রেম, পার্টি, নেশা সমস্তই ৷ কীভাবে এই চরিত্র দু'টিকে ফুটিয়ে তুলবেন এই দুই তারকা সেটাই এখন দেখার ৷ 'ফ্রাইডে নাইট প্লান' পরিচালনা করেছেন বৎসল নীলকান্ত ৷ আর ছবির গল্পটি লিখেছেন স্বপ্না বর্মা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'নয়ন রহস্য' ছবিতে ফেলুদার সঙ্গে টক্কর 'বাহুবলী' খ্যাত অভিনেতার!

এক্সেল এন্টারটেইমেন্ট প্রযোজিত এই ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আগামী 1 সেপ্টেম্বর ৷ অমৃত এবং বাবিল ছাড়াও ছবিতে রয়েছেন মেধা রানা, আধ্যা আনন্দ এবং নিনাদ কামাথ ৷ বাবিল আগেই জানিয়েছিলেন বাস্তবেও তাঁর ছোট ভাই রয়েছে ৷ তাই তাঁর কাছে এই ছবিটা আরও কাছের মনে হয়েছে ৷ দুই ভাইয়ের মধ্যে যে টক, ঝাল, মিষ্টি সম্পর্ক থাকে সেটাই তুলে ধরছে এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.