ETV Bharat / entertainment

Sourav Ganguly Biopic: রণবীরের 'না'! আয়ুষ্মানই হচ্ছেন পর্দার সৌরভ? - আয়ুষ্মান হতে চলেছেন পর্দার সৌরভ

রণবীর কাপুর নয় আয়ুষ্মান খুরানাই হতে চলেছেন পর্দার সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সৌরভের বায়োপিক নিয়ে এমনটাই দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমের ৷

Ayushmann To Play Sourav
আয়ুষ্মান হতে চলেছেন পর্দার সৌরভ
author img

By

Published : May 30, 2023, 5:18 PM IST

মুম্বই, 30 মে: খেলার মাঠে হোক কিংবা ময়দানের বাইরে ৷ সৌরভ গঙ্গোপাধ্য়ায় সর্বদাই থাকেন খবরের শিরোনামে ৷ এমএস ধোনি, সচিন তেন্ডুলকর থেকে শুরু করে মিতালী রাজ, ঝুলন গোস্বামী কিংবা প্রবীণ তাম্বের মতো ক্রিকেটারদের বায়োপিক এখন পরিচালকদের হট ফেভারিট ৷ আর সেক্ষেত্রে সৌরভের নাম থাকবে না তাও কী হয়? বাদ পড়া থেকে কামব্যাক, ভাঙাচোড়া দল হাতে নিয়ে তাকে বিশ্বের অন্যতম সুপার পাওয়ার টিমে পরিণত করা সৌরভের কেরিয়ারে ছবির জন্য় প্রয়োজনীয় গল্পের অভাব নেই ৷ যেমন আছে অপমান, তেমন আছে দাঁতে দাঁত চাপা লড়াই আর কামব্যাকের ক্লাইম্যাক্স ৷ কিন্তু কথা হল সৌরভের চরিত্রে অভিনয় করবেন কে? শুরুতে সৌরভ জানিয়েছিলেন তাঁর পছন্দ হৃতিক রোশন ৷ পরে সামনে আসে রণবীর কাপুরের নাম ৷ এখন আবার অনেকেই নাম করছেন আয়ুষ্মান খুরানারও ৷

সৌরভকে আগেও এই নিয়ে প্রশ্ন করেছেন সাংবাদিকরা ৷ তবে সৌরভ হৃতিক রোশনের নাম করলেও তা নিয়ে আলোচনা খুব বেশি এগোয়নি ৷ তবে অনেক মিডিয়া রিপোর্টই বলছে এই ছবির প্রযোজনা করতে চলেছে লভ ফিল্মস ৷ আর তাই সবচেয়ে বেশি সামনে আসছিল রণবীর কাপুরের নাম ৷ কারণ লভ ফিল্মসের সঙ্গে ইতিমধ্য়েই 'তু ঝুঠি ম্য়ায় মক্কার' ছবিতে কাজ করেছেন রণবীর ৷ আর সেই ছবি ছিল দুরন্ত হিট ৷

তবে এখন আবার সামনে আসছে অন্য় একটি তথ্য় ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে এই ছবির পরিচালনা করবেন অঙ্কুর গর্গ ৷ তিনি ইতিমধ্যেই সৌরভের বেহালার বাড়িতে এসে একটি মিটিংও করেছেন ৷ সূত্রের খবর অনুযায়ী চলতি বছরের শেষেই শুরু হতে চলেছে এই ছবির শ্য়ুটিং ৷ আর ছবিতে রণবীর কাপুরের জায়গায় দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে ৷ যদিও নির্মাতারা এখনও এই নিয়ে কিছুই জানাননি ৷

আরও পড়ুন: ঋতু হারানোর এক দশক! 'ভালো থাকিস বন্ধু' লিখলেন বুম্বাদা, আবেগপ্রবণ মীরও

এমনকী রণবীর কেন ছবিটি করছেন না, তার কারণও জানা যায়নি ৷ তবে দাদা অনুরাগীদের জন্য় চিত্রনাট্যের কাজ ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে ৷ সৌরভ নিজে নয় চিত্রনাট্য লিখছেন নির্মাতারাই ৷ এও জানা গিয়েছে সৌরভের ক্রিকেট জীবন থেকে তাঁর ক্রিকেট প্রশাসক হয়ে ওঠার কাহিনি সমস্তটাই থাকবে ছবিতে ৷

মুম্বই, 30 মে: খেলার মাঠে হোক কিংবা ময়দানের বাইরে ৷ সৌরভ গঙ্গোপাধ্য়ায় সর্বদাই থাকেন খবরের শিরোনামে ৷ এমএস ধোনি, সচিন তেন্ডুলকর থেকে শুরু করে মিতালী রাজ, ঝুলন গোস্বামী কিংবা প্রবীণ তাম্বের মতো ক্রিকেটারদের বায়োপিক এখন পরিচালকদের হট ফেভারিট ৷ আর সেক্ষেত্রে সৌরভের নাম থাকবে না তাও কী হয়? বাদ পড়া থেকে কামব্যাক, ভাঙাচোড়া দল হাতে নিয়ে তাকে বিশ্বের অন্যতম সুপার পাওয়ার টিমে পরিণত করা সৌরভের কেরিয়ারে ছবির জন্য় প্রয়োজনীয় গল্পের অভাব নেই ৷ যেমন আছে অপমান, তেমন আছে দাঁতে দাঁত চাপা লড়াই আর কামব্যাকের ক্লাইম্যাক্স ৷ কিন্তু কথা হল সৌরভের চরিত্রে অভিনয় করবেন কে? শুরুতে সৌরভ জানিয়েছিলেন তাঁর পছন্দ হৃতিক রোশন ৷ পরে সামনে আসে রণবীর কাপুরের নাম ৷ এখন আবার অনেকেই নাম করছেন আয়ুষ্মান খুরানারও ৷

সৌরভকে আগেও এই নিয়ে প্রশ্ন করেছেন সাংবাদিকরা ৷ তবে সৌরভ হৃতিক রোশনের নাম করলেও তা নিয়ে আলোচনা খুব বেশি এগোয়নি ৷ তবে অনেক মিডিয়া রিপোর্টই বলছে এই ছবির প্রযোজনা করতে চলেছে লভ ফিল্মস ৷ আর তাই সবচেয়ে বেশি সামনে আসছিল রণবীর কাপুরের নাম ৷ কারণ লভ ফিল্মসের সঙ্গে ইতিমধ্য়েই 'তু ঝুঠি ম্য়ায় মক্কার' ছবিতে কাজ করেছেন রণবীর ৷ আর সেই ছবি ছিল দুরন্ত হিট ৷

তবে এখন আবার সামনে আসছে অন্য় একটি তথ্য় ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে এই ছবির পরিচালনা করবেন অঙ্কুর গর্গ ৷ তিনি ইতিমধ্যেই সৌরভের বেহালার বাড়িতে এসে একটি মিটিংও করেছেন ৷ সূত্রের খবর অনুযায়ী চলতি বছরের শেষেই শুরু হতে চলেছে এই ছবির শ্য়ুটিং ৷ আর ছবিতে রণবীর কাপুরের জায়গায় দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে ৷ যদিও নির্মাতারা এখনও এই নিয়ে কিছুই জানাননি ৷

আরও পড়ুন: ঋতু হারানোর এক দশক! 'ভালো থাকিস বন্ধু' লিখলেন বুম্বাদা, আবেগপ্রবণ মীরও

এমনকী রণবীর কেন ছবিটি করছেন না, তার কারণও জানা যায়নি ৷ তবে দাদা অনুরাগীদের জন্য় চিত্রনাট্যের কাজ ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে ৷ সৌরভ নিজে নয় চিত্রনাট্য লিখছেন নির্মাতারাই ৷ এও জানা গিয়েছে সৌরভের ক্রিকেট জীবন থেকে তাঁর ক্রিকেট প্রশাসক হয়ে ওঠার কাহিনি সমস্তটাই থাকবে ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.