হায়দরাবাদ, 4 সেপ্টেম্বর: 'গদর 2' এবং 'ওএমজি 2' যখন দাপিয়ে ব্যবসা করছে বক্স অফিসে তখন আয়ুষ্মানের ছবির ভবিষ্যত নিয়ে সন্দিহান হয়ে পড়েছিলেন অনেকেই ৷ কিন্তু হিন্দিতে একটি বিজ্ঞাপনের ক্যাচলাইন ছিল 'ডরকে আগে জিৎ হ্যায় ৷' ঠিক সেই খাটল ড্রিম গার্ল 2 ছবির ক্ষেত্রেও ৷ আয়ুষ্মান খুরানা-অনন্যা পাণ্ডের এই ছবি 11 দিনে পৌঁছে গেল একশো কোটি ক্লাবের একেবারে দোরগোড়ায় ৷ এমনটাই দাবি করছে ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক ৷
যদিও স্যাকনিল্কের এই অনুমানকে বলতেই হবে 'আর্লি এস্টিমেট' ৷ তবে সংকেত যে বেশ ভালো এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ হাসি দিয়ে আদতেই দর্শকের মন জয় করতে পেরেছেন অভিনেতারা ৷ রাজ শাণ্ডিল্য পরিচালিত এই ছবিটি প্রথম রবিবারে আয় করেছিল 16 কোটি টাকা ৷ দ্বিতীয় রবিবারেও ছবির ব্যবসা ছিল বেশ ভালো ৷ গোটা দেশ জুড়ে গতকাল 8.34 কোটি আয় করেছে এই ছবি ৷ দশম দিন পর্যন্ত এই ছবির আয় ছিল 86.16 কোটি টাকা ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
স্যাকনিল্কের দাবি, সোমবার এই আয় বেড়ে দাঁড়াবে 89.40 কোটিতে ৷ রবিবারের তুলনায় আয় সোমবার একটু পড়েছে ঠিকই ৷ তবে এই ছবিও যে প্রথম পর্বের মতোই দ্রুত 100 কোটির দোরগোড়ায় পৌঁছে গেল তা বলাই বাহুল্য ৷ 2019 সালে ড্রিম গার্ল ছবির প্রথম পর্বটি মুক্তি পায় ৷ সেসময় 140 কোটির কিছু বেশি আয় করেছিল এই ছবি ৷ দ্বিতীয় ছবিটিও একইরকম সফল বক্স অফিসে ৷
আরও পড়ুন: 'দেবী মায়ের বিসর্জনের সঙ্গে সম্পর্কও শেষ', পুজোর শর্টটার্ম প্রেম নিয়ে আলাপচারিতায় সৌরসেনী
মাত্র 35 কোটির বাজেটে তৈরি হয়েছিল এই রম-কম ছবিটি ৷ ছবিতে অনন্যা পাণ্ডে এবং আয়ুষ্মান খুরানার মতোই নজর কেড়েছেন আন্নু কাপুর, রাজপাল যাদব, আসরানি এবং অন্যান্য কলা কুশলীরা ৷ ছবিটির প্রযোজনার দায়িত্বে ছিল একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স ৷ গত 25 অগস্ট মুক্তি পেয়েছিল এই ছবি ৷