কলকাতা, 7 ডিসেম্বর: বিদেশি ছবি বরাবরই কিফের মূল কেন্দ্রবিন্দু । এবারও এর অন্যথা হল না । এই বছর লক্ষ্য -অস্ট্রেলিয়া। আর তাই 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে একগুচ্ছ অস্ট্রেলীয় ছবি ৷ 7 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত সিনেপ্রেমীদের নজর কেড়ে নেবে 'শায়দা' বা 'মাই নেম ইজ গুলপিলিল'-এর মতো অসাধারণ ছবি ৷ কবে, কোথায়, কখন দেখানো হবে অস্ট্রেলিয়ার এই ছবিগুলি, রইল বিস্তারিত তথ্য ৷
তালিকায় প্রথমেই রয়েছে নুরা নিয়াসারির 'শায়দা'। 7 ডিসেম্বর রবীন্দ্র ওকাকুরা ভবনে সকাল 11টায় দেখানো হয়েছে এই ছবি ৷ যাঁরা সেদিন ছবিটি দেখতে পারেননি, তাঁরা দেখে নিতে পারেন বেহালার অজন্তা সিনেমা হলে বিকেল 4টের সময় ৷ 2023-এ মুক্তি পাওয়া এই ছবির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন নুরা নিজেই ৷ নিয়াসারির শৈশব অভিজ্ঞতার দ্বারা অনুপ্রাণিত হয়েই তৈরি এই ছবি ৷ গল্পটি অস্ট্রেলিয়ায় একজন ইরানী অভিবাসী মহিলাকে অনুসরণ করে যিনি তাঁর 6 বছরের মেয়েকে লালন-পালন করছেন একটি ওমেন শেল্টারে থেকে ৷ কীভাবে এগোয় তাঁদের জীবন, তা ঘিরেই তৈরি 'শায়দা' ৷ 7 ডিসেম্বর সকাল 10 টায় আইনক্স (কোয়েস্ট মল)-এ দেখানো হল গ্রেগের 'উল্ফ ক্রিক'।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
8 ডিসেম্বর নিউ এম্পায়ার- এ বিকেল 4টে এবং 10 ডিসেম্বর অজন্তা সিনেমা হলে বিকেল 4টেয় দেখানো হবে রবার্ট কনোলির 'দ্য ড্রাই' । 2016 সালে প্রকাশিত জেন হার্পারের লেখা বই থেকে অনুপ্রাণিত হয়েছে মিস্ট্রি-থ্রিলার-ড্রামায় ভরপুর এই ছবি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
তিনি একাধারে অভিনেতা, নৃত্যশল্পী, গায়ক আবার চিত্রশিল্পীও ৷ তিনি ডেভিড গুলপিলিল রিদজিমিরারিল দালাইথংগু, একজন আদিবাসী যিনি নিজের প্রচেষ্টায় কীভাবে লাইম লাইটে আসেন, কীভাবে জীবনের সব বাধাকে পেড়িয়ে সামনে এগিয়ে যান, তাই তুলে ধরেছেন পরিচালক মলি রেনল্ডস ৷ তথ্যচিত্রের নাম নাম 'মাই নেম ইজ গুলপিলিল' ৷ এই ছবি দেখানো হবে 8 ডিসেম্বর বিকেল 4টেতে রবীন্দ্র ওকাকুরা ভবনে, 12 ডিসেম্বর শিশির মঞ্চে দেখানো হবে সকাল 11টায়। গুলপিলিল 2017 সালের শুরুতে লাংস ক্যানসারে ভুগতে শুরু করেন। ডাক্তাররা তাঁকে মাত্র ছয় মাস সময় দেন। কিন্তু সবরকমের প্রতিকূলতাকে কাটিয়ে 2021 সাল পর্যন্ত বাঁচেন তিনি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
9 ডিসেম্বর নিউ এম্পায়ারে বিকেল 4টেয় দেখানো হবে রহস্য আর রোমাঞ্চে ভরপুর ছবি ইভান সেনের 'লিম্বো' ৷ জুব ক্লার্কের 'সুইট অ্যাস' দেখানো হবে 7 ডিসেম্বর বিকেল 4টেয় অজন্তা এবং ৯ ডিসেম্বর বিকেল 5টায় প্রাচী সিনেমা হলে। মানুষ, জমি এবং সংস্কৃতির একে অপরকে জড়িয়ে থাকার কথা বলেছে এই ছবি। রলফ ডি হীরের 'দ্য সারভাইভাল অফ কাইন্ডনেস' দেখানো হবে 9 ডিসেম্বর নজরুল তীর্থতে সন্ধে সাড়ে 6টায়। 'দ্য সারভাইভাল অফ কাইন্ডনেস' একটি রূপকধর্মী ছবি ৷ মরুভূমির একটি ছোট খাঁচাতে এক কৃষ্ণাঙ্গীর পরিত্যক্ত অবস্থায় বন্দি থাকাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবির কাহিনী । 10 ডিসেম্বর সাউথ সিটির আইনক্সে সকাল 10 টায় দেখানো হবে 'হান্ড্রেড ব্লাডি অ্যাক্রেস'। এটি একটি ভৌতিক কমেডি।
11 ডিসেম্বর বিকেল 4টেয় নিউ এম্পায়ার-এ দেখানো হবে 'পিকনিক অ্যাট হ্যাঙ্গিং রক'। পিকনিক অ্যাট হ্যাংগিং রক, 1975 সালের অস্ট্রেলিয়ার একটি রহস্যধর্মী চলচ্চিত্র। 1967 সালের জেয়ান লিন্ডসে লেখা উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। কাহিনি লিখেছেন ক্লিফ গ্রিন এবং পরিচালনা করেছেন পিটার ও্যায়ারস।
উল্লেখ্য, চলচ্চিত্র উৎসব উপলক্ষ্যে শহরে এসেছেন পরিচালক ব্রুস বেরেসফোর্ড ৷ পরিচালকের 'ড্রাইভিং মিস ডেইজি' ছবি 1989 সালে সেরা ছবি বিভাগে অস্কার জিতে নেয় ৷ কলকাতায় এসে তিনি বলেন, "এই শহরের মানুষ খুব বন্ধুত্বপূর্ণ।" অন্যদিকে চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছেন অস্ট্রেলিয়ান চলচ্চিত্র নির্মাতা এবং চিত্রনাট্যকার রল্ফ ডি হির। তিনি বলেন, “চলচ্চিত্র একটি সর্বজনীন ভাষা, যা সীমানা অতিক্রম করে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে সংযুক্ত করার ক্ষমতা রাখে। যেখানে বিভিন্ন দেশের চলচ্চিত্রগুলি বিভিন্ন দর্শকদের হৃদয়ে স্থান পেতে পারে। এটা আমার জন্য আনন্দের যে অস্ট্রেলিয়ান বিভিন্ন ছবি কলকাতা চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে ৷"
আরও পড়ুন:
1. 'দেব আনন্দ চিরকালীন নায়ক', কিংবদন্তির স্মৃতিচারণায় প্রসেনজিৎ
2. হৃতিক-দীপিকার পর এবার প্রকাশ্যে অনিল কাপুরের 'ফাইটার' ছবির লুক
3. প্রভাসের 'সালার' রেকর্ড ভাঙলেন কিং খান, মোস্ট ভিউড ট্রেলারের তালিকার শীর্ষে 'ডাঙ্কি'