মুম্বই, 23 জানুয়ারি: শেট্টি বাড়িতে বিয়ের প্রস্তুতি ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে ৷ সোমবার চারহাত এক হতে চলেছে আথিয়া শেট্টি এবং কেএল রাহুলের ৷ বলিউড অভিনেতা সুনীল শেট্টি ইতিমধ্যেই বিয়ের খবর নিশ্চিত করে দিয়েছেন ৷ অর্থাৎ এখন বাকি শুধু বিবাহ বন্ধনে বাঁধা পড়া ৷ এই কপোত-কপোতীর সঙ্গীত অনুষ্ঠানেও বসল চাঁদের হাট ৷
অর্জুন কাপুর এবং তাঁর বোন অনশুলা কাপুর, ফ্যাশন ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠের মতো অনেক সেলিব্রেটিকেই দেখা গেল খান্দালার ফার্ম হাউসে ৷ এখনও পর্যন্ত অন্দরমহলের কোনও ছবি সামনে আসেনি (Athiya Shetty KL Rahul wedding)৷ কারণ এক্ষেত্রে কেএল রাহুল এবং আথিয়া অন্য়দের মতোই 'নো ফোন' নীতি লাগু করেছেন ৷ রাহুল অথবা আথিয়া এখনও তাঁদের সোশাল মিডিয়ায় এই অনুষ্ঠানের কোনও ছবি প্রকাশ করেননি ৷ তবে শুক্রবার থেকে দুই পরিবারে বিয়ের সাজসজ্জা শুরু হয়ে গিয়েছে (celebrities at Athiya Shetty KL Rahul sangeet )৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
রবিবার অবশ্য় সুনীল কথা বলেন পাপারাৎজিদের সঙ্গে ৷ অনুরাগীরা যে ভালোবাসা দিয়েছেন তার জন্য তিনি সকলকে শুভেচ্ছা জানান ৷ একইসঙ্গে তিনি এও জানান, সোমবার পরিবারের সদস্য়দের নিয়ে তিনি সকলের সামনে আসবেন ৷ সুনীল বলেন, "ম্যায় কাল লেকে আতা হুঁ বাচ্চো কো ।" অর্থাৎ কাল আমি ওদের নিয়ে আসছি ৷ অভিনেতা তারপর আরও বলেন যে, "আপনে জো পেয়ার দিখায়া উসকে লিয়ে বহত বহত ধন্যবাদ ।" অর্থাৎ যে ভালোবাসা আপনারা দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: সংগ্রাম থেকে অন্তর্ধান, একাধিকবার বড় পর্দায় ফিরেছেন নেতাজি
সুনীল শেট্টি কন্য়া আথিয়ার সঙ্গে কেএল রাহুলের সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছে বেশ কয়েক বছর আগেই ৷ দু'জনকেই একসঙ্গে দেখা গিয়েছে বহুবার ৷ শুধু তাই নয় ভারতীয় দলের একাধিক সফরেও আথিয়া হাজির হয়েছেন রাহুলের সঙ্গেই ৷ আবার রাহুলের সার্জারির সময়ও পাশে ছিলেন এই আথিয়াই ৷ যদিও তাঁরা নিজেদের বিয়ে নিয়ে মুখ খোলেননি তবে তাঁদের সম্পর্কের কাহিনি সামনে এসেছিল বেশ কয়েকদিন আগেই ৷ রাহুল যেভাবে আথিয়ার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন তা দেখেই তাঁদের সম্পর্ক নিয়ে কিছুটা আভাস পেয়ে গিয়েছিলেন অনুরাগীরা ৷