ETV Bharat / entertainment

টিম ইন্ডিয়াকে চিয়ার আপ করতে গ্যালারিতে আশা ভোঁসলে, নীল জার্সি গায়ে দেদার পোস্ট তারকাদের - আশা ভোঁসলে

World Cup Final 2023: ক্রমে লড়াই কঠিন হচ্ছে ৷ তবু বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়াকে চিয়ার আপ করে যাচ্ছেন সমর্থকরা ৷ গ্যালারিতে হাজির আশা ভোঁসলে ও অন্যান্য সেলেবরা ৷ আর নীল জার্সি গায়ে দেদার পোস্ট চলছে তারকাদের ৷

World Cup Final 2023
বিশ্বকাপ 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 5:46 PM IST

কলকাতা, 19 নভেম্বর: চলছে মহারণ । আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইতিমধ্যেই মুখোমুখি সংগ্রামে ভারত ও অস্ট্রেলিয়া । টসে জিতে প্রথমে বোলিং নিয়েছেন অজিরা ৷ প্রথম ব্যাট করতে নেমে বেশ চাপে রয়েছে টিম ইন্ডিয়া । ভারতীয় দলকে চিয়ার আপ করতে আজ মাঠে হাজির তাবড় সেলিব্রিটিরা ৷ খেলা দেখতে গিয়েছেন প্রবীণ সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে । উভয় দলের জাতীয় সঙ্গীত পরিবেশনের সময়েই গ্যালারিতে দেখা গিয়েছে তাঁকে । তাঁর পাশে দেখা গিয়েছে বলিউডের বাদশা শাহরুখ খান ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও । আর যে তারকারা মাঠে হাজির হতে পারেননি, তাঁরা নীল জার্সি গায়ে চড়িয়ে দেদার পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় ৷

কলকাতায় একাধিক পিভি আর, মিরাজ এবং আইনক্সে আজ সরাসরি দেখানো হচ্ছে বিশ্বকাপের ফাইনালের সম্প্রচার । এ ছাড়াও কলকাতায় দিকে দিকে চলছে যজ্ঞ ক্রিয়াদি । মানত একটাই, তৃতীয় বারের জন্য যেন ট্রফি আসে ভারতের কাছে ৷ আজ এই যজ্ঞে শামিল কামারহাটির বিধায়ক মদন মিত্র । তাঁর সঙ্গে ভবানীপুর এলাকার অগণিত ভারতীয় সমর্থক ।

World Cup Final 2023
নীল জার্সি গায়ে দেদার পোস্ট তারকাদের

সামাজিক মাধ্যমেও জমিয়ে চলছে ছবি পোস্টানোর হিড়িক । ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে জড়িয়ে দেদার ছবি পোস্ট করছেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা । ছেলে এবং স্বামীকে নিয়ে একাধিক ছবি পোস্ট করেছেন রূপাঞ্জনা মিত্র । ও দিকে ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ছবি শেয়ার করেছেন ঐশ্বর্য সেন, প্রমিতা চক্রবর্তী, রুদ্রজিৎ মুখোপাধ্যায়ও ।

World Cup Final 2023
গ্যালারিতে আশা ভোঁসলে, সৌরভ গঙ্গোপাধ্যায়, অমিত শাহ

প্রসঙ্গত, বিনোদন দুনিয়ার মানুষ হোক বা অন্য যে কোনও পেশার মানুষ, ক্রিকেট কিংবা ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা থাকবে না, তা তো হতেই পারে না । ক্রিকেটের ক্ষেত্রে বরাবরাই তা একটু বেশি । চলতি বছর কলকাতায় এসে খেলা দেখে গিয়েছেন রকস্টার মিক জ্যাগার । দু'দিন খেলা দেখেন তিনি । তার মধ্যে একদিন পপ সম্রাজ্ঞী ঊষা উত্থুপের সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখেছেন । সবমিলিয়ে বিশ্বকাপ উন্মাদনা তুঙ্গে ৷ প্রার্থনা চলছে অপরিসীম ৷ অজিদের সামনে বড় টার্গেট খাড়া করতে না পারায় আপাতত ভরসা ভারতীয় বোলারদের উপর ৷

আরও পড়ুন:

  1. দুশো রানে সাজঘরে সাত ব্যাটার, মোতেরায় ব্যাটিং ধসে কোনঠাসা টিম ইন্ডিয়া
  2. ভারত-অস্ট্রেলিয়া মহারণ দেখতে গৌরীকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে বাদশা

কলকাতা, 19 নভেম্বর: চলছে মহারণ । আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইতিমধ্যেই মুখোমুখি সংগ্রামে ভারত ও অস্ট্রেলিয়া । টসে জিতে প্রথমে বোলিং নিয়েছেন অজিরা ৷ প্রথম ব্যাট করতে নেমে বেশ চাপে রয়েছে টিম ইন্ডিয়া । ভারতীয় দলকে চিয়ার আপ করতে আজ মাঠে হাজির তাবড় সেলিব্রিটিরা ৷ খেলা দেখতে গিয়েছেন প্রবীণ সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে । উভয় দলের জাতীয় সঙ্গীত পরিবেশনের সময়েই গ্যালারিতে দেখা গিয়েছে তাঁকে । তাঁর পাশে দেখা গিয়েছে বলিউডের বাদশা শাহরুখ খান ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও । আর যে তারকারা মাঠে হাজির হতে পারেননি, তাঁরা নীল জার্সি গায়ে চড়িয়ে দেদার পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় ৷

কলকাতায় একাধিক পিভি আর, মিরাজ এবং আইনক্সে আজ সরাসরি দেখানো হচ্ছে বিশ্বকাপের ফাইনালের সম্প্রচার । এ ছাড়াও কলকাতায় দিকে দিকে চলছে যজ্ঞ ক্রিয়াদি । মানত একটাই, তৃতীয় বারের জন্য যেন ট্রফি আসে ভারতের কাছে ৷ আজ এই যজ্ঞে শামিল কামারহাটির বিধায়ক মদন মিত্র । তাঁর সঙ্গে ভবানীপুর এলাকার অগণিত ভারতীয় সমর্থক ।

World Cup Final 2023
নীল জার্সি গায়ে দেদার পোস্ট তারকাদের

সামাজিক মাধ্যমেও জমিয়ে চলছে ছবি পোস্টানোর হিড়িক । ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে জড়িয়ে দেদার ছবি পোস্ট করছেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা । ছেলে এবং স্বামীকে নিয়ে একাধিক ছবি পোস্ট করেছেন রূপাঞ্জনা মিত্র । ও দিকে ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ছবি শেয়ার করেছেন ঐশ্বর্য সেন, প্রমিতা চক্রবর্তী, রুদ্রজিৎ মুখোপাধ্যায়ও ।

World Cup Final 2023
গ্যালারিতে আশা ভোঁসলে, সৌরভ গঙ্গোপাধ্যায়, অমিত শাহ

প্রসঙ্গত, বিনোদন দুনিয়ার মানুষ হোক বা অন্য যে কোনও পেশার মানুষ, ক্রিকেট কিংবা ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা থাকবে না, তা তো হতেই পারে না । ক্রিকেটের ক্ষেত্রে বরাবরাই তা একটু বেশি । চলতি বছর কলকাতায় এসে খেলা দেখে গিয়েছেন রকস্টার মিক জ্যাগার । দু'দিন খেলা দেখেন তিনি । তার মধ্যে একদিন পপ সম্রাজ্ঞী ঊষা উত্থুপের সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখেছেন । সবমিলিয়ে বিশ্বকাপ উন্মাদনা তুঙ্গে ৷ প্রার্থনা চলছে অপরিসীম ৷ অজিদের সামনে বড় টার্গেট খাড়া করতে না পারায় আপাতত ভরসা ভারতীয় বোলারদের উপর ৷

আরও পড়ুন:

  1. দুশো রানে সাজঘরে সাত ব্যাটার, মোতেরায় ব্যাটিং ধসে কোনঠাসা টিম ইন্ডিয়া
  2. ভারত-অস্ট্রেলিয়া মহারণ দেখতে গৌরীকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে বাদশা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.