কলকাতা, 19 নভেম্বর: চলছে মহারণ । আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইতিমধ্যেই মুখোমুখি সংগ্রামে ভারত ও অস্ট্রেলিয়া । টসে জিতে প্রথমে বোলিং নিয়েছেন অজিরা ৷ প্রথম ব্যাট করতে নেমে বেশ চাপে রয়েছে টিম ইন্ডিয়া । ভারতীয় দলকে চিয়ার আপ করতে আজ মাঠে হাজির তাবড় সেলিব্রিটিরা ৷ খেলা দেখতে গিয়েছেন প্রবীণ সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে । উভয় দলের জাতীয় সঙ্গীত পরিবেশনের সময়েই গ্যালারিতে দেখা গিয়েছে তাঁকে । তাঁর পাশে দেখা গিয়েছে বলিউডের বাদশা শাহরুখ খান ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও । আর যে তারকারা মাঠে হাজির হতে পারেননি, তাঁরা নীল জার্সি গায়ে চড়িয়ে দেদার পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় ৷
কলকাতায় একাধিক পিভি আর, মিরাজ এবং আইনক্সে আজ সরাসরি দেখানো হচ্ছে বিশ্বকাপের ফাইনালের সম্প্রচার । এ ছাড়াও কলকাতায় দিকে দিকে চলছে যজ্ঞ ক্রিয়াদি । মানত একটাই, তৃতীয় বারের জন্য যেন ট্রফি আসে ভারতের কাছে ৷ আজ এই যজ্ঞে শামিল কামারহাটির বিধায়ক মদন মিত্র । তাঁর সঙ্গে ভবানীপুর এলাকার অগণিত ভারতীয় সমর্থক ।
সামাজিক মাধ্যমেও জমিয়ে চলছে ছবি পোস্টানোর হিড়িক । ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে জড়িয়ে দেদার ছবি পোস্ট করছেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা । ছেলে এবং স্বামীকে নিয়ে একাধিক ছবি পোস্ট করেছেন রূপাঞ্জনা মিত্র । ও দিকে ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ছবি শেয়ার করেছেন ঐশ্বর্য সেন, প্রমিতা চক্রবর্তী, রুদ্রজিৎ মুখোপাধ্যায়ও ।
প্রসঙ্গত, বিনোদন দুনিয়ার মানুষ হোক বা অন্য যে কোনও পেশার মানুষ, ক্রিকেট কিংবা ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা থাকবে না, তা তো হতেই পারে না । ক্রিকেটের ক্ষেত্রে বরাবরাই তা একটু বেশি । চলতি বছর কলকাতায় এসে খেলা দেখে গিয়েছেন রকস্টার মিক জ্যাগার । দু'দিন খেলা দেখেন তিনি । তার মধ্যে একদিন পপ সম্রাজ্ঞী ঊষা উত্থুপের সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখেছেন । সবমিলিয়ে বিশ্বকাপ উন্মাদনা তুঙ্গে ৷ প্রার্থনা চলছে অপরিসীম ৷ অজিদের সামনে বড় টার্গেট খাড়া করতে না পারায় আপাতত ভরসা ভারতীয় বোলারদের উপর ৷
আরও পড়ুন: