ETV Bharat / entertainment

Vignesh Shivan to Tirupati Devasthanam : জুতো পায়ে তিরুপতি দর্শন, বিতর্কের মুখে ক্ষমা চাইলেন ভিগ্নেশ-নয়নতারা - Vignesh Shivan to Tirupati Devasthanam

জুতো পায়ে তিরুপতি দর্শন করে বিতর্কের মুখে ভিগ্নেশ ও নয়নতারা ৷ তবে এর জন্য মন্দির কতৃপক্ষের কাছে সরাসরি ক্ষমা চাইলেন নব দম্পতি (Vignesh Shivan Apologies to Tirupati Devasthanam)৷

Vignesh Shivan to Tirupati Devasthanam
জুতো পায়ে তিরুপতি দর্শন, বিতর্কের মুখে পরে ক্ষমা চাইলেন বিঘ্নেশ নয়নতারা
author img

By

Published : Jun 11, 2022, 5:42 PM IST

Updated : Jun 11, 2022, 7:18 PM IST

তিরুপতি, 11 জুন : শাহরুখ খানের আসন্ন ছবি 'জওয়ান'-এর নায়িকা নয়নতারা সম্প্রতি বিবাহ-বন্ধনে বাঁধা পড়েছেন ৷ পরিচালক ভিগ্নেশ শিবানের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন তিনি ৷ বৃহস্পতিবার চেন্নাইয়ের একটি রিসর্টে বিবাহ সম্পন্ন করার পর তিরুপতি দর্শনে যান নবদম্পতি ৷ সবই চলছিল ঠিকঠাক, লাইনে দাঁড়িয়ে স্বামীর হাত ধরে পুজোও দেন নয়নতারা ৷ কিন্তু বাড়ি ফেরার পরেই আসে নোটিশ ৷ মন্দিরে খালি পায়ে নয় নয়ন তারা গিয়েছিলেন জুতো পরেই ৷

আর সেই কারণেই নোটিস ইস্যু করে মন্দির কতৃপক্ষ ৷ তাঁদের কথায় এটি অত্যন্ত গর্হিত অপরাধ ৷ এবার মন্দির কতৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি লিখলেন বিঘ্নেশ ৷ চিঠিতে জানানো হয়েছে 10 জুন তিরুপতি মন্দিরে তাঁরা জুতো পরে ঢুকে অত্যন্ত ভুল করেছেন তবে ভুলটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত (Vignesh Shivan Apologies to Tirupati Devasthanam) ৷

Apology letter of Vignesh Shivan to Tirupati Devasthanam
এবার মন্দির কতৃপক্ষের কাছে সরাসরি ক্ষমা চাইলেন এই নব দম্পতি

আরও পড়ুন : মিতালির অবসরের পরেই সামনে এল 'সাবাশ মিঠু'-র নতুন পোস্টার

চিঠিতে জানানো হয়েছে তাঁরা আসতেই বিভিন্ন মানুষ তাঁদের ঘিরে ধরেন এই ভিড়ের কারণে প্রথমবার তাঁদের মন্দিরের বাইরে চলে যেতে হয় ৷ পরে আবার তাঁরা মন্দিরে আসেন সেসময় তাড়াহুড়োয় জুতোর কথা মনে ছিল না তাঁদের ৷ তাঁরা লেখেন, "আমরা এই ঘটনার জন্য় আন্তরিকভাবে ক্ষমা চাইছি তাঁদের কাছে যাঁরা এই নিয়ে মনক্ষুন্ন হয়েছেন এবং যে ভগবানকে আমরা এত ভালবাসি তাঁকে আমরা কোন অর্থেই অশ্রদ্ধা করতে পারি না ৷ "

তিরুপতি, 11 জুন : শাহরুখ খানের আসন্ন ছবি 'জওয়ান'-এর নায়িকা নয়নতারা সম্প্রতি বিবাহ-বন্ধনে বাঁধা পড়েছেন ৷ পরিচালক ভিগ্নেশ শিবানের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন তিনি ৷ বৃহস্পতিবার চেন্নাইয়ের একটি রিসর্টে বিবাহ সম্পন্ন করার পর তিরুপতি দর্শনে যান নবদম্পতি ৷ সবই চলছিল ঠিকঠাক, লাইনে দাঁড়িয়ে স্বামীর হাত ধরে পুজোও দেন নয়নতারা ৷ কিন্তু বাড়ি ফেরার পরেই আসে নোটিশ ৷ মন্দিরে খালি পায়ে নয় নয়ন তারা গিয়েছিলেন জুতো পরেই ৷

আর সেই কারণেই নোটিস ইস্যু করে মন্দির কতৃপক্ষ ৷ তাঁদের কথায় এটি অত্যন্ত গর্হিত অপরাধ ৷ এবার মন্দির কতৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি লিখলেন বিঘ্নেশ ৷ চিঠিতে জানানো হয়েছে 10 জুন তিরুপতি মন্দিরে তাঁরা জুতো পরে ঢুকে অত্যন্ত ভুল করেছেন তবে ভুলটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত (Vignesh Shivan Apologies to Tirupati Devasthanam) ৷

Apology letter of Vignesh Shivan to Tirupati Devasthanam
এবার মন্দির কতৃপক্ষের কাছে সরাসরি ক্ষমা চাইলেন এই নব দম্পতি

আরও পড়ুন : মিতালির অবসরের পরেই সামনে এল 'সাবাশ মিঠু'-র নতুন পোস্টার

চিঠিতে জানানো হয়েছে তাঁরা আসতেই বিভিন্ন মানুষ তাঁদের ঘিরে ধরেন এই ভিড়ের কারণে প্রথমবার তাঁদের মন্দিরের বাইরে চলে যেতে হয় ৷ পরে আবার তাঁরা মন্দিরে আসেন সেসময় তাড়াহুড়োয় জুতোর কথা মনে ছিল না তাঁদের ৷ তাঁরা লেখেন, "আমরা এই ঘটনার জন্য় আন্তরিকভাবে ক্ষমা চাইছি তাঁদের কাছে যাঁরা এই নিয়ে মনক্ষুন্ন হয়েছেন এবং যে ভগবানকে আমরা এত ভালবাসি তাঁকে আমরা কোন অর্থেই অশ্রদ্ধা করতে পারি না ৷ "

Last Updated : Jun 11, 2022, 7:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.