ETV Bharat / entertainment

Anushka Sharma: বিরাটের সঙ্গে টিম ইন্ডিয়ার দিওয়ালি পার্টিতে অনুষ্কা, ভাইরাল ভিডিয়োয় স্পষ্ট বেবি বাম্প ! - ভিডিয়ো ভাইরাল

টিম ইন্ডিয়ার দীপাবলি উদযাপনে উপস্থিত থাকা অনুষ্কা শর্মার বেবি বাম্প দেখা গিয়েছে বলে দাবি করছেন তাঁর ভক্তরা ৷ কুর্তা সালোয়ার পরে বিরাট কোহলির সঙ্গে হাজির হন অভিনেত্রী ৷ তাঁদের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷

Anushka Sharma Pregnant
অনুষ্কা শর্মার বেবি বাম্প
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 12:40 PM IST

হায়দরাবাদ, 12 নভেম্বর: শনিবার ভারতীয় ক্রিকেট দল বেঙ্গালুরুতে তাদের টিম হোটেলে মেতে ওঠেন দীপাবলির উদযাপনে ৷ এথনিক সাজে আরও এলিগেন্ট হিসেবে ধরা দেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা ৷ অনলাইনে ভাইরাল হওয়া তাঁদের একটি ভিডিয়োতে অনুষ্কার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে বলে দাবি করেছেন তাঁদের ভক্তরা ৷ তিনি তা ঢাকার চেষ্টা করছেন বলেও মনে হচ্ছে ৷ এই ভিডিয়ো দেখে বিরুষ্কার দ্বিতীয় সন্তান অগমনের জল্পনা আরও তীব্র হয়েছে তাঁদের ভক্তদের মধ্যে ৷

বিরাট এবং অনুষ্কা 11 নভেম্বর দীপাবলির উৎসব পালনে হাজির হন গ্ল্যামারাস লুকে ৷ সাধারণ ভারতীয় নারীর লুকে ধরা দেন অনুষ্কা ৷ একটি আকর্ষণীয় বেগুনি কুর্তার সঙ্গে দোপাট্টায় তাঁকে বেশ এলিগেন্ট দেখাচ্ছিল ৷ বিরাটের পরনে ছিল আড়ম্বরপূর্ণ সবুজ ঐতিহ্যবাহী পোশাক ৷ একটি ভাইরাল ভিডিয়োতে এই সেলেব দম্পতিকে বেঙ্গালুরুর হোটেলে প্রবেশ করতে দেখা গিয়েছে ৷ তাঁরা উল্লসিত ভক্তদের দেখে তাঁদের উদ্দেশে হাত নেড়ে তাঁদের আনন্দ দিয়েছেন ৷ সেই সময় অনুষ্কার বেবি বাম্প অনেকেরই নজর এড়ায়নি ৷ তা দেখে বিরুষ্কার দ্বিতীয় সন্তানের জল্পনায় আরও আনন্দিত হন তাঁদের জাবরা ফ্যানেরা ৷

সম্প্রতি একটি আউটিংয়ের সময় এই দম্পতিকে হাত ধরে একসঙ্গে হাঁটতে দেখা গিয়েছে। তখনই 'রব নে বনা দি জোড়ি' ফিল্মের অভিনেত্রীর বেবি বাম্প আবিষ্কার করেন ভক্তরা ৷ এরপর থেকেই শুরু হয় জল্পনা ৷ যদিও অনুষ্কা ও বিরাট তাঁদের দ্বিতীয় গর্ভাবস্থার বিষয়ে জল্পনা নিয়ে সরাসরি মুখ খোলেননি ৷ তবে সেই ভিডিয়োটি দেখার পর অনেকেরই দৃঢ়ভাবে মনে হয়েছে যে, দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন বিরুষ্কা ৷

প্রখ্যাত বলিউড তারকা এবং দুরন্ত ক্রিকেটার কয়েক বছর ধরে ডেট করার পর 2007 সালের 11 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধেন। ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিং-এ শুধুমাত্র তাঁদের নিকটতম পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা উপস্থিত ছিলেন । 2021 সালের জানুয়ারিতে অনুষ্কা একটি কন্যা সন্তানের জন্ম দেন ৷ তাঁর নাম রাখা হয় ভামিকা । এ বার কি ছোট্ট বোন বা ভাই পেতে চলেছে একরত্তি এই শিশু !

আরও পড়ুন:

  1. শনি-রাতে দীপাবলি উদযাপন! আলোর উৎসবে সামিল রোহিত-বিরাট-শামিরা
  2. দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা অনুষ্কা ! ভাইরাল ভিডিয়ো ঘিরে জোর গুঞ্জন

হায়দরাবাদ, 12 নভেম্বর: শনিবার ভারতীয় ক্রিকেট দল বেঙ্গালুরুতে তাদের টিম হোটেলে মেতে ওঠেন দীপাবলির উদযাপনে ৷ এথনিক সাজে আরও এলিগেন্ট হিসেবে ধরা দেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা ৷ অনলাইনে ভাইরাল হওয়া তাঁদের একটি ভিডিয়োতে অনুষ্কার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে বলে দাবি করেছেন তাঁদের ভক্তরা ৷ তিনি তা ঢাকার চেষ্টা করছেন বলেও মনে হচ্ছে ৷ এই ভিডিয়ো দেখে বিরুষ্কার দ্বিতীয় সন্তান অগমনের জল্পনা আরও তীব্র হয়েছে তাঁদের ভক্তদের মধ্যে ৷

বিরাট এবং অনুষ্কা 11 নভেম্বর দীপাবলির উৎসব পালনে হাজির হন গ্ল্যামারাস লুকে ৷ সাধারণ ভারতীয় নারীর লুকে ধরা দেন অনুষ্কা ৷ একটি আকর্ষণীয় বেগুনি কুর্তার সঙ্গে দোপাট্টায় তাঁকে বেশ এলিগেন্ট দেখাচ্ছিল ৷ বিরাটের পরনে ছিল আড়ম্বরপূর্ণ সবুজ ঐতিহ্যবাহী পোশাক ৷ একটি ভাইরাল ভিডিয়োতে এই সেলেব দম্পতিকে বেঙ্গালুরুর হোটেলে প্রবেশ করতে দেখা গিয়েছে ৷ তাঁরা উল্লসিত ভক্তদের দেখে তাঁদের উদ্দেশে হাত নেড়ে তাঁদের আনন্দ দিয়েছেন ৷ সেই সময় অনুষ্কার বেবি বাম্প অনেকেরই নজর এড়ায়নি ৷ তা দেখে বিরুষ্কার দ্বিতীয় সন্তানের জল্পনায় আরও আনন্দিত হন তাঁদের জাবরা ফ্যানেরা ৷

সম্প্রতি একটি আউটিংয়ের সময় এই দম্পতিকে হাত ধরে একসঙ্গে হাঁটতে দেখা গিয়েছে। তখনই 'রব নে বনা দি জোড়ি' ফিল্মের অভিনেত্রীর বেবি বাম্প আবিষ্কার করেন ভক্তরা ৷ এরপর থেকেই শুরু হয় জল্পনা ৷ যদিও অনুষ্কা ও বিরাট তাঁদের দ্বিতীয় গর্ভাবস্থার বিষয়ে জল্পনা নিয়ে সরাসরি মুখ খোলেননি ৷ তবে সেই ভিডিয়োটি দেখার পর অনেকেরই দৃঢ়ভাবে মনে হয়েছে যে, দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন বিরুষ্কা ৷

প্রখ্যাত বলিউড তারকা এবং দুরন্ত ক্রিকেটার কয়েক বছর ধরে ডেট করার পর 2007 সালের 11 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধেন। ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিং-এ শুধুমাত্র তাঁদের নিকটতম পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা উপস্থিত ছিলেন । 2021 সালের জানুয়ারিতে অনুষ্কা একটি কন্যা সন্তানের জন্ম দেন ৷ তাঁর নাম রাখা হয় ভামিকা । এ বার কি ছোট্ট বোন বা ভাই পেতে চলেছে একরত্তি এই শিশু !

আরও পড়ুন:

  1. শনি-রাতে দীপাবলি উদযাপন! আলোর উৎসবে সামিল রোহিত-বিরাট-শামিরা
  2. দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা অনুষ্কা ! ভাইরাল ভিডিয়ো ঘিরে জোর গুঞ্জন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.