ETV Bharat / entertainment

Anushka Sharma and Virat Kohli: কোটি টাকা দিয়ে ফার্মহাউসের জন্য জমি কিনলেন বিরাট-অনুষ্কা

author img

By

Published : Sep 2, 2022, 7:08 PM IST

আলিবাগে (দক্ষিণ মুম্বই) বিলাসবহুল ফার্মহাউসের জন্য জমি কিনলেন বিরাট অনুষ্কা (Anushka and Virat Purchase Plot For Farmhouse)৷ জমির জন্য তাঁরা খরচ করেছেন 19.24 কোটি টাকা (farmhouse in Alibaug )।

Anushka Sharma and Virat Kohli
বিরাট-অনুষ্কা

মুম্বই, 2 সেপ্টেম্বর: সারা ভারতের সবচেয়ে চর্চিত জুটিগুলির অন্যতম হল বিরুষ্কা জুটি ৷ ক্রিকেট এবং বলিউডের এই মেলবন্ধন রীতিমতো উপভোগ করেন ফ্য়ানেরা ৷ অন্যদিকে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাও তাঁদের সম্পর্কের বিষয়ে ভীষণ খোলামেলা ৷ তাই অনেক ফ্যানের কাছেই তাঁরা আদর্শ দাম্পত্যের রোল মডেল ৷ এবার বিরুষ্কা ফ্য়ানেদের জন্য আরেকটি সুখবর সামনে এসেছে ৷ কারণ আলিবাগে (দক্ষিণ মুম্বই) বিলাসবহুল ফার্মহাউসের জন্য জমি কিনেছেন তাঁরা (farmhouse in Alibaug)। সংবাদ মাধ্যমের মতে, এর দাম প্রায় 19 কোটি টাকা (Anushka and Virat Purchase Plot For Farmhouse)।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গণেশ চতুর্থী উপলক্ষ্যেই খামারবাড়ির জন্য জমি কিনলেন এই তারকা দম্পতি ৷ আলিবাগের জিরাদ গ্রামে খামারবাড়ির জন্য প্রায় 8 একর জমি নিয়েছেন বিরুষ্কা(Anushka Sharma and Virat Kohli)। এই জমির জন্য খরচ পড়েছে 19.24 কোটি টাকা । এছাড়া এই চুক্তির জন্য সরকারের কাছে 1 কোটি 15 লাখ টাকা জমাও করেছেন এই তারকা জুটি ।

আরও পড়ুন: ফের পর্দায় দেখা মিলবে পল্লবীর, 'বিক্রম বেতাল' এর গল্পে থাকছেন প্রয়াত নায়িকা

প্রসঙ্গত, বিরাট এখন রয়েছেন দুবাইতে ৷ এশিয়া কাপের জন্য় তিনি বিদেশে থাকায় তাঁর হয়ে একটি সমস্ত চুক্তিটির দেখাশোনা তাঁর ভাই বিকাশ কোহলি ৷ আজ থেকে প্রায় 6 মাস আগে এই জমিটি কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট (Anushka Sharma and Virat Kohli farmhouse )৷ তবে তীব্র ব্যস্ততার কারণে সময় বের করতে পারেননি তিনি ৷ আলিবাগ দক্ষিণ মুম্বইয়ের একটি হাই প্রোফাইল এলাকা । এখানে বহু ক্রিকেটার এবং অভিনেতাদের ফার্ম হাউস রয়েছে ৷

এশিয়া কাপের কথা বলতে গেলে ভারত ইতিমধ্যেই পাকিস্তান এবং হংকংকে হারিয়ে শেষ চারে জায়গা পাকা করে ফেলেছে ৷ বিরাটও দুই ম্যাচেই মোটামুটি রান পেয়েছেন ৷ একটু মন্থর খেললেও হংকংয়ের বিরুদ্ধে অর্ধশতরানও পেয়েছেন বিরাট ৷ ভারত তাই অবশ্যই আগামি দু'টি গুরুত্বপূর্ণ ম্যাচে রান আসুক তাঁর ব্যাট থেকে ৷ অন্যদিকে কাজের জগতের কথা বললে অনুষ্কা এখন প্রস্তুতি নিচ্ছেন তাঁর আগামী ছবি 'চাকদহ এক্সপ্রেস'-এর জন্য ৷ এই ছবিতে তিনি ফুটিয়ে তুলবেন ভারতীয় মহিলা পেসস্টার ঝুলন গোস্বামীর ইতিহাস ৷

মুম্বই, 2 সেপ্টেম্বর: সারা ভারতের সবচেয়ে চর্চিত জুটিগুলির অন্যতম হল বিরুষ্কা জুটি ৷ ক্রিকেট এবং বলিউডের এই মেলবন্ধন রীতিমতো উপভোগ করেন ফ্য়ানেরা ৷ অন্যদিকে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাও তাঁদের সম্পর্কের বিষয়ে ভীষণ খোলামেলা ৷ তাই অনেক ফ্যানের কাছেই তাঁরা আদর্শ দাম্পত্যের রোল মডেল ৷ এবার বিরুষ্কা ফ্য়ানেদের জন্য আরেকটি সুখবর সামনে এসেছে ৷ কারণ আলিবাগে (দক্ষিণ মুম্বই) বিলাসবহুল ফার্মহাউসের জন্য জমি কিনেছেন তাঁরা (farmhouse in Alibaug)। সংবাদ মাধ্যমের মতে, এর দাম প্রায় 19 কোটি টাকা (Anushka and Virat Purchase Plot For Farmhouse)।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গণেশ চতুর্থী উপলক্ষ্যেই খামারবাড়ির জন্য জমি কিনলেন এই তারকা দম্পতি ৷ আলিবাগের জিরাদ গ্রামে খামারবাড়ির জন্য প্রায় 8 একর জমি নিয়েছেন বিরুষ্কা(Anushka Sharma and Virat Kohli)। এই জমির জন্য খরচ পড়েছে 19.24 কোটি টাকা । এছাড়া এই চুক্তির জন্য সরকারের কাছে 1 কোটি 15 লাখ টাকা জমাও করেছেন এই তারকা জুটি ।

আরও পড়ুন: ফের পর্দায় দেখা মিলবে পল্লবীর, 'বিক্রম বেতাল' এর গল্পে থাকছেন প্রয়াত নায়িকা

প্রসঙ্গত, বিরাট এখন রয়েছেন দুবাইতে ৷ এশিয়া কাপের জন্য় তিনি বিদেশে থাকায় তাঁর হয়ে একটি সমস্ত চুক্তিটির দেখাশোনা তাঁর ভাই বিকাশ কোহলি ৷ আজ থেকে প্রায় 6 মাস আগে এই জমিটি কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট (Anushka Sharma and Virat Kohli farmhouse )৷ তবে তীব্র ব্যস্ততার কারণে সময় বের করতে পারেননি তিনি ৷ আলিবাগ দক্ষিণ মুম্বইয়ের একটি হাই প্রোফাইল এলাকা । এখানে বহু ক্রিকেটার এবং অভিনেতাদের ফার্ম হাউস রয়েছে ৷

এশিয়া কাপের কথা বলতে গেলে ভারত ইতিমধ্যেই পাকিস্তান এবং হংকংকে হারিয়ে শেষ চারে জায়গা পাকা করে ফেলেছে ৷ বিরাটও দুই ম্যাচেই মোটামুটি রান পেয়েছেন ৷ একটু মন্থর খেললেও হংকংয়ের বিরুদ্ধে অর্ধশতরানও পেয়েছেন বিরাট ৷ ভারত তাই অবশ্যই আগামি দু'টি গুরুত্বপূর্ণ ম্যাচে রান আসুক তাঁর ব্যাট থেকে ৷ অন্যদিকে কাজের জগতের কথা বললে অনুষ্কা এখন প্রস্তুতি নিচ্ছেন তাঁর আগামী ছবি 'চাকদহ এক্সপ্রেস'-এর জন্য ৷ এই ছবিতে তিনি ফুটিয়ে তুলবেন ভারতীয় মহিলা পেসস্টার ঝুলন গোস্বামীর ইতিহাস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.