ETV Bharat / entertainment

Gobindo Daant Majena: 'রক্তবীজ' ছবিতে সুপার কমেডি মোডে অঙ্কুশ, নাচলেন আইটেম সং-এ - কণ্ঠ দিলেন সুরজিৎ চট্টোপাধ্যায়

মুক্তি পেল 'রক্তবীজ' ছবির নতুন গান 'গোবিন্দ দাঁত মাজে না ৷' গানের সবচেয়ে বড় আকর্ষণ হল এই আইটেম নম্বরটিতে নাচলেন অঙ্কুশ হাজরা ৷ আর কণ্ঠ দিলেন সুরজিৎ চট্টোপাধ্যায় ৷

Pic Windows Production Instagram
মুক্তি পেল গোবিন্দ দাঁত মাজে না
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 2:48 PM IST

Updated : Sep 9, 2023, 5:36 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: সোশাল মিডিয়া খুললেই দিন কয়েক ধরে ঘুরছে একটাই ছবি । 'দাঁত মাজবেন? দাঁত মেজেছেন? মাজবেন কি? কত রকমের মাজন? আর ঠিক তত রকমের দাঁত ৷ ভাঙা দাঁত, পোকায় কাটা দাঁত, সোনার দাঁত এরকম আরও কত কথায় সম্বলিত সব মিম ঘুরছে চারিদিকে । সকলের মনে হয়েছিল ব্যাপার খানা কি? অবশেষে আজ সকালে জানা গেল আজ দুপুর বারোটাতেই হবে এই দাঁত এবং মাজন রহস্যের উন্মোচন । আর ঠিক সেটাই হল । এসে গেল 'রক্তবীজ' ছবির আইটেম সং 'গোবিন্দ দাঁত মাজে না ।'

পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় জুটির হাত ধরে মুক্তি পেতে চলেছে 'রক্তবীজ' ৷ একঝাঁক তারকাকে নিয়ে আসছে এই ছবি ৷ রয়েছেন ভিক্টর বন্দোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর মতো বাঘা বাঘা শিল্পীরা ৷ এই প্রথমবার পুজোয় শিবু নন্দিতার কোনও ছবি মুক্তি পেতে চলেছে ৷ তাই এবার আরও বেশি উন্মাদনা অনুরাগীদের মধ্যে ৷ এরই মাঝে শনিবার সামনে এল ছবির নতুন গান 'গোবিন্দ দাঁত মাজে না' ৷ আর সেই গানে নেচে মঞ্চ মাতালেন অঙ্কুশ হাজরা ৷ এই প্রথমবার কোনও ছবিতে শুধু আইটেম ডান্সে দেখা যাবে তাঁকে । সেই একই সুপার কমেডিয়ান ইমেজে ধরা দিলেন তিনি আইটেম গানে ।

নাচ নিয়ে বলতে গিয়ে অঙ্কুশ বলেন, "এটাই আমার প্রথম আইটেম ডান্স । অনেক দিন ধরেই কথা চলছিল শিবুদা এবং নন্দিতাদি'র সঙ্গে । এই গানটা হুট করে ছবিতে আসেনি । পুরো ঘটনাটার একটা যুক্তি আছে ৷ আমি এটাই চেয়েছিলাম । তাই খুব ভালো লাগছে । গানটা এবং নাচটা সবাই শুনছে ও দেখছে এটা খুব ভালো লাগছে আমার । নাচটা প্র‍্যাকটিস করার জন্য তেমন সময়ও পাইনি আমি । দর্শকের ভালো লাগলেই খুশি । ছবিটাও দারুণ হতে চলেছে । "

আইটেম নম্বর হলেও গানটি যে একটু অন্যরকম তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ এই গানে কণ্ঠ দিয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায় ৷ সুর আর কথার দায়িত্বেও রয়েছেন তিনিই ৷ যার জেরে গানের কথাতেও এসেছে একটি মেঠো গাঁয়ের টান ৷ এদিন গানের কয়েক লাইন তুলে দিয়েই পোস্টটি সোশালে শেয়ার করেছেন নির্মাতারা ৷

আরও পড়ুন: পরমের নতুন প্রজেক্টে সঙ্গী ঋত্বিক, শেষ শুটিং

গানের কথা একেবারে সরল, সাধাসিধে ৷ অঙ্কুশের নাচও কিন্তু বেশ মন কেড়েছে ৷ লোকাল ট্রেনের মাজন বিক্রেতার হয়ে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ৷ তাঁর এই ক্যামিয়ো কতখানি নজর কাড়বে সেটাই এখন দেখার ৷ খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড নিয়ে গড়ে উঠছে এই ছবি ৷ ছবির নাম 'রক্তবীজ' কেন? তারও একটি হদিশ দিয়েছেন নির্মাতারা ৷ তাঁরা জানিয়েছেন, তদন্তে বাংলাদেশের এক জঙ্গিগোষ্ঠীর যোগ রয়েছে এই বিস্ফোরণের । এই ঘটনার নেপথ্যে বেশ অনেকগুলি থিওরি সামনে আসে ৷ তারই একটি হল 'রক্তবীজ' ৷

কলকাতা, 9 সেপ্টেম্বর: সোশাল মিডিয়া খুললেই দিন কয়েক ধরে ঘুরছে একটাই ছবি । 'দাঁত মাজবেন? দাঁত মেজেছেন? মাজবেন কি? কত রকমের মাজন? আর ঠিক তত রকমের দাঁত ৷ ভাঙা দাঁত, পোকায় কাটা দাঁত, সোনার দাঁত এরকম আরও কত কথায় সম্বলিত সব মিম ঘুরছে চারিদিকে । সকলের মনে হয়েছিল ব্যাপার খানা কি? অবশেষে আজ সকালে জানা গেল আজ দুপুর বারোটাতেই হবে এই দাঁত এবং মাজন রহস্যের উন্মোচন । আর ঠিক সেটাই হল । এসে গেল 'রক্তবীজ' ছবির আইটেম সং 'গোবিন্দ দাঁত মাজে না ।'

পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় জুটির হাত ধরে মুক্তি পেতে চলেছে 'রক্তবীজ' ৷ একঝাঁক তারকাকে নিয়ে আসছে এই ছবি ৷ রয়েছেন ভিক্টর বন্দোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর মতো বাঘা বাঘা শিল্পীরা ৷ এই প্রথমবার পুজোয় শিবু নন্দিতার কোনও ছবি মুক্তি পেতে চলেছে ৷ তাই এবার আরও বেশি উন্মাদনা অনুরাগীদের মধ্যে ৷ এরই মাঝে শনিবার সামনে এল ছবির নতুন গান 'গোবিন্দ দাঁত মাজে না' ৷ আর সেই গানে নেচে মঞ্চ মাতালেন অঙ্কুশ হাজরা ৷ এই প্রথমবার কোনও ছবিতে শুধু আইটেম ডান্সে দেখা যাবে তাঁকে । সেই একই সুপার কমেডিয়ান ইমেজে ধরা দিলেন তিনি আইটেম গানে ।

নাচ নিয়ে বলতে গিয়ে অঙ্কুশ বলেন, "এটাই আমার প্রথম আইটেম ডান্স । অনেক দিন ধরেই কথা চলছিল শিবুদা এবং নন্দিতাদি'র সঙ্গে । এই গানটা হুট করে ছবিতে আসেনি । পুরো ঘটনাটার একটা যুক্তি আছে ৷ আমি এটাই চেয়েছিলাম । তাই খুব ভালো লাগছে । গানটা এবং নাচটা সবাই শুনছে ও দেখছে এটা খুব ভালো লাগছে আমার । নাচটা প্র‍্যাকটিস করার জন্য তেমন সময়ও পাইনি আমি । দর্শকের ভালো লাগলেই খুশি । ছবিটাও দারুণ হতে চলেছে । "

আইটেম নম্বর হলেও গানটি যে একটু অন্যরকম তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ এই গানে কণ্ঠ দিয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায় ৷ সুর আর কথার দায়িত্বেও রয়েছেন তিনিই ৷ যার জেরে গানের কথাতেও এসেছে একটি মেঠো গাঁয়ের টান ৷ এদিন গানের কয়েক লাইন তুলে দিয়েই পোস্টটি সোশালে শেয়ার করেছেন নির্মাতারা ৷

আরও পড়ুন: পরমের নতুন প্রজেক্টে সঙ্গী ঋত্বিক, শেষ শুটিং

গানের কথা একেবারে সরল, সাধাসিধে ৷ অঙ্কুশের নাচও কিন্তু বেশ মন কেড়েছে ৷ লোকাল ট্রেনের মাজন বিক্রেতার হয়ে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ৷ তাঁর এই ক্যামিয়ো কতখানি নজর কাড়বে সেটাই এখন দেখার ৷ খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড নিয়ে গড়ে উঠছে এই ছবি ৷ ছবির নাম 'রক্তবীজ' কেন? তারও একটি হদিশ দিয়েছেন নির্মাতারা ৷ তাঁরা জানিয়েছেন, তদন্তে বাংলাদেশের এক জঙ্গিগোষ্ঠীর যোগ রয়েছে এই বিস্ফোরণের । এই ঘটনার নেপথ্যে বেশ অনেকগুলি থিওরি সামনে আসে ৷ তারই একটি হল 'রক্তবীজ' ৷
Last Updated : Sep 9, 2023, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.