ETV Bharat / entertainment

Ballabhpurer Roopkotha: গা ছমছমে টিজার, আশা জাগাচ্ছে অনির্বাণের বল্লভপুরের রূপকথা - বল্লভপুরের রূপকথা

মুক্তি পেল অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) পরিচালিত প্রথম ছবি বল্লভপুরের রূপকথার (Ballabhpurer Roopkotha) অফিসিয়াল টিজার ৷ ছবিটি মুক্তি পাবে আসন্ন কালীপুজোয় (Ballabhpurer Roopkotha teaser)৷

Anirban Bhattacharya's Ballabhpurer Roopkotha official teaser released
গা ছমছমে টিজার, আশা জাগাচ্ছে অনির্বাণের বল্লভপুরের রূপকথা
author img

By

Published : Sep 18, 2022, 6:02 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর: হঠাৎ খুঁজে পাওয়া কোনও ভুতুড়ে জগতে প্রবেশ করতে চাইলে তৈরি হয়ে যান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) পরিচালনায় প্রথম ছবি বল্লভপুরের রূপকথার (Ballabhpurer Roopkotha) জন্য ৷ এসভিএফ-এর ব্যানারে এই ছবি মুক্তি পাবে চলতি বছর কালী পুজোয় ৷ তবে অফিসিয়াল টিজার (Ballabhpurer Roopkotha teaser) ইতিমধ্যেই হাজির হয়েছে ৷ যা বেশ মনে ধরেছে দর্শকদের ৷

এই ছবি ভক্তদের সামনে তুলে ধরবে এক অনবদ্য হরর কমেডিকে ৷ সংক্ষিপ্ত টিজারে সেই ভৌতিক পরিবেশ তুলে ধরা হয়েছে ৷ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা ঘোষণা দিয়ে শুরু হয়েছে বল্লভপুরের রূপকথার অফিসিয়াল টিজার । তবে দু-এক কথা এগোতেই কোনও এক ভৌতিক শক্তি যেন সেই কথাকে পুরো তালগোল পাকিয়ে দেয় ৷

1 মিনিট 29 সেকেন্ডের টিজারে গা ছমছমে অনুভূতি হয়েছে দর্শকদের ৷ অন্ধকার প্রাসাদের ভিতর 'রঘুদা কোথায় আপনি' ডাক একটা অন্য মেজাজ তৈরি করেছে ৷ আর মাঝরাতে ঘটে চলে নানা ভৌতিক কাণ্ড ৷ যা এই ছবি সম্পর্কে দর্শকদের আকর্ষণ আরও বাড়িয়েছে ৷ বাংলা ফিল্মের দুনিয়ায় স্রোতের বাইরে বেরিয়ে ভাবনাকে সাহস জোগাবে এই বল্লভপুরের রূপকথা ৷ স্বয়ং অনির্বাণ ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু প্রতীক দত্তের লেখা ছবির সিনেম্যাটোগ্রাফি করেছেন সৌমিক হালদার ৷

আরও পড়ুন: বছরের প্রথম দিনেই সুখবর, ফিচার ফিল্মের জগতে অভিষেক করছেন অনির্বাণ ভট্টাচার্য

বাদল সরকারের জনপ্রিয় নাটক 'বল্লভপুরের রূপকথা' অবলম্বনে অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য বানিয়েছেন বাংলা ছবি 'বল্লভপুরের রূপকথা'। তাঁর কথায়, "ছোটবেলা থেকেই হরর-কমেডি আমার ভীষণ পছন্দের ৷ বাংলা ছবিতে ভৌতিক বিষয়ের সমান্তরালে বিদ্রুপ থাকলেও তা যেন একটু কম পড়ে যেত ৷ বল্লভপুরের রূপকথা প্রতিটি পরতে দর্শকদের চমকে দেবে এবং আমি এটিকে যতটা সম্ভব উজ্জ্বল ও আনন্দদায়ক রাখতে চাই ৷ এসভিএফ-এর সঙ্গে পরিচালক হিসেবে আমার প্রথম চলচ্চিত্রের মুক্তির জন্য মুখিয়ে আছি ৷ এই ছবি নিয়ে আমি সত্য়িই আশাবাদী ৷" এর আগে ওয়েব সিরিজ মন্দারে পরিচালক হিসেবে ডেবিউ করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অনির্বাণ ৷ এ বার দর্শকের দরবারে তাঁর পরীক্ষা চলচ্চিত্র বিভাগে ৷

কলকাতা, 18 সেপ্টেম্বর: হঠাৎ খুঁজে পাওয়া কোনও ভুতুড়ে জগতে প্রবেশ করতে চাইলে তৈরি হয়ে যান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) পরিচালনায় প্রথম ছবি বল্লভপুরের রূপকথার (Ballabhpurer Roopkotha) জন্য ৷ এসভিএফ-এর ব্যানারে এই ছবি মুক্তি পাবে চলতি বছর কালী পুজোয় ৷ তবে অফিসিয়াল টিজার (Ballabhpurer Roopkotha teaser) ইতিমধ্যেই হাজির হয়েছে ৷ যা বেশ মনে ধরেছে দর্শকদের ৷

এই ছবি ভক্তদের সামনে তুলে ধরবে এক অনবদ্য হরর কমেডিকে ৷ সংক্ষিপ্ত টিজারে সেই ভৌতিক পরিবেশ তুলে ধরা হয়েছে ৷ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা ঘোষণা দিয়ে শুরু হয়েছে বল্লভপুরের রূপকথার অফিসিয়াল টিজার । তবে দু-এক কথা এগোতেই কোনও এক ভৌতিক শক্তি যেন সেই কথাকে পুরো তালগোল পাকিয়ে দেয় ৷

1 মিনিট 29 সেকেন্ডের টিজারে গা ছমছমে অনুভূতি হয়েছে দর্শকদের ৷ অন্ধকার প্রাসাদের ভিতর 'রঘুদা কোথায় আপনি' ডাক একটা অন্য মেজাজ তৈরি করেছে ৷ আর মাঝরাতে ঘটে চলে নানা ভৌতিক কাণ্ড ৷ যা এই ছবি সম্পর্কে দর্শকদের আকর্ষণ আরও বাড়িয়েছে ৷ বাংলা ফিল্মের দুনিয়ায় স্রোতের বাইরে বেরিয়ে ভাবনাকে সাহস জোগাবে এই বল্লভপুরের রূপকথা ৷ স্বয়ং অনির্বাণ ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু প্রতীক দত্তের লেখা ছবির সিনেম্যাটোগ্রাফি করেছেন সৌমিক হালদার ৷

আরও পড়ুন: বছরের প্রথম দিনেই সুখবর, ফিচার ফিল্মের জগতে অভিষেক করছেন অনির্বাণ ভট্টাচার্য

বাদল সরকারের জনপ্রিয় নাটক 'বল্লভপুরের রূপকথা' অবলম্বনে অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য বানিয়েছেন বাংলা ছবি 'বল্লভপুরের রূপকথা'। তাঁর কথায়, "ছোটবেলা থেকেই হরর-কমেডি আমার ভীষণ পছন্দের ৷ বাংলা ছবিতে ভৌতিক বিষয়ের সমান্তরালে বিদ্রুপ থাকলেও তা যেন একটু কম পড়ে যেত ৷ বল্লভপুরের রূপকথা প্রতিটি পরতে দর্শকদের চমকে দেবে এবং আমি এটিকে যতটা সম্ভব উজ্জ্বল ও আনন্দদায়ক রাখতে চাই ৷ এসভিএফ-এর সঙ্গে পরিচালক হিসেবে আমার প্রথম চলচ্চিত্রের মুক্তির জন্য মুখিয়ে আছি ৷ এই ছবি নিয়ে আমি সত্য়িই আশাবাদী ৷" এর আগে ওয়েব সিরিজ মন্দারে পরিচালক হিসেবে ডেবিউ করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অনির্বাণ ৷ এ বার দর্শকের দরবারে তাঁর পরীক্ষা চলচ্চিত্র বিভাগে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.