ETV Bharat / entertainment

New Short Film Dream Catcher: স্বপ্ন এবার সিরিজে বন্দি, শ্যুটিং চলছে শর্ট ফিল্ম 'ড্রিম ক্যাচার'-এর - New Short Film Dream Catcher

অঙ্কুর দাসের পরিচালনায় তৈরি হচ্ছে শর্ট ফিল্ম 'ড্রিম ক্যাচার'। ছবিতে অভিনয় করতে দেখা যাবে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং গুলশনারাকে ৷ দক্ষিণ কলকাতার এক কফি শপে সম্প্রতি শ্যুটিং সারল 'ড্রিম ক্যাচার'-এর টিম (New Short Film Dream Catcher Is Coming Soon)।

New Short Film Dream Catcher
স্বপ্ন এবার সিরিজে বন্দি, শ্যুটিং চলছে শর্ট ফিল্ম 'ড্রিম ক্যাচার'-এর
author img

By

Published : Jul 7, 2022, 9:58 AM IST

Updated : Jul 7, 2022, 11:13 AM IST

কলকাতা, 7 জুলাই: জীবনযাত্রাকে স্বপ্নের মতো রঙিন করতে ঘরে আমরা আজকাল সুসজ্জিত 'ড্রিম ক্যাচার' টাঙাই । বিশ্বাস, ড্রিম ক্যাচার ঘরে টাঙানো থাকলে জীবন হবে স্বপ্নের মতো রঙিন । আর এবার এই ড্রিম ক্যাচার বন্দি হচ্ছে শর্ট ফিল্মে । অঙ্কুর দাসের পরিচালনায় অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং গুলশনারার অভিনয়ে তৈরি হচ্ছে শর্ট ফিল্ম 'ড্রিম ক্যাচার'। ডিরেক্টর অফ ফোটোগ্রাফিতে তন্ময় মাইতি ।

দু'জন অপরিচিত ব্যক্তি কফি খেতে খেতে নিজেদের মধ্যে কথোপকথন শুরু করে । দৈনন্দিন নানা বিষয়, পছন্দ, গান এবং নস্টালজিয়া উঠে আসতে থাকে তাদের কথায় । এরপরের অংশটুকু জানতে গেলে দেখে ফলতে হবে এই ছোট্ট ছবিটি । সবমিলিয়ে তিনটি শর্ট ফিল্ম নিয়ে তৈরি হতে চলেছে একটি সিরিজ । শর্ট ফিল্মে এই প্রথম হতে চলেছে কোনও ট্রিলজি ।

New Short Film Dream Catcher
অঙ্কুরের পরিচালনায় তৈরি হচ্ছে শর্ট ফিল্ম 'ড্রিম ক্যাচার'

এমনকী এই প্রথম এরকম কোনও কথোপকথনভিত্তিক শর্ট ফিল্ম দেখবে দর্শক । মাত্র দু'টি চরিত্র রয়েছে এই গল্পে । এই দুই চরিত্রে অভিনয় করেছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং গুলশনারা । সিরিজের তিনটি ছোট ছবিতেই দেখা যাবে তাঁদের । ছবির গল্প লিখেছেন গুলশনারা স্বয়ং ।

New Short Film Dream Catcher
ছবিতে অভিনয় করতে দেখা যাবে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং গুলশনারাকে

আরও পড়ুন: 'ভিটামিন এম' নিয়ে হাজির 'টাপা টিনি' গার্ল

বাংলা ধারাবাহিক, নাটক এবং ছবি তিন ক্ষেত্রেই গুলশানারা এই মুহূর্তে কাজ করছেন দাপিয়ে । ওদিকে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন পড়ে না । বাংলা ছবির ইতিহাসে তাঁর নাম যাতে উজ্জ্বল হরফে লেখা থাকে তার পাকাপাকি ব্যবস্থা নিজেই করে চলেছেন প্রতিদিন । এবার আরও এক ধাপ এগোলেন তিনি ।

কলকাতা, 7 জুলাই: জীবনযাত্রাকে স্বপ্নের মতো রঙিন করতে ঘরে আমরা আজকাল সুসজ্জিত 'ড্রিম ক্যাচার' টাঙাই । বিশ্বাস, ড্রিম ক্যাচার ঘরে টাঙানো থাকলে জীবন হবে স্বপ্নের মতো রঙিন । আর এবার এই ড্রিম ক্যাচার বন্দি হচ্ছে শর্ট ফিল্মে । অঙ্কুর দাসের পরিচালনায় অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং গুলশনারার অভিনয়ে তৈরি হচ্ছে শর্ট ফিল্ম 'ড্রিম ক্যাচার'। ডিরেক্টর অফ ফোটোগ্রাফিতে তন্ময় মাইতি ।

দু'জন অপরিচিত ব্যক্তি কফি খেতে খেতে নিজেদের মধ্যে কথোপকথন শুরু করে । দৈনন্দিন নানা বিষয়, পছন্দ, গান এবং নস্টালজিয়া উঠে আসতে থাকে তাদের কথায় । এরপরের অংশটুকু জানতে গেলে দেখে ফলতে হবে এই ছোট্ট ছবিটি । সবমিলিয়ে তিনটি শর্ট ফিল্ম নিয়ে তৈরি হতে চলেছে একটি সিরিজ । শর্ট ফিল্মে এই প্রথম হতে চলেছে কোনও ট্রিলজি ।

New Short Film Dream Catcher
অঙ্কুরের পরিচালনায় তৈরি হচ্ছে শর্ট ফিল্ম 'ড্রিম ক্যাচার'

এমনকী এই প্রথম এরকম কোনও কথোপকথনভিত্তিক শর্ট ফিল্ম দেখবে দর্শক । মাত্র দু'টি চরিত্র রয়েছে এই গল্পে । এই দুই চরিত্রে অভিনয় করেছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং গুলশনারা । সিরিজের তিনটি ছোট ছবিতেই দেখা যাবে তাঁদের । ছবির গল্প লিখেছেন গুলশনারা স্বয়ং ।

New Short Film Dream Catcher
ছবিতে অভিনয় করতে দেখা যাবে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং গুলশনারাকে

আরও পড়ুন: 'ভিটামিন এম' নিয়ে হাজির 'টাপা টিনি' গার্ল

বাংলা ধারাবাহিক, নাটক এবং ছবি তিন ক্ষেত্রেই গুলশানারা এই মুহূর্তে কাজ করছেন দাপিয়ে । ওদিকে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন পড়ে না । বাংলা ছবির ইতিহাসে তাঁর নাম যাতে উজ্জ্বল হরফে লেখা থাকে তার পাকাপাকি ব্যবস্থা নিজেই করে চলেছেন প্রতিদিন । এবার আরও এক ধাপ এগোলেন তিনি ।

Last Updated : Jul 7, 2022, 11:13 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.