কলকাতা, 7 জুলাই: জীবনযাত্রাকে স্বপ্নের মতো রঙিন করতে ঘরে আমরা আজকাল সুসজ্জিত 'ড্রিম ক্যাচার' টাঙাই । বিশ্বাস, ড্রিম ক্যাচার ঘরে টাঙানো থাকলে জীবন হবে স্বপ্নের মতো রঙিন । আর এবার এই ড্রিম ক্যাচার বন্দি হচ্ছে শর্ট ফিল্মে । অঙ্কুর দাসের পরিচালনায় অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং গুলশনারার অভিনয়ে তৈরি হচ্ছে শর্ট ফিল্ম 'ড্রিম ক্যাচার'। ডিরেক্টর অফ ফোটোগ্রাফিতে তন্ময় মাইতি ।
দু'জন অপরিচিত ব্যক্তি কফি খেতে খেতে নিজেদের মধ্যে কথোপকথন শুরু করে । দৈনন্দিন নানা বিষয়, পছন্দ, গান এবং নস্টালজিয়া উঠে আসতে থাকে তাদের কথায় । এরপরের অংশটুকু জানতে গেলে দেখে ফলতে হবে এই ছোট্ট ছবিটি । সবমিলিয়ে তিনটি শর্ট ফিল্ম নিয়ে তৈরি হতে চলেছে একটি সিরিজ । শর্ট ফিল্মে এই প্রথম হতে চলেছে কোনও ট্রিলজি ।
এমনকী এই প্রথম এরকম কোনও কথোপকথনভিত্তিক শর্ট ফিল্ম দেখবে দর্শক । মাত্র দু'টি চরিত্র রয়েছে এই গল্পে । এই দুই চরিত্রে অভিনয় করেছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং গুলশনারা । সিরিজের তিনটি ছোট ছবিতেই দেখা যাবে তাঁদের । ছবির গল্প লিখেছেন গুলশনারা স্বয়ং ।
আরও পড়ুন: 'ভিটামিন এম' নিয়ে হাজির 'টাপা টিনি' গার্ল
বাংলা ধারাবাহিক, নাটক এবং ছবি তিন ক্ষেত্রেই গুলশানারা এই মুহূর্তে কাজ করছেন দাপিয়ে । ওদিকে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন পড়ে না । বাংলা ছবির ইতিহাসে তাঁর নাম যাতে উজ্জ্বল হরফে লেখা থাকে তার পাকাপাকি ব্যবস্থা নিজেই করে চলেছেন প্রতিদিন । এবার আরও এক ধাপ এগোলেন তিনি ।