ETV Bharat / entertainment

Aparajito : দেশে সাফল্যের পর এবার বিলেতে পাড়ি, অনীকের অশ্বমেধের ঘোড়া এখনও 'অপরাজিত' - anik duttas new film aparajito will release in britain

এদেশে চুড়ান্ত সাফল্যের পর এবার বিদেশের মাটিতে পা-রাখতে চলেছে অনীক দত্ত পরিচালিত বাংলা ছবি 'অপরাজিত'। আগামী 1 জুলাই ব্রিটেনে মুক্তি পাবে এই ছবি (Anik Dutta New Film Aparajito)।

anik duttas new film aparajito will release in britain
দেশে সাফল্যের পর এবার বিলেতে পাড়ি, অনীকের অশ্বমেধের ঘোরা এখনও 'অপরাজিত'
author img

By

Published : Jun 23, 2022, 9:14 PM IST

Updated : Jun 24, 2022, 9:00 AM IST

কলকাতা, 23 জুন : এদেশে চুড়ান্ত সাফল্যের পর এবার বিদেশের মাটিতে পা-রাখতে চলেছে অনীক দত্ত পরিচালিত বাংলা ছবি 'অপরাজিত'(Anik Dutta New Film Aparajito)। আগামী 1 জুলাই ব্রিটেনে মুক্তি পাবে এই ছবি । ইতিমধ্যেই হাজির হয়েছে তার নতুন পোস্টার ।

দেশের মাটিতে ব্যাপক সাড়া ফেলেছে এই ছবি । ছবির নির্মাণ নিয়ে বেশ কিছু বিতর্ক সামনে এলেও তাকে পিছনে ফেলে বক্স অফিসে বাজিমাত করেছে এই ছবি । সত্যজিৎ রায়ের আদলে তৈরি অপরাজিত রায়ের চরিত্রে জিতুকে দেখে মানুষ চমকে রীতিমত । প্রশংসাও করেছেন তাঁর । এমনকী চমকে উঠেছেন সন্দীপ রায় স্বয়ং । এ কথা 'হত্যাপুরী'র সাংবাদিক সম্মেলনে নিজেই বলেন তিনি ।

উল্লেখ্য, 13 মে মুক্তির পর থেকেই 'অপরাজিত' ঘিরে দর্শকের উৎসাহ তুঙ্গে । সব থেকে বড় কথা, আইএমডিবি রেটিংয়ের ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে এই ছবি । সাইটের ওয়ার্ল্ড সিনেমার ব়্যাঙ্কিংয়েও জায়গা করে নিয়েছে ‘অপরাজিত’ । বলার অবকাশ রাখে না বাংলা ছবির ইতিহাসে এক মাইলফলক গড়েছে এই ছবি । 'পথের পাঁচালী' নির্মাণের ইতিহাসকে তুলে ধরে কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে অনীক দত্তর শ্রদ্ধার্ঘ্যর অপর নাম 'অপরাজিত'।

আরও পড়ুন: ওটিটি-তে অসময়ে আসছে 'অন্য ভ্যালেন্টাইন'-এর গল্প

সত্যিই সার্থকনামা এই ছবি । আজও তার অশ্বমেধের ঘোড়া আদতেই 'অপরাজিত'। তাকে পরাজিত করে কার সাধ্যি ? সত্যজিৎ রায়ের ছবি বানানোর পিছনে ইতিহাস তুলে ধরতে গিয়ে শিল্পীর জীবনের এত সূক্ষ্ম দিককে ছুঁয়ে গিয়েছে এই ছবি যা সত্যিই মন কেড়েছে ৷ ছবিটি এবার বিলেতের মাটিতে পা রাখতে চলেছে । এই ব্যাপারে অনীক দত্তর কাছে জানতে চাওয়া হয় তিনি কি সেই সময়ে যাচ্ছেন সেখানে? পরিচালক জানান, "আগেই যাচ্ছি। সাংবাদিক সম্মেলনে হাজিরা দিতে ।"

কলকাতা, 23 জুন : এদেশে চুড়ান্ত সাফল্যের পর এবার বিদেশের মাটিতে পা-রাখতে চলেছে অনীক দত্ত পরিচালিত বাংলা ছবি 'অপরাজিত'(Anik Dutta New Film Aparajito)। আগামী 1 জুলাই ব্রিটেনে মুক্তি পাবে এই ছবি । ইতিমধ্যেই হাজির হয়েছে তার নতুন পোস্টার ।

দেশের মাটিতে ব্যাপক সাড়া ফেলেছে এই ছবি । ছবির নির্মাণ নিয়ে বেশ কিছু বিতর্ক সামনে এলেও তাকে পিছনে ফেলে বক্স অফিসে বাজিমাত করেছে এই ছবি । সত্যজিৎ রায়ের আদলে তৈরি অপরাজিত রায়ের চরিত্রে জিতুকে দেখে মানুষ চমকে রীতিমত । প্রশংসাও করেছেন তাঁর । এমনকী চমকে উঠেছেন সন্দীপ রায় স্বয়ং । এ কথা 'হত্যাপুরী'র সাংবাদিক সম্মেলনে নিজেই বলেন তিনি ।

উল্লেখ্য, 13 মে মুক্তির পর থেকেই 'অপরাজিত' ঘিরে দর্শকের উৎসাহ তুঙ্গে । সব থেকে বড় কথা, আইএমডিবি রেটিংয়ের ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে এই ছবি । সাইটের ওয়ার্ল্ড সিনেমার ব়্যাঙ্কিংয়েও জায়গা করে নিয়েছে ‘অপরাজিত’ । বলার অবকাশ রাখে না বাংলা ছবির ইতিহাসে এক মাইলফলক গড়েছে এই ছবি । 'পথের পাঁচালী' নির্মাণের ইতিহাসকে তুলে ধরে কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে অনীক দত্তর শ্রদ্ধার্ঘ্যর অপর নাম 'অপরাজিত'।

আরও পড়ুন: ওটিটি-তে অসময়ে আসছে 'অন্য ভ্যালেন্টাইন'-এর গল্প

সত্যিই সার্থকনামা এই ছবি । আজও তার অশ্বমেধের ঘোড়া আদতেই 'অপরাজিত'। তাকে পরাজিত করে কার সাধ্যি ? সত্যজিৎ রায়ের ছবি বানানোর পিছনে ইতিহাস তুলে ধরতে গিয়ে শিল্পীর জীবনের এত সূক্ষ্ম দিককে ছুঁয়ে গিয়েছে এই ছবি যা সত্যিই মন কেড়েছে ৷ ছবিটি এবার বিলেতের মাটিতে পা রাখতে চলেছে । এই ব্যাপারে অনীক দত্তর কাছে জানতে চাওয়া হয় তিনি কি সেই সময়ে যাচ্ছেন সেখানে? পরিচালক জানান, "আগেই যাচ্ছি। সাংবাদিক সম্মেলনে হাজিরা দিতে ।"

Last Updated : Jun 24, 2022, 9:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.