কলকাতা, 23 জুন : এদেশে চুড়ান্ত সাফল্যের পর এবার বিদেশের মাটিতে পা-রাখতে চলেছে অনীক দত্ত পরিচালিত বাংলা ছবি 'অপরাজিত'(Anik Dutta New Film Aparajito)। আগামী 1 জুলাই ব্রিটেনে মুক্তি পাবে এই ছবি । ইতিমধ্যেই হাজির হয়েছে তার নতুন পোস্টার ।
দেশের মাটিতে ব্যাপক সাড়া ফেলেছে এই ছবি । ছবির নির্মাণ নিয়ে বেশ কিছু বিতর্ক সামনে এলেও তাকে পিছনে ফেলে বক্স অফিসে বাজিমাত করেছে এই ছবি । সত্যজিৎ রায়ের আদলে তৈরি অপরাজিত রায়ের চরিত্রে জিতুকে দেখে মানুষ চমকে রীতিমত । প্রশংসাও করেছেন তাঁর । এমনকী চমকে উঠেছেন সন্দীপ রায় স্বয়ং । এ কথা 'হত্যাপুরী'র সাংবাদিক সম্মেলনে নিজেই বলেন তিনি ।
উল্লেখ্য, 13 মে মুক্তির পর থেকেই 'অপরাজিত' ঘিরে দর্শকের উৎসাহ তুঙ্গে । সব থেকে বড় কথা, আইএমডিবি রেটিংয়ের ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে এই ছবি । সাইটের ওয়ার্ল্ড সিনেমার ব়্যাঙ্কিংয়েও জায়গা করে নিয়েছে ‘অপরাজিত’ । বলার অবকাশ রাখে না বাংলা ছবির ইতিহাসে এক মাইলফলক গড়েছে এই ছবি । 'পথের পাঁচালী' নির্মাণের ইতিহাসকে তুলে ধরে কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে অনীক দত্তর শ্রদ্ধার্ঘ্যর অপর নাম 'অপরাজিত'।
আরও পড়ুন: ওটিটি-তে অসময়ে আসছে 'অন্য ভ্যালেন্টাইন'-এর গল্প
সত্যিই সার্থকনামা এই ছবি । আজও তার অশ্বমেধের ঘোড়া আদতেই 'অপরাজিত'। তাকে পরাজিত করে কার সাধ্যি ? সত্যজিৎ রায়ের ছবি বানানোর পিছনে ইতিহাস তুলে ধরতে গিয়ে শিল্পীর জীবনের এত সূক্ষ্ম দিককে ছুঁয়ে গিয়েছে এই ছবি যা সত্যিই মন কেড়েছে ৷ ছবিটি এবার বিলেতের মাটিতে পা রাখতে চলেছে । এই ব্যাপারে অনীক দত্তর কাছে জানতে চাওয়া হয় তিনি কি সেই সময়ে যাচ্ছেন সেখানে? পরিচালক জানান, "আগেই যাচ্ছি। সাংবাদিক সম্মেলনে হাজিরা দিতে ।"