হায়দরাবাদ, 28 অক্টোবর: দুবাইয়ে ওপেন ইন্টারন্যাশানাল মাস্টারস 2023 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জেতা সোনার পদক প্রয়াত বাবাকে উৎসর্গ করলেন অঙ্গদ বেদী ৷ অঙ্গদ মূলত পরিচিত অভিনেতা হিসাবেই ৷ পাশাপাশি ক্রীড়াবিদ হিসাবেও তাঁর সুনাম রয়েছে ৷ সম্প্রতি প্রয়াত হয়েছেন কিংবদন্তি স্পিনার বিষণ সিং বেদী ৷ সোমবার তাঁর উদ্দেশেই স্বর্ণপদক উৎসর্গ করেন অঙ্গদ ৷
প্রতিযোগিতায় 400 মিটার দৌড়ে সোনার পদক জয় করেন অঙ্গদ ৷ দৌড় প্রতিযোগিতার কিছু ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে তিনি লেখেন, "আমার কাছে এই স্বর্ণ পদকটি সর্বদা অমূল্য হয়ে থাকবে ৷ ধন্যবাদ বাবা আমার পাশে থাকার জন্য় ৷ তোমায় খুব মিস করছি ৷" ক্রিকেট কোচিং জীবনেও বারবার ফিটনেসের ওপর জোড় দিতেন বিষণ ৷ সেই ক্রীড়াপ্রেমের উত্তরাধিকার বহন করে নিয়ে চলেছেন পুত্র অঙ্গদও ৷ শুধু বাবা নয় স্ত্রী নেহা ধুপিয়া এবং তাঁর কোচ মিরান্দা ব্রিংসটনকেও এদিন ধন্যবাদ দিয়েছেন তিনি ৷
বিশেষত কোচ মিরান্দাকে জীবনের কঠিন দিনগুলিতে দৃঢ়তার সঙ্গে পাশে দাঁড়ানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অঙ্গদ ৷ প্রতিযোগিতার পর সাংবাদিক বৈঠকেও বাবার কথা উল্লেখ করেন অভিনেতা ৷ তিনি জানান, বাবার প্রজ্ঞা ও নীতিশিক্ষা তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছে ৷ বাবা ছিলেন তাঁর পথপ্রদর্শক ৷ আজও বাবার উত্তরাধিকার বয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর তিনি ৷
দিনকয়েক আগেই 77 বছর বয়সে প্রয়াত হন এই কিংবদন্তি স্পিনার ৷ ভারতের হয়ে বাঁ-হাতের জাদুতে ব্যাটারদের ঘুম উড়িয়ে দেওয়া ভয়ঙ্কর এই স্পিনার মাঠের বাইরে ছিলেন একেবারে অন্য মানুষ ৷ তাঁর বিনম্র স্বভাব আর নিষ্ঠার কথা একবাক্যে স্বীকার করে নিয়েছেন কপিল দেব-সচিন তেন্ডুলকররা ৷ দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন 22 গজের এই বর্ষীয়াণ যোদ্ধা ৷ গত 23 অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷
আরও পড়ুন: সম্মানিত শ্রীকান্ত রায়! 'জুবিলি'র জন্য পুরস্কৃত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
প্রসঙ্গত, অঙ্গদ ক্রীড়া জগত এবং সিনেমা দুই ক্ষেত্রেই একের পর এক কাজ করছে চলেছেন ৷ এর আগে বছরের শুরুতেও মুম্বইয়ের একটি স্পোর্টিং ইভেন্টে রূপো জয় করেন তিনি ৷ অন্যদিকে আবার আর বাল্কি পরিচালিত 'ঘুমর' ছবিতে অভিনয়ও করেছেন তিনি ৷