ETV Bharat / entertainment

Alanna-Ivor Haldi Pics: আইভর-অলন্যার গায়ে হলুদের ছবি শেয়ার করলেন অনন্য়া - Alanna Ivor Haldi Pics

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা চাঙ্কি পাণ্ডের ভাইঝি অলন্যা (Alanna Panday Ivor McCary Haldi ceremony Pics)৷ তার আগে গায়ে হলুদের ছবি শেয়ার করলেন অভিনেত্রী অনন্য়া পাণ্ডে ৷

Alanna Ivor Haldi Pics
দেখুন অলন্যার গায়ে হলুদের ছবি
author img

By

Published : Mar 16, 2023, 6:06 PM IST

মুম্বই, 16 মার্চ: অভিনেতা চাঙ্কি পাণ্ডের ভাইঝি অলন্যা পাণ্ডে এবং আইভর ম্যাকক্যারির বিয়ে নিয়ে এখন চর্চা তুঙ্গে নেটপাড়ায় ৷ বিয়েতে মেতে রয়েছেন চাঙ্কি-কন্যা অনন্যা পাণ্ডেও ৷ সম্প্রতি মুম্বইতে সম্পন্ন হয়েছে প্রাক-বিবাহ পর্বের মেহেন্দি অনুষ্ঠান ৷ সেখানে অনন্যাকে দেখা গিয়েছিল প্যাস্টেল রঙের লেহেঙ্গায় ৷ এবার হলদি অনুষ্ঠানের ছবি এবং ভিডিয়ো শেয়ার করলেন অনন্য়া ৷ ভিডিয়োতে দেখা গেল গায়ে হলুদের এই অনুষ্ঠানে ঠোঁটে ঠোঁট রাখলেন হবু দম্পতি (Alanna Panday Ivor McCary Haldi ceremony Pics) ৷ ওড়ানো হল সাদা পালক ৷

গায়ে হলুদের এই বিশেষ অনুষ্ঠানে অনন্যা নিজেকে সাজিয়েছিলেন ঝলমলে লেহেঙ্গায় ৷ অন্য়দিকে লেহেঙ্গায় দেখা গেল অলন্য়াকে ৷ চাঙ্কির ভাই চিক্কি পাণ্ডের কন্যা অলন্যা পেশায় একজন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং মডেল ৷ 2021 সালেই আইভর তাঁকে বিবাহের প্রস্তাব দেন ৷ সম্পন্ন হয় বাগদানের অনুষ্ঠানও ৷ আর এবার সামাজিক রীতি মেনে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দু'জনে ৷

অনন্যা পাণ্ডে, সুহানা খান, গৌরী খান, আনুশা দান্ডেকর, পলক তিওয়ারি, আলভিরা খান, অতুল অগ্নিহোত্রী, শিবানী দান্ডেকর, মাহিপ কাপুর, কিম শর্মা, দিয়া মির্জার আরও সেলিব্রিটিই উপস্থিত ছিলেন এই প্রি-ওয়েডিং সেরিমনিতে ৷ আর অনন্য়া নিজেই গত কয়েকদিন ধরে এই অনুষ্ঠানের বিভিন্ন ঝলক সোশাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন ৷

Alanna Ivor Haldi Pics
অনন্যার শেয়ার করা অলন্যার গায়ে হলুদের ভিডিয়ো এখন ভাইরাল সোশালে

আরও পড়ুন: "মেঘলার মতো মেয়েদের আমি চিনি", বললেন অর্ণব মিদ্যার গল্পের নায়িকা মিথিলা

অন্যদিকে, অভিনয়ের নিয়ে বলতে গেলে সম্প্রতি অনন্যা জোয়া আখতারের নতুন প্রজেক্ট 'খো গ্যায়ে হাম কাহাঁ'-র শ্যুটিং শেষ করেছেন ৷ ছবিতে তাঁকে দেখা যাবে আদর্শ গৌরব এবং সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ৷ অন্যাদিকে আবার বিক্রমাদিত্য মোটওয়ানির পরিচালিত আসন্ন থ্রিলারের কাজও শেষ করেছেন তিনি ৷ এছাড়াও তাঁর আসন্ন ছবির তালিকা বেশ লম্বা ৷ আগামীতে পর্দায় তাঁকে জুটি বাঁধতে দেখা যাবে আয়ুষ্মান খুরানার সঙ্গে ৷ ছবির নাম 'ড্রিম গার্ল 2' ৷ কয়েকদিন আগেই হোলি উপলক্ষে এই ছবি থেকে তাঁর লুক শেয়ার করেছিলেন তিনি ৷

মুম্বই, 16 মার্চ: অভিনেতা চাঙ্কি পাণ্ডের ভাইঝি অলন্যা পাণ্ডে এবং আইভর ম্যাকক্যারির বিয়ে নিয়ে এখন চর্চা তুঙ্গে নেটপাড়ায় ৷ বিয়েতে মেতে রয়েছেন চাঙ্কি-কন্যা অনন্যা পাণ্ডেও ৷ সম্প্রতি মুম্বইতে সম্পন্ন হয়েছে প্রাক-বিবাহ পর্বের মেহেন্দি অনুষ্ঠান ৷ সেখানে অনন্যাকে দেখা গিয়েছিল প্যাস্টেল রঙের লেহেঙ্গায় ৷ এবার হলদি অনুষ্ঠানের ছবি এবং ভিডিয়ো শেয়ার করলেন অনন্য়া ৷ ভিডিয়োতে দেখা গেল গায়ে হলুদের এই অনুষ্ঠানে ঠোঁটে ঠোঁট রাখলেন হবু দম্পতি (Alanna Panday Ivor McCary Haldi ceremony Pics) ৷ ওড়ানো হল সাদা পালক ৷

গায়ে হলুদের এই বিশেষ অনুষ্ঠানে অনন্যা নিজেকে সাজিয়েছিলেন ঝলমলে লেহেঙ্গায় ৷ অন্য়দিকে লেহেঙ্গায় দেখা গেল অলন্য়াকে ৷ চাঙ্কির ভাই চিক্কি পাণ্ডের কন্যা অলন্যা পেশায় একজন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং মডেল ৷ 2021 সালেই আইভর তাঁকে বিবাহের প্রস্তাব দেন ৷ সম্পন্ন হয় বাগদানের অনুষ্ঠানও ৷ আর এবার সামাজিক রীতি মেনে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দু'জনে ৷

অনন্যা পাণ্ডে, সুহানা খান, গৌরী খান, আনুশা দান্ডেকর, পলক তিওয়ারি, আলভিরা খান, অতুল অগ্নিহোত্রী, শিবানী দান্ডেকর, মাহিপ কাপুর, কিম শর্মা, দিয়া মির্জার আরও সেলিব্রিটিই উপস্থিত ছিলেন এই প্রি-ওয়েডিং সেরিমনিতে ৷ আর অনন্য়া নিজেই গত কয়েকদিন ধরে এই অনুষ্ঠানের বিভিন্ন ঝলক সোশাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন ৷

Alanna Ivor Haldi Pics
অনন্যার শেয়ার করা অলন্যার গায়ে হলুদের ভিডিয়ো এখন ভাইরাল সোশালে

আরও পড়ুন: "মেঘলার মতো মেয়েদের আমি চিনি", বললেন অর্ণব মিদ্যার গল্পের নায়িকা মিথিলা

অন্যদিকে, অভিনয়ের নিয়ে বলতে গেলে সম্প্রতি অনন্যা জোয়া আখতারের নতুন প্রজেক্ট 'খো গ্যায়ে হাম কাহাঁ'-র শ্যুটিং শেষ করেছেন ৷ ছবিতে তাঁকে দেখা যাবে আদর্শ গৌরব এবং সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ৷ অন্যাদিকে আবার বিক্রমাদিত্য মোটওয়ানির পরিচালিত আসন্ন থ্রিলারের কাজও শেষ করেছেন তিনি ৷ এছাড়াও তাঁর আসন্ন ছবির তালিকা বেশ লম্বা ৷ আগামীতে পর্দায় তাঁকে জুটি বাঁধতে দেখা যাবে আয়ুষ্মান খুরানার সঙ্গে ৷ ছবির নাম 'ড্রিম গার্ল 2' ৷ কয়েকদিন আগেই হোলি উপলক্ষে এই ছবি থেকে তাঁর লুক শেয়ার করেছিলেন তিনি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.