ETV Bharat / entertainment

Amitabh Bachchan: দোলের শুভেচ্ছা জানিয়ে অনুরাগীদের শারীরিক অবস্থার খবর দিলেন 'বিগ-বি' - Senior Bachchan wishes fans happy holi

ফ্যানেদের দোলের শুভেচ্ছা জানালেন অমিতাভ ৷ একইসঙ্গে জানালেন তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতির কথাও (Amitabh Bachchan health update ) ৷

Amitabh Bachchan
দোলের শুভেচ্ছা জানালেন বিগ বি
author img

By

Published : Mar 7, 2023, 3:25 PM IST

হায়দরাবাদ, 7 মার্চ: প্রিয় অনুরাগীদের হোলির শুভেচ্ছা জানালেন বলিউডের শেহেনশাহ অমিতাভ বচ্চন ৷ তাঁর টুইটার হ্যান্ডেল থেকেই অনুরাগীদের উদ্দেশ্য়ে এই পোস্ট করেন তিনি ৷ যে কোনও উৎসবেই ফ্যানেদের শুভেচছা জানাতে ভোলেন না বিগ বি ৷ কিন্তু তাঁর এবারের শুভেচ্ছা বার্তার গুরুত্ব তাঁর ফ্য়ানেদের জন্য় অনেক বেশি ৷ কারণ সম্প্রতি একটি শ্যুটিংয়ে চোট পান অভিনেতা ৷ আপাতত চিকিৎসকের পরামর্শে ঘরেই বিশ্রামে রয়েছেন তিনি (Amitabh Bachchan health update)৷

তাঁর শরীর নিয়ে তাই স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ফ্য়ানেরা ৷ আর ফ্যানেদের এই ভালোবাসা পেয়ে কৃতজ্ঞ বিগ-বি ও ৷ তিনি নিজেই জানান সেকথা ৷ তিনি ব্লগে লেখেন 'প্রথমেই যাঁরা আমার চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁদের প্রার্থণা এবং ভালোবাসার জন্য় তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই ৷' তাঁর এই ব্লগের মাধ্য়মে তিনি এও জানান তিনি ধীরে ধীরে উন্নতি করছেন ৷ তবে পুরোপুরি সেরে উঠতে তাঁর বেশ কিছুটা সময় লাগবে বলেও জানান অভিনেতা ৷

  • T 4578 - होली की अनेक अनेक शुभकामनाएँ ❤️

    — Amitabh Bachchan (@SrBachchan) March 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি এও জানিয়ে দেন, তিনি সমস্ত শ্য়ুটিংয়ের কাজ বন্ধ করে দিয়েছেন ৷ ডাক্তারের সবুজ সংকেত পাওয়ার পরেই তিনি আবার কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা ৷ একইসঙ্গে ইনস্টাগ্রামেও তিনি হোলির জন্য় একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেখানে তিনি ব্যবহার করেছেন যামিনী রায়ের আঁকা ছবি ৷ তিনি লিখেছেন, 'হোলির শুভেচ্ছা ৷ যামিনী রায়ের একটি ছবি জীবন্ত হয়ে উঠেছে হোলির উদযাপনের জন্য় ৷'

প্রসঙ্গত, সম্প্রতি হায়দরাবাদে তাঁর আসন্ন ছবি 'প্রজেক্ট কে'-র একটি অ্য়াকশন সিকোয়েন্সের শ্যুটিং চলাকালীন গুরুতর চোট পান অভিনেতা (Big B injured on set) ৷ তাঁর পাঁজরের কার্টিলেজ ভেঙে যায় এবং একইসঙ্গে আঘাত লেগেছে ডান পাঁজরেও ৷ সেখানেও পেশি ছিঁড়ে গিয়েছে বলে জানিয়েছিলেন অভিনেতা ৷ হায়দরাবাদের এআইজি হাসপাতালে তাঁর সিটি স্ক্যান করা হয় বলেও খবর ৷ এরপর অবশ্য় মুম্বইয়ের বাসভবনে ফিরে যান অভিনেতা ৷ আপাতত বন্ধ ছবির শ্য়ুটিং ৷

Amitabh Bachchan
শারীরিক পরিস্থিতির খবর দিলেন বিগ বি

আরও পড়ুন: বিয়ের পর প্রথম হোলিতে ফ্যানেদের শুভেচ্ছা জানালেন সিড কিয়ারা

হায়দরাবাদ, 7 মার্চ: প্রিয় অনুরাগীদের হোলির শুভেচ্ছা জানালেন বলিউডের শেহেনশাহ অমিতাভ বচ্চন ৷ তাঁর টুইটার হ্যান্ডেল থেকেই অনুরাগীদের উদ্দেশ্য়ে এই পোস্ট করেন তিনি ৷ যে কোনও উৎসবেই ফ্যানেদের শুভেচছা জানাতে ভোলেন না বিগ বি ৷ কিন্তু তাঁর এবারের শুভেচ্ছা বার্তার গুরুত্ব তাঁর ফ্য়ানেদের জন্য় অনেক বেশি ৷ কারণ সম্প্রতি একটি শ্যুটিংয়ে চোট পান অভিনেতা ৷ আপাতত চিকিৎসকের পরামর্শে ঘরেই বিশ্রামে রয়েছেন তিনি (Amitabh Bachchan health update)৷

তাঁর শরীর নিয়ে তাই স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ফ্য়ানেরা ৷ আর ফ্যানেদের এই ভালোবাসা পেয়ে কৃতজ্ঞ বিগ-বি ও ৷ তিনি নিজেই জানান সেকথা ৷ তিনি ব্লগে লেখেন 'প্রথমেই যাঁরা আমার চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁদের প্রার্থণা এবং ভালোবাসার জন্য় তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই ৷' তাঁর এই ব্লগের মাধ্য়মে তিনি এও জানান তিনি ধীরে ধীরে উন্নতি করছেন ৷ তবে পুরোপুরি সেরে উঠতে তাঁর বেশ কিছুটা সময় লাগবে বলেও জানান অভিনেতা ৷

  • T 4578 - होली की अनेक अनेक शुभकामनाएँ ❤️

    — Amitabh Bachchan (@SrBachchan) March 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি এও জানিয়ে দেন, তিনি সমস্ত শ্য়ুটিংয়ের কাজ বন্ধ করে দিয়েছেন ৷ ডাক্তারের সবুজ সংকেত পাওয়ার পরেই তিনি আবার কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা ৷ একইসঙ্গে ইনস্টাগ্রামেও তিনি হোলির জন্য় একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেখানে তিনি ব্যবহার করেছেন যামিনী রায়ের আঁকা ছবি ৷ তিনি লিখেছেন, 'হোলির শুভেচ্ছা ৷ যামিনী রায়ের একটি ছবি জীবন্ত হয়ে উঠেছে হোলির উদযাপনের জন্য় ৷'

প্রসঙ্গত, সম্প্রতি হায়দরাবাদে তাঁর আসন্ন ছবি 'প্রজেক্ট কে'-র একটি অ্য়াকশন সিকোয়েন্সের শ্যুটিং চলাকালীন গুরুতর চোট পান অভিনেতা (Big B injured on set) ৷ তাঁর পাঁজরের কার্টিলেজ ভেঙে যায় এবং একইসঙ্গে আঘাত লেগেছে ডান পাঁজরেও ৷ সেখানেও পেশি ছিঁড়ে গিয়েছে বলে জানিয়েছিলেন অভিনেতা ৷ হায়দরাবাদের এআইজি হাসপাতালে তাঁর সিটি স্ক্যান করা হয় বলেও খবর ৷ এরপর অবশ্য় মুম্বইয়ের বাসভবনে ফিরে যান অভিনেতা ৷ আপাতত বন্ধ ছবির শ্য়ুটিং ৷

Amitabh Bachchan
শারীরিক পরিস্থিতির খবর দিলেন বিগ বি

আরও পড়ুন: বিয়ের পর প্রথম হোলিতে ফ্যানেদের শুভেচ্ছা জানালেন সিড কিয়ারা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.