ETV Bharat / entertainment

Narendra Modi Biopic: বিবেকের পর এবার বিগ বি, আবারও বড়পর্দায় প্রধানমন্ত্রী মোদির গল্প? - Prerna Arora film

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাহিনি আরও একবার উঠে আসতে চলেছে বড় পর্দায় ৷ এবার কি মোদির চরিত্রে দেখা যাবে বিগ বিকে?

Narendra Modi Biopic
আবার পর্দায় মোদির বায়োপিক
author img

By

Published : Jul 21, 2023, 9:53 PM IST

হায়দরাবাদ, 21 জুলাই: এর আগেও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন কাহিনি উঠে এসেছে বড়পর্দায় ৷ 2019 সালে মুক্তি পেয়েছিল সেই ছবি ৷ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বিবেক ওবেরয় ৷ এবার আরও একবার প্রধানমন্ত্রীর জীবনের আসতে চলেছে বড়পর্দায় ৷ শোনা যাচ্ছে এইবার নির্মাতারা পর্দার মোদি হিসাবে বেছে নিতে চলেছেন অমিতাভ বচ্চনকে ৷ ছবির পরিচালনার দায়িত্ব থাকছেন প্রেরণা অরোরা ৷

এর আগে 'টয়লেট: এক প্রেম কথা', 'প্যাড ম্যান', 'কেদারনাথ' এবং 'পরী'-র মতো ছবি পরিচালনা করেছেন প্রেরণা অরোরা ৷ সম্প্রতি একটি ওয়েবলয়েডকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, যেহেতু ভারতীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে দেশের সবচেয়ে বলিষ্ঠ, সুন্দর এবং বর্ণময় মানুষ তাই তাঁকে নিয়েই ছবি তৈরি করতে চান তিনি ৷ এই সাক্ষাৎকারেই বিগ বি'র নামও তুলে এনেছেন তিনি ৷ তিনি বলেন, "একমাত্র অভিনেতা যিনি এই চরিত্রে অভিনয় করতে পারেন তিনি হলেন অমিতাভ বচ্চন ৷" জানা গিয়েছে তাঁর সঙ্গে কথাও বলছেন নির্মাতারা ৷

তাঁকে জিজ্ঞাসা হয়েছিল তিনি কি মোদি অনুুরাগী? পালটা প্রশ্নে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন পরিচালক ৷ তিনি বলেন, "কে ওর ফ্যান নয় বলুন তো?" প্রেরণা জানিয়েছেন মোদিজির কাজের নানা দিকের কথা তুলে ধরবে এই ছবি ৷ ছবিতে যেমন দেখানো হবে তাঁর বিদেশ নীতির কথা, তেমনই ছবিতে ফুটে উঠবে কোভিডের সময় তিনি যেভাবে গোটা বিশ্বকে ভ্যাকসিন পাঠিয়েছিলেন সেই কাহিনিও ৷

আরও পড়ুন: রাস্তায় নগ্ন 'মণিপুরের মা' প্রতিবাদে সরব প্রিয়াঙ্কা আলিয়ারাও

বিবেক ওবেরয় অভিনীত প্রধানমন্ত্রীর যে বায়োপিকটি 2019 সালে মুক্তি পেয়েছিল তা নিয়ে এদিন মুখ খুলেছেন প্রেরণা ৷ তিনি জানিয়েছেন, বিবেক ওবেরয় অভিনীত এই ছবিটি তিনি দেখেননি ৷ তবে তিনি একেবারে নতুন আঙ্গিকে তাঁর ছবিটি বানাতে চান ৷ আর তাঁর ধারণা তিনি মোদিজির মাহাত্ম্যকে সকলের সামনে তুলে ধরতে পারবেন ৷

হায়দরাবাদ, 21 জুলাই: এর আগেও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন কাহিনি উঠে এসেছে বড়পর্দায় ৷ 2019 সালে মুক্তি পেয়েছিল সেই ছবি ৷ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বিবেক ওবেরয় ৷ এবার আরও একবার প্রধানমন্ত্রীর জীবনের আসতে চলেছে বড়পর্দায় ৷ শোনা যাচ্ছে এইবার নির্মাতারা পর্দার মোদি হিসাবে বেছে নিতে চলেছেন অমিতাভ বচ্চনকে ৷ ছবির পরিচালনার দায়িত্ব থাকছেন প্রেরণা অরোরা ৷

এর আগে 'টয়লেট: এক প্রেম কথা', 'প্যাড ম্যান', 'কেদারনাথ' এবং 'পরী'-র মতো ছবি পরিচালনা করেছেন প্রেরণা অরোরা ৷ সম্প্রতি একটি ওয়েবলয়েডকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, যেহেতু ভারতীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে দেশের সবচেয়ে বলিষ্ঠ, সুন্দর এবং বর্ণময় মানুষ তাই তাঁকে নিয়েই ছবি তৈরি করতে চান তিনি ৷ এই সাক্ষাৎকারেই বিগ বি'র নামও তুলে এনেছেন তিনি ৷ তিনি বলেন, "একমাত্র অভিনেতা যিনি এই চরিত্রে অভিনয় করতে পারেন তিনি হলেন অমিতাভ বচ্চন ৷" জানা গিয়েছে তাঁর সঙ্গে কথাও বলছেন নির্মাতারা ৷

তাঁকে জিজ্ঞাসা হয়েছিল তিনি কি মোদি অনুুরাগী? পালটা প্রশ্নে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন পরিচালক ৷ তিনি বলেন, "কে ওর ফ্যান নয় বলুন তো?" প্রেরণা জানিয়েছেন মোদিজির কাজের নানা দিকের কথা তুলে ধরবে এই ছবি ৷ ছবিতে যেমন দেখানো হবে তাঁর বিদেশ নীতির কথা, তেমনই ছবিতে ফুটে উঠবে কোভিডের সময় তিনি যেভাবে গোটা বিশ্বকে ভ্যাকসিন পাঠিয়েছিলেন সেই কাহিনিও ৷

আরও পড়ুন: রাস্তায় নগ্ন 'মণিপুরের মা' প্রতিবাদে সরব প্রিয়াঙ্কা আলিয়ারাও

বিবেক ওবেরয় অভিনীত প্রধানমন্ত্রীর যে বায়োপিকটি 2019 সালে মুক্তি পেয়েছিল তা নিয়ে এদিন মুখ খুলেছেন প্রেরণা ৷ তিনি জানিয়েছেন, বিবেক ওবেরয় অভিনীত এই ছবিটি তিনি দেখেননি ৷ তবে তিনি একেবারে নতুন আঙ্গিকে তাঁর ছবিটি বানাতে চান ৷ আর তাঁর ধারণা তিনি মোদিজির মাহাত্ম্যকে সকলের সামনে তুলে ধরতে পারবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.