হায়দরাবাদ, 5 এপ্রিল: চোট সারিয়ে ফের সেটে কামব্যাক করলেন বিগ বি ৷ কয়েকদিন আগেই হায়দরাবাদে 'প্রজেক্ট কে' ছবির শ্য়ুটিং চলাকালীন চোট পান ৷ অমিতাভ বচ্চনের পাঁজর-সহ বেশি কিছু পেশী ক্ষতিগ্রস্থ হয় ৷ তিনি নিজেই ফ্যানেদের জানিয়েছিলেন সেরে উঠতে সময় লাগবে তবে তিনি সুস্থতার পথে ৷ আর বুধবার তিনি ছবি শেয়ার করলেন শ্যুটিংয়ের ফাঁকে ৷ তাঁর সুস্থতার খবরে স্বাভাবিকভাবেই বেশ খুশি ফ্যানেরা ৷
বুধবার তাঁর ব্লগে বিগ বি বেশকিছু শ্য়ুটিংয়ের ছবি পোস্ট করেছেন ৷ আর তাঁর ফ্য়ানেদের আশ্বস্ত করে 80 বছর বয়সি এই অভিনেতা লিখেছেন, "আমি আবার কাজে ফিরছি..." সঙ্গে তিনি আরও যোগ করেছেন,"একটু খোঁড়ানো ভাব অবশ্য আছে বটে...কিন্তু কাজ এগিয়ে চলেছে ৷" সেটের বিভিন্ন মুহূর্তের ছবি এদিন সকলের জন্য় শেয়ার করেছেন তিনি ৷
তাঁর চোট এবং বয়সের কথা মাথায় রেখেই তাঁকে বেশকিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা ৷ সেই পরামর্শ মেনে নিজেকে কাজের দুনিয়া থেকে একেবারে দূরে সরিয়ে রেখেছিলেন বিগ বি ৷ শ্যুটিংয়ের কাজ ছিল সম্পূর্ণ বন্ধ ৷ এবার আরও একবার স্ব-মহিমায় ফিরলেন এই সুপারস্টার ৷ এদিন সকলকে ভালোবাসা জানিয়ে তাঁর ব্লগ শেষ করেছেন বিগ বি ৷ শ্যুটিংয়ের বিভিন্ন মুহূর্তের অভিজ্ঞতার কথাও তিনি তুলে ধরেছেন এই লেখায় ৷
অমিতাভ শেষ বড় পর্দায় দেখা গিয়েছে 'উঁচাই' ছবিতে ৷ এই ছবিতেও তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল সমালোচকদের ৷ আর আগামীতে তাঁর হাতে রয়েছে নাগ অশ্বিনের সাই ফাই ছবি 'প্রজেক্ট কে' ৷ ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করবেন 'বাহুবলী' স্টার প্রভাসের সঙ্গে ৷ এছাড়া এই ছবিতে রয়েছেন দীপিকা পাডুকোনও ৷ 'পিকু' ছবির বিপুল সাফল্যের পর এই ছবিতে আরও একবার স্ক্রিনশেয়ার করতে চলেছেন বিগ বি এবং দীপিকা ৷ শেষমেশ ছবিটি কেমন হয় তা জানতে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
আরও পড়ুন: জন্মদিনে সামনে এল রশ্মিকার 'পুষ্পা: দ্য় রুল' ছবির লুক