ETV Bharat / entertainment

Big B shares New image: নকল ছবি দেখে মুগ্ধ বিগ বি, গুণগান করলেন সোশাল মিডিয়ায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 6:32 PM IST

সোশাল মিডিয়ায় বরাবরই তৎপর বিগ বি অমিতাভ বচ্চন ৷ এবার নিজের অন্যরকম ছবি দিয়ে অনুরাগীদের নজর কাড়লেন শাহেনশাহ ৷ মুগ্ধ নেটপাড়া ৷

Etv Bharat
বিগ বি অমিতাভ বচ্চন

হায়দরাবাদ, 31 অক্টোবর: প্রযুক্তি যেখানে এত এগিয়েছে সেখানে সময়ের সঙ্গে তালে তাল মেলাতে প্রস্তুত বিগ বি অমিতাভ বচ্চনও ৷ এআই-এর দুনিয়ায় এবার নিজেকে মেলে ধরলেন শাহেনশাহ ৷ মঙ্গলবার সোশাল মিডিয়ায় নিজের এইআই ছবি দিয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন অমিতাভ বচ্চন ৷

ইন্সটাগ্রামে তিনি একটি ছবি শেয়ার করেছেন, ক্যাপশনে লিখেছেন, "এআই জিন্দাবাদ ৷" তাঁর এই পোস্ট সামনে আসার পরেই অনুরাগীরা ছবির প্রশংসা করেছেন ৷ পাশাপাশি জানিয়েছেন, তাঁকে রিয়েলে বেশি সুন্দর দেখতে ৷ এক অনুরাগী লিখেছেন, "আমেজিং, ভেরি কুল পোস্ট ৷" কেউ লিখেছেন, " এটা অনেকটা পেইন্টিং-এর মতো লাগছে ৷" আর এক অনুরাগী লিখেছেন, "আপনি এর থেকে অনেক সুন্দর দেখতে ৷"

অন্যদিকে, ভারতীয় সিনেমার দুই মেগাস্টার 33 বছর পর একসঙ্গে কাজ করেছেন ৷ রজনীকান্ত ও অমিতাভ বচ্চনকে দেখা যাবে থালাইভার 170 ছবিতে ৷ মুম্বইয়ের শুটিং শিডিউল ইতিমধ্যেই শেষ করেছেন দুই তারকা ৷ লাইকা প্রযোজনা সংস্থার তরফ থেকে এক্স (টুইটার)-এ একটি ছবি শেয়ার করে জানানো হয়েছে শুটিং শেষের কথা ৷ ক্যাপশনে লেখা হয়, "33 বছর পর যখন সুপারস্টার ও শেহেনশাহর সেটে দেখা হয় একসঙ্গে ৷ থালাই 170-এ রিইউনিয়ন ৷ দর্শকদের জন্য বিনোদনের ডবল ডোজ হতে চলেছে এই ছবি ৷ শেষ হয়েছে মুম্বই শিডিউল ৷"

ছবিতে দেখা গিয়েছে, অমিতাভ বচ্চন হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় একটি চেয়ারে বসে রয়েছেন ৷ অন্যদিকে মেগাস্টার রজনীকান্ত পাশে দাঁড়িয়ে সেই মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছেন ৷ টিজে জ্ঞানভেল পরিচালিত এই ছবি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে ৷ ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋতিকা সিং,মঞ্জু ওয়ারিয়র, তুষারা বিজায়ন, রানা দাগ্গুবতি, ফাওহাদ ফাসিল-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: 'সাত বছরের প্রেম শেষ হয়েছিল একদিনে', সুশান্তের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুললেন অঙ্কিতা

জানা গিয়েছে, রজনীকান্তকে একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে ৷ এর আগে জেলর ছবিতেও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে রজনীকান্তকে ৷ ছবির সুপার সাকসেসের পর পরবর্তী ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন অভিনেতা ৷ এছাড়া রজনীকান্তের হাতে রয়েছে 'কালকি 2898এডি' ও 'সেকশন 84' ৷ অন্যদিকে অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছে, 'গণপথ: আ হিরো ইজ বর্ন' ছবিতে ৷

হায়দরাবাদ, 31 অক্টোবর: প্রযুক্তি যেখানে এত এগিয়েছে সেখানে সময়ের সঙ্গে তালে তাল মেলাতে প্রস্তুত বিগ বি অমিতাভ বচ্চনও ৷ এআই-এর দুনিয়ায় এবার নিজেকে মেলে ধরলেন শাহেনশাহ ৷ মঙ্গলবার সোশাল মিডিয়ায় নিজের এইআই ছবি দিয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন অমিতাভ বচ্চন ৷

ইন্সটাগ্রামে তিনি একটি ছবি শেয়ার করেছেন, ক্যাপশনে লিখেছেন, "এআই জিন্দাবাদ ৷" তাঁর এই পোস্ট সামনে আসার পরেই অনুরাগীরা ছবির প্রশংসা করেছেন ৷ পাশাপাশি জানিয়েছেন, তাঁকে রিয়েলে বেশি সুন্দর দেখতে ৷ এক অনুরাগী লিখেছেন, "আমেজিং, ভেরি কুল পোস্ট ৷" কেউ লিখেছেন, " এটা অনেকটা পেইন্টিং-এর মতো লাগছে ৷" আর এক অনুরাগী লিখেছেন, "আপনি এর থেকে অনেক সুন্দর দেখতে ৷"

অন্যদিকে, ভারতীয় সিনেমার দুই মেগাস্টার 33 বছর পর একসঙ্গে কাজ করেছেন ৷ রজনীকান্ত ও অমিতাভ বচ্চনকে দেখা যাবে থালাইভার 170 ছবিতে ৷ মুম্বইয়ের শুটিং শিডিউল ইতিমধ্যেই শেষ করেছেন দুই তারকা ৷ লাইকা প্রযোজনা সংস্থার তরফ থেকে এক্স (টুইটার)-এ একটি ছবি শেয়ার করে জানানো হয়েছে শুটিং শেষের কথা ৷ ক্যাপশনে লেখা হয়, "33 বছর পর যখন সুপারস্টার ও শেহেনশাহর সেটে দেখা হয় একসঙ্গে ৷ থালাই 170-এ রিইউনিয়ন ৷ দর্শকদের জন্য বিনোদনের ডবল ডোজ হতে চলেছে এই ছবি ৷ শেষ হয়েছে মুম্বই শিডিউল ৷"

ছবিতে দেখা গিয়েছে, অমিতাভ বচ্চন হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় একটি চেয়ারে বসে রয়েছেন ৷ অন্যদিকে মেগাস্টার রজনীকান্ত পাশে দাঁড়িয়ে সেই মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছেন ৷ টিজে জ্ঞানভেল পরিচালিত এই ছবি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে ৷ ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋতিকা সিং,মঞ্জু ওয়ারিয়র, তুষারা বিজায়ন, রানা দাগ্গুবতি, ফাওহাদ ফাসিল-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: 'সাত বছরের প্রেম শেষ হয়েছিল একদিনে', সুশান্তের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুললেন অঙ্কিতা

জানা গিয়েছে, রজনীকান্তকে একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে ৷ এর আগে জেলর ছবিতেও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে রজনীকান্তকে ৷ ছবির সুপার সাকসেসের পর পরবর্তী ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন অভিনেতা ৷ এছাড়া রজনীকান্তের হাতে রয়েছে 'কালকি 2898এডি' ও 'সেকশন 84' ৷ অন্যদিকে অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছে, 'গণপথ: আ হিরো ইজ বর্ন' ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.