মুম্বই, 15 জানুয়ারি: বছর শুরুতে বড় বিপদ থেকে রক্ষা পেলেন শাহেনশা ৷ সম্প্রতি হাতে অস্ত্রোপচার হয়েছে তাঁর ৷ এতদিন এই বিষয়ে সোশাল মিডিয়ায় কোনও কিছু শেয়ার না-করলেও এবার ব্যক্তিগত ব্লগে অস্ত্রোপচারের কথা জানিয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চন ৷ তবে তার থেকে বেশি আর কিছু জানাননি তিনি ৷
সোশাল মিডিয়ায় বিগ বি ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের বিজ্ঞাপনের শুটিংয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন ৷ সেই শুটিংয়ে ছিলেন অক্ষয় কুমার ও দক্ষিণী তারকা সূর্য ৷ বলিউডের খিলাড়ি মালিক শ্রীনগর টিমের, অন্যদিকে জয় ভীম খ্যাত তারকা সূর্য মালিক চেন্নাই টিমের ৷ পাশাপাশি বিগ বি মুম্বই টিমের মালিক ৷ এই টুর্নামেন্ট মুম্বইতে শুরু হবে 2 মার্চ থেকে ৷ চলবে 9 মার্চ পর্যন্ত ৷
সেই খেলার বিজ্ঞাপনের বেশ কিছু ছবি শেয়ার করেন শাহেনশা ৷ সেখানে 81 বছর বয়সি অভিনেতার হাতে জড়ানো রিস্ট ব্রেস দেখা যায় ৷ তিনি লেখেন, "আইএসপিএল শুরু হতে চলেছে ৷ বিজ্ঞাপনী প্রচারও শুরু হয়ে গিয়েছে ৷ যার ফল খুব শীঘ্রই পাওয়া যাবে ৷ প্রতিটি দলের মালিক ও সদস্যরা তৈরি ৷ তাঁদেরই একটা মিলিত ছবি ধরা পড়েছে ফ্রেমে ৷"
তিনি আরও লেখেন, "একদিকে ছবি তোলা অন্যদিকে একে অপরের সঙ্গে দেখা হওয়া, দুটোই হয়েছে একসঙ্গে ৷ সন্ধের মধ্যে আমার বন্ধু ও সহকর্মীদের সঙ্গে পুরো কাজ সম্পন্ন হয়েছে ৷ অক্ষয়ও একটা দলের মালিক ৷ তাঁকে বিস্তারিত জানাচ্ছিলাম, আমার হাতের অস্ত্রোপচারের বিষয়ে ৷" তবে এর থেকে বেশি কিছু জানাননি বিগ বি ৷
আইএসপিএল মূলত ভারতের প্রথম টেনিস বল টি10 ক্রিকেট টুর্নামেন্ট, যা মুম্বইয়ের স্টেডিয়ামে হবে ৷ উল্লেখ্য, মেগাস্টার অমিতাভ বচ্চন গত বছর মে মাসে 'প্রজেক্ট কে' শুটিং সেটে দুর্ঘটনার কবলে পড়েন ৷ তিনি পেশি ও পাঁজরে আঘাত পেয়েছিলেন ৷ বেশ কিছুদিন বিশ্রামের পর তিনি ফেরেন শুটিং ফ্লোরে ৷
ছবির দিকে নজর দিলে, অমিতাভ বচ্চন 32 বছর পর দক্ষিণী তারকা রজনীকান্তের সঙ্গে কাজ করতে চলেছেন ৷ থালাইভার 170তম ছবিতে দেখা যাবে বিগ বিকে ৷ খবর শেয়ার করা হয় সোশাল মিডিয়ায় ৷ ছবিটি পরিচালনা করছেন টিজে জ্ঞানভেল ৷ মুখ্য চরিত্রে দেখা যাবে ফাওহাদ ফাসিল ও রানা দাগ্গুবতীকে ৷ রজনীকান্ত ও অমিতাভ বচ্চনকে শেষবার দেখা গিয়েছিল 1991 সালে 'হাম' ছবিতে ৷ ছবিটি পরিচালনা করেছিলেন মুকুল আনন্দ ৷
আরও পড়ুন:
1. কিং খানের পর অ্যাটলির ছবিতে 'বাওয়াল' অভিনেতা, শীঘ্রই শুরু হবে শুটিং
2. আরও জমকালো রাম লালার প্রাণ প্রতিষ্ঠা! নৃত্য পরিবেশনে হেমা মালিনী
3. 'অন্নাপূর্ণী' বিতর্ক অব্যাহত, ছবির পক্ষে-বিপক্ষে লড়াই নেটিজেনদের