ETV Bharat / entertainment

Amitabh Resumes Work: চোট পুরোপুরি সারেনি, তবে কাজ শুরু করে দিয়েছেন অমিতাভ - অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন (Amitabh Resumes Work) সম্প্রতি হায়দরাবাদে তাঁর আসন্ন চলচ্চিত্র প্রজেক্ট কে-এর শুটিং-এ আহত হয়েছেন (Amitabh Bachchan injured)। বৃহস্পতিবার রাতে তিনি জানালেন, অবশেষে তিনি কাজ শুরু করেছেন ।

Amitabh Resumes Work
অমিতাভ বচ্চন
author img

By

Published : Mar 24, 2023, 7:52 PM IST

হায়দরাবাদ, 24 মার্চ: কেমন আছেন অমিতাভ বচ্চন (Amitabh Resumes Work)? প্রজেক্ট কে-এর সেটে দুর্ঘটনার কবলে পড়ে পাঁজরে গুরুতর আঘাত পেয়েছিলেন বলিউডের মেগাস্টার ৷ বৃহস্পতিবার রাতে তিনি নিজেই নিজের স্বাস্থ্যের আপডেট জানালেন । 80 বছর বয়সি অভিনেতা জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই আবার কাজ শুরু করেছেন ।

বিগ বি টাম্বলারে তাঁর ব্লগে জানিয়েছেন যে, ক্ষতিগ্রস্থ শরীরে নানা অসুবিধা সত্ত্বেও তা অবশ্যই তাঁর কাটিয়ে ওঠার ইচ্ছা এবং প্রচেষ্টা থাকতে হবে । তিনি তাঁর পরিবার এবং শুভানুধ্যায়ীদের তাঁদের ভালোবাসা এবং যত্নের জন্য ধন্যবাদ জানিয়েছেন ।

অভিনেতা আরও বলেন যে, তিনি এখনও তার পাঁজরের আঘাতের (Amitabh Bachchan injured) জন্য চিকিত্সা করাচ্ছেন ৷ তিনি যে এখনও পুরোপুরি সুস্থ হননি, তাও জানিয়েছেন বলিউডের শাহেনশা । তাঁর কথায়, "কাজের সময়সূচি তৈরি হয়ে গিয়েছে এবং চার্টগুলি আবারও পূর্ণ হতে শুরু করেছে...৷" কাজের চেয়ে ভালো বিনোদন আর কিছুতে নেই বলে মনে করেন বিগ বি ৷ তিনি রসিকতা করে লিখেছেন, "হ্যাঁ পাঁজর এবং পায়ের আঙুল বিদ্রোহের অবস্থায় রয়েছে...তবে বিদ্রোহের সঙ্গে সহাবস্থান করে তার সমাধান খুঁজে বের করতে হবে..আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে..আমদের না, আমাকে ৷"

আরও পড়ুন: কেমন আছেন ? জানালেন অমিতাভ, মিস করেছেন হোলি

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan gets hurt in Hyderabad) সম্প্রতি জানিয়েছিলেন যে, হায়দরাবাদে তাঁর আসন্ন ফিল্ম প্রজেক্ট কে-র শুটিং করার সময় তাঁর আঘাত লাগে ৷ উঁচাই অভিনেতা তাঁর ব্লগে বলেন যে, তিনি তার পাঁজরের তরুণাস্থি ভেঙে ফেলেছেন এবং তিনি বর্তমানে তাঁর মুম্বইয়ের বাসভবনে বিশ্রামে আছেন । ছবির একটি অ্যাকশন দৃশ্যের সময় তিনি চোট পান বলে জানান অভিনেতা । তাঁর ডান পাঁজরে একটি পেশি ছিঁড়ে গিয়েছিল ৷

নাগ অশ্বিন পরিচালিত প্রজেক্ট কে একটি দ্বিভাষিক চলচ্চিত্র যা একইসঙ্গে হিন্দি এবং তেলুগু ভাষায় অসংখ্য স্থানে শ্যুট করা হয়েছে । এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও প্রভাস । এছাড়াও রিভু দাশগুপ্তের আসন্ন কোর্টরুম ড্রামা সেকশন 84-এও অভিনয় করছেন অমিতাভ বচ্চন ৷

হায়দরাবাদ, 24 মার্চ: কেমন আছেন অমিতাভ বচ্চন (Amitabh Resumes Work)? প্রজেক্ট কে-এর সেটে দুর্ঘটনার কবলে পড়ে পাঁজরে গুরুতর আঘাত পেয়েছিলেন বলিউডের মেগাস্টার ৷ বৃহস্পতিবার রাতে তিনি নিজেই নিজের স্বাস্থ্যের আপডেট জানালেন । 80 বছর বয়সি অভিনেতা জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই আবার কাজ শুরু করেছেন ।

বিগ বি টাম্বলারে তাঁর ব্লগে জানিয়েছেন যে, ক্ষতিগ্রস্থ শরীরে নানা অসুবিধা সত্ত্বেও তা অবশ্যই তাঁর কাটিয়ে ওঠার ইচ্ছা এবং প্রচেষ্টা থাকতে হবে । তিনি তাঁর পরিবার এবং শুভানুধ্যায়ীদের তাঁদের ভালোবাসা এবং যত্নের জন্য ধন্যবাদ জানিয়েছেন ।

অভিনেতা আরও বলেন যে, তিনি এখনও তার পাঁজরের আঘাতের (Amitabh Bachchan injured) জন্য চিকিত্সা করাচ্ছেন ৷ তিনি যে এখনও পুরোপুরি সুস্থ হননি, তাও জানিয়েছেন বলিউডের শাহেনশা । তাঁর কথায়, "কাজের সময়সূচি তৈরি হয়ে গিয়েছে এবং চার্টগুলি আবারও পূর্ণ হতে শুরু করেছে...৷" কাজের চেয়ে ভালো বিনোদন আর কিছুতে নেই বলে মনে করেন বিগ বি ৷ তিনি রসিকতা করে লিখেছেন, "হ্যাঁ পাঁজর এবং পায়ের আঙুল বিদ্রোহের অবস্থায় রয়েছে...তবে বিদ্রোহের সঙ্গে সহাবস্থান করে তার সমাধান খুঁজে বের করতে হবে..আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে..আমদের না, আমাকে ৷"

আরও পড়ুন: কেমন আছেন ? জানালেন অমিতাভ, মিস করেছেন হোলি

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan gets hurt in Hyderabad) সম্প্রতি জানিয়েছিলেন যে, হায়দরাবাদে তাঁর আসন্ন ফিল্ম প্রজেক্ট কে-র শুটিং করার সময় তাঁর আঘাত লাগে ৷ উঁচাই অভিনেতা তাঁর ব্লগে বলেন যে, তিনি তার পাঁজরের তরুণাস্থি ভেঙে ফেলেছেন এবং তিনি বর্তমানে তাঁর মুম্বইয়ের বাসভবনে বিশ্রামে আছেন । ছবির একটি অ্যাকশন দৃশ্যের সময় তিনি চোট পান বলে জানান অভিনেতা । তাঁর ডান পাঁজরে একটি পেশি ছিঁড়ে গিয়েছিল ৷

নাগ অশ্বিন পরিচালিত প্রজেক্ট কে একটি দ্বিভাষিক চলচ্চিত্র যা একইসঙ্গে হিন্দি এবং তেলুগু ভাষায় অসংখ্য স্থানে শ্যুট করা হয়েছে । এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও প্রভাস । এছাড়াও রিভু দাশগুপ্তের আসন্ন কোর্টরুম ড্রামা সেকশন 84-এও অভিনয় করছেন অমিতাভ বচ্চন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.