ETV Bharat / entertainment

Amitabh on Twitter Blue Tick: ব্লু টিক পেতে কি এবার পায়ে পড়তে হবে ? রসিকতার সুরে টুইটারের প্রতি শ্লেষ অমিতাভের - অমিতাভ বচ্চনের টুইট

ব্লু টিক পেতে কি এ বার তাঁকে টুইটারের পায়ে পড়তে হবে ? রসিকতার সুরে টুইট করে এই প্রশ্নই ছুড়ে দিলেন অমিতাভ বচ্চন ৷ তিনি কী লিখেছেন, দেখে নিন ৷

Amitabh on Twitter Blue Tick ETV Bharat
অমিতাভ বচ্চন
author img

By

Published : Apr 21, 2023, 4:07 PM IST

Updated : Apr 21, 2023, 5:12 PM IST

মুম্বই, 21 এপ্রিল: রাজনীতিবিদ থেকে ফিল্মের তারকা - অনেকেই আচমকা খুইয়েছেন তাঁদের টুইটার অ্যাকাউন্টের নীল টিক ৷ এর জন্য টাকা দেওয়া সত্ত্বেও টুইটার কর্তৃপক্ষ এই ব্লু টিক সরিয়ে দিয়েছে বিভিন্ন অ্যাকাউন্টের থেকে ৷ সেই তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, রাহুল গান্ধি, বিরাট কোহলি, শাহরুখ খান, সলমন খান ও স্বয়ং অমিতাভ বচ্চনও ৷ এতেই ক্ষোভ প্রকাশ করে এ বার রসিকতার সুরে টুইট করলেন বলিউডের শাহেনশা ৷ টুইটারের কাছে তাঁর সরাসরি প্রশ্ন, ব্লু টিকের জন্য এ বার কি টুইটারের পায়ে পড়তে হবে তাঁকে ?

শুক্রবার যখন টুইটারের ব্লু টিক নিয়ে সোশ্যাল মিডিয়াজুড়ে সরব সেলিব্রিটিরা, তখন অমিতাভ বচ্চনও চুপ করে বসে থাকলেন না ৷ সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম সক্রিয় 80 বছরের অভিনেতা রসিকতার সুরে হিন্দিতে একটি টুইট করেছেন ৷ তিনি যা লিখেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "হে টুইটার ভাই, শুনছো ? এখন তো আমি পয়সাও দিয়ে দিয়েছে...আমার নামের আগে যে নীল কমল থাকে না ? ওটা তো আবার দিয়ে দাও...যাতে লোক বুঝতে পারে যে আমি অমিতাভ বচ্চন...আমি তো হাতজোড় করেছি ৷ এ বার কি পায়ে পড়তে হবে ?"

  • T 4623 - ए twitter भइया ! सुन रहे हैं ? अब तो पैसा भी भर दिये हैं हम ... तो उ जो नील कमल ✔️ होत है ना, हमार नाम के आगे, उ तो वापस लगाय दें भैया , ताकि लोग जान जायें की हम ही हैं - Amitabh Bachchan .. हाथ तो जोड़ लिये रहे हम । अब का, गोड़वा 👣जोड़े पड़ी का ??

    — Amitabh Bachchan (@SrBachchan) April 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভক্ত এবং ইন্টারনেট ব্যবহারকারীরা অমিতাভ বচ্চনের এই টুইটে বেশ মজা পেয়েছেন ৷ তাঁরাও বিগ বি-র পথ ধরে কটাক্ষ করতে ছাড়েননি টুইটার কর্তা ইলন মাস্ককে ৷ একজন ব্যবহারকারী লিখেছেন, “এই ঐতিহাসিক দিনের জন্য আপনাকে ধন্যবাদ ইলন মাস্ক । কখনও ভাবিনি এমন একটা দিন আসবে যখন অমিতাভ বচ্চনের ব্লু টিক থাকবে না, কিন্তু আমি, একজন সাধারণ মানুষ তা পেয়েছি ।” আরেকজন ব্যবহারকারী লিখেছেন, "স্যার একটু সময় লাগে, 1-2 দিনের মধ্যেই এসে যাবে ৷" বৃহস্পতিবার হাজার হাজার অ্যাকাউন্ট থেকে ব্লু টিক অপসারণ শুরু করেছে টুইটার ।

আরও পড়ুন: মমতা থেকে শুভেন্দু, কুণাল-মহুয়ারাও হারালেন ব্লু টিক

মুম্বই, 21 এপ্রিল: রাজনীতিবিদ থেকে ফিল্মের তারকা - অনেকেই আচমকা খুইয়েছেন তাঁদের টুইটার অ্যাকাউন্টের নীল টিক ৷ এর জন্য টাকা দেওয়া সত্ত্বেও টুইটার কর্তৃপক্ষ এই ব্লু টিক সরিয়ে দিয়েছে বিভিন্ন অ্যাকাউন্টের থেকে ৷ সেই তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, রাহুল গান্ধি, বিরাট কোহলি, শাহরুখ খান, সলমন খান ও স্বয়ং অমিতাভ বচ্চনও ৷ এতেই ক্ষোভ প্রকাশ করে এ বার রসিকতার সুরে টুইট করলেন বলিউডের শাহেনশা ৷ টুইটারের কাছে তাঁর সরাসরি প্রশ্ন, ব্লু টিকের জন্য এ বার কি টুইটারের পায়ে পড়তে হবে তাঁকে ?

শুক্রবার যখন টুইটারের ব্লু টিক নিয়ে সোশ্যাল মিডিয়াজুড়ে সরব সেলিব্রিটিরা, তখন অমিতাভ বচ্চনও চুপ করে বসে থাকলেন না ৷ সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম সক্রিয় 80 বছরের অভিনেতা রসিকতার সুরে হিন্দিতে একটি টুইট করেছেন ৷ তিনি যা লিখেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "হে টুইটার ভাই, শুনছো ? এখন তো আমি পয়সাও দিয়ে দিয়েছে...আমার নামের আগে যে নীল কমল থাকে না ? ওটা তো আবার দিয়ে দাও...যাতে লোক বুঝতে পারে যে আমি অমিতাভ বচ্চন...আমি তো হাতজোড় করেছি ৷ এ বার কি পায়ে পড়তে হবে ?"

  • T 4623 - ए twitter भइया ! सुन रहे हैं ? अब तो पैसा भी भर दिये हैं हम ... तो उ जो नील कमल ✔️ होत है ना, हमार नाम के आगे, उ तो वापस लगाय दें भैया , ताकि लोग जान जायें की हम ही हैं - Amitabh Bachchan .. हाथ तो जोड़ लिये रहे हम । अब का, गोड़वा 👣जोड़े पड़ी का ??

    — Amitabh Bachchan (@SrBachchan) April 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভক্ত এবং ইন্টারনেট ব্যবহারকারীরা অমিতাভ বচ্চনের এই টুইটে বেশ মজা পেয়েছেন ৷ তাঁরাও বিগ বি-র পথ ধরে কটাক্ষ করতে ছাড়েননি টুইটার কর্তা ইলন মাস্ককে ৷ একজন ব্যবহারকারী লিখেছেন, “এই ঐতিহাসিক দিনের জন্য আপনাকে ধন্যবাদ ইলন মাস্ক । কখনও ভাবিনি এমন একটা দিন আসবে যখন অমিতাভ বচ্চনের ব্লু টিক থাকবে না, কিন্তু আমি, একজন সাধারণ মানুষ তা পেয়েছি ।” আরেকজন ব্যবহারকারী লিখেছেন, "স্যার একটু সময় লাগে, 1-2 দিনের মধ্যেই এসে যাবে ৷" বৃহস্পতিবার হাজার হাজার অ্যাকাউন্ট থেকে ব্লু টিক অপসারণ শুরু করেছে টুইটার ।

আরও পড়ুন: মমতা থেকে শুভেন্দু, কুণাল-মহুয়ারাও হারালেন ব্লু টিক

Last Updated : Apr 21, 2023, 5:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.