ETV Bharat / entertainment

Big B Wishes Subha Nababarsha : বাঙালি অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলার জামাই - Amitabh Bacchan Greetings on Nababarsha

বাঙালি অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানালেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bacchan Greetings on Nababarsha)৷

amitabh bacchan wishes a happy bengali new year to his fans
বাঙালি অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলার জামাই
author img

By

Published : Apr 15, 2022, 10:41 AM IST

হায়দরাবাদ, 15 এপ্রিল : গত দুবছর করোনার আক্রমণের জেরে নববর্ষ পালনের তেমন সুযোগ পায়নি বাঙালি ৷ তবে এবার সেই আতঙ্ক কিছুটা কেটেছে ৷ ফলত আরও একবার নতুন সাজে নতুন বছরকে বরণ করে প্রস্তুত ৷ পয়লা বৈশাখের এই দিনে আনন্দ একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়াই বাংলা এবং বাঙালির রীতি ৷ এবার বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলার জামাই তথা সিনে ইন্ডাস্ট্রির মহা তারকা অমিতাভ বচ্চন (Amitabh Bacchan Greetings on Nababarsha) ৷

টুইট করে এদিন তাঁর বাঙালি অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে বিগ বি লেখেন, " ভালবাসা এবং সমৃদ্ধির জন্য় শুভকামনা " একইসঙ্গে এদিন দুটি ছবিও শেয়ার করেছেন তিনি ৷ যাতে বাংলা হরফে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে ৷

আরও পড়ুন :চুপ থাকতে পারলেন না ! ইগো সরিয়ে 'রণলিয়া'কে ভালবাসা উজাড় করলেন দীপিকা-ক্যাটরিনা

1428 শেষ হয়ে শুরু হল 1429 বঙ্গাব্দ ৷ পুরোনো ব্য়থা ভুলে আবার নতুন করে শুরু করে পথ চলা শুরু করছেন সকলেই ৷ এরই মাঝে বছরের প্রথম দিনে বাংলার সঙ্গে নিজের পুরোনো সম্পর্কটা ফের একটু তাজা করে নিলেন বিগ বি ৷ অভিনয়ের ক্ষেত্রে বলতে গেলে বিগ বিকে শেষবার দেখা গিয়েছে 'ঝুন্ড' ছবিতে ৷ আর আপাতত প্রভাস এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে নিজের আগামি ছবি 'প্রজেক্ট কে'-র শ্য়ুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি ৷

হায়দরাবাদ, 15 এপ্রিল : গত দুবছর করোনার আক্রমণের জেরে নববর্ষ পালনের তেমন সুযোগ পায়নি বাঙালি ৷ তবে এবার সেই আতঙ্ক কিছুটা কেটেছে ৷ ফলত আরও একবার নতুন সাজে নতুন বছরকে বরণ করে প্রস্তুত ৷ পয়লা বৈশাখের এই দিনে আনন্দ একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়াই বাংলা এবং বাঙালির রীতি ৷ এবার বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলার জামাই তথা সিনে ইন্ডাস্ট্রির মহা তারকা অমিতাভ বচ্চন (Amitabh Bacchan Greetings on Nababarsha) ৷

টুইট করে এদিন তাঁর বাঙালি অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে বিগ বি লেখেন, " ভালবাসা এবং সমৃদ্ধির জন্য় শুভকামনা " একইসঙ্গে এদিন দুটি ছবিও শেয়ার করেছেন তিনি ৷ যাতে বাংলা হরফে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে ৷

আরও পড়ুন :চুপ থাকতে পারলেন না ! ইগো সরিয়ে 'রণলিয়া'কে ভালবাসা উজাড় করলেন দীপিকা-ক্যাটরিনা

1428 শেষ হয়ে শুরু হল 1429 বঙ্গাব্দ ৷ পুরোনো ব্য়থা ভুলে আবার নতুন করে শুরু করে পথ চলা শুরু করছেন সকলেই ৷ এরই মাঝে বছরের প্রথম দিনে বাংলার সঙ্গে নিজের পুরোনো সম্পর্কটা ফের একটু তাজা করে নিলেন বিগ বি ৷ অভিনয়ের ক্ষেত্রে বলতে গেলে বিগ বিকে শেষবার দেখা গিয়েছে 'ঝুন্ড' ছবিতে ৷ আর আপাতত প্রভাস এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে নিজের আগামি ছবি 'প্রজেক্ট কে'-র শ্য়ুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.