ETV Bharat / entertainment

Alia Bhatt remembers Rishi Kapoor : ঋষিকে স্মরণ করে আবেগে ভাসলেন পুত্রবধূ আলিয়া - Alia Bhatt remembers Rishi Kapoor

প্রয়াত শ্বশুরমশাইকে স্মরণ করে এবার সোশ্য়াল মিডিয়ায় আবেগী পোস্ট শেয়ার করলেন পুত্রবধূ আলিয়া ৷ পুরোনো একটি হাসিমাখা ছবি শেয়ার করে আলিয়া লেখেন, "সর্বদা এবং চিরদিনের (Alia on Rishi Kapoor Death Anniversary ) ।"

Alia Bhatt remembers Rishi Kapoor
প্রয়াত ঋষিকে স্মরণ আবেগে ভাসলেন পুত্রবধূ আলিয়া
author img

By

Published : Apr 30, 2022, 3:38 PM IST

Updated : Apr 30, 2022, 5:21 PM IST

হায়দরাবাদ, 30 এপ্রিল : দু'বছর আগে 30 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর ৷ 67 বছর বয়সেই জীবন রঙ্গমঞ্চকে আলবিদা জানিয়েছিলেন এই সদা হাস্য়মুখ অভিনেতা ৷ তাঁর মৃত্যুবার্ষিকীতে আজ তাঁকে স্মরণ করছেন সমস্ত অনুরাগীরাই ৷ প্রয়াত অভিনেতাকে স্মরণ করে এবার সোশ্য়াল মিডিয়ায় আবেগী পোস্ট শেয়ার করলেন তাঁর পুত্রবধূ আলিয়া ভাট কাপুরও (Alia on Rishi Kapoor Death Anniversary) ৷

আজ নিজের ইনস্টাগ্রামে একটি হাসিখুশি পারিবারিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ৷ পুরোনো দিনের পাতা থেকে তুলে আনা এই ছবিতে রয়েছেন নীতু-ঋষি-রণবীর-আলিয়া সকলেই ৷ হাসিমাখা এই সুন্দর মুহূর্তটি শেয়ার করে আলিয়া লেখেন, "সর্বদা এবং চিরদিনের ৷" সদ্য সদ্য় রণবীর কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে পাকাপাকিভাবে কাপুর পরিবারের অংশ হয়েছেন আলিয়া ৷ এই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল ঋষিরও ৷ তাঁর ইচ্ছা অনুযায়ীই সাজানো হয়েছিল রণবীরকে ৷ যদিও তিনি তা দেখে যেতে পারেননি ৷

আরও পড়ুন : দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে প্রয়াত স্বামীকে স্মরণ করে আবেগী নীতুূ

এর আগে আবেগী পোস্টের মাধ্যমে জীবনের সবচেয়ে বড় সঙ্গীর কথা স্মরণ করেছিলেন নীতুও ৷ চোখে জল আনা একটি ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছিলেন, "আজ দু'বছর হল ঋষিজি আমাদের ছেড়ে চলে গিয়েছেন … 45 বছরের একজন সঙ্গীকে হারানো কঠিন এবং বেদনাদায়ক....ঋষিজি সবসময় মনে থাকবেন এবং চিরকাল সবার হৃদয়ে থাকবেন ৷"

হায়দরাবাদ, 30 এপ্রিল : দু'বছর আগে 30 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর ৷ 67 বছর বয়সেই জীবন রঙ্গমঞ্চকে আলবিদা জানিয়েছিলেন এই সদা হাস্য়মুখ অভিনেতা ৷ তাঁর মৃত্যুবার্ষিকীতে আজ তাঁকে স্মরণ করছেন সমস্ত অনুরাগীরাই ৷ প্রয়াত অভিনেতাকে স্মরণ করে এবার সোশ্য়াল মিডিয়ায় আবেগী পোস্ট শেয়ার করলেন তাঁর পুত্রবধূ আলিয়া ভাট কাপুরও (Alia on Rishi Kapoor Death Anniversary) ৷

আজ নিজের ইনস্টাগ্রামে একটি হাসিখুশি পারিবারিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ৷ পুরোনো দিনের পাতা থেকে তুলে আনা এই ছবিতে রয়েছেন নীতু-ঋষি-রণবীর-আলিয়া সকলেই ৷ হাসিমাখা এই সুন্দর মুহূর্তটি শেয়ার করে আলিয়া লেখেন, "সর্বদা এবং চিরদিনের ৷" সদ্য সদ্য় রণবীর কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে পাকাপাকিভাবে কাপুর পরিবারের অংশ হয়েছেন আলিয়া ৷ এই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল ঋষিরও ৷ তাঁর ইচ্ছা অনুযায়ীই সাজানো হয়েছিল রণবীরকে ৷ যদিও তিনি তা দেখে যেতে পারেননি ৷

আরও পড়ুন : দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে প্রয়াত স্বামীকে স্মরণ করে আবেগী নীতুূ

এর আগে আবেগী পোস্টের মাধ্যমে জীবনের সবচেয়ে বড় সঙ্গীর কথা স্মরণ করেছিলেন নীতুও ৷ চোখে জল আনা একটি ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছিলেন, "আজ দু'বছর হল ঋষিজি আমাদের ছেড়ে চলে গিয়েছেন … 45 বছরের একজন সঙ্গীকে হারানো কঠিন এবং বেদনাদায়ক....ঋষিজি সবসময় মনে থাকবেন এবং চিরকাল সবার হৃদয়ে থাকবেন ৷"

Last Updated : Apr 30, 2022, 5:21 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.