ETV Bharat / entertainment

Allu Arjun on Kriti Sanon: কৃতিকে প্রশংসায় ভরালেন আল্লু, শীঘ্রই অভিনেত্রীর সঙ্গে কাজের ইচ্ছেপ্রকাশ - অভিনেত্রী আলিয়া ভাট ও কৃতি স্যানন

69তম জাতীয় পুরস্কারের মঞ্চে মঙ্গলবার সম্মানিত হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট ও কৃতি স্যানন ৷ অন্যদিকে জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন পর্দার পুষ্পারাজও ৷ বুধবার অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত শেয়ার করলেন অভিনেতা ৷ জানালেন খুব তাড়াতাড়ি তিনি কাজ করতে চান কৃতির সঙ্গে ৷

69th National Awards
কৃতির সঙ্গে ছবি করতে চান আল্লু অর্জুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 6:43 PM IST

হায়দরাবাদ, 18 অক্টোবর: 'পুষ্পা: দ্য রাইজ' ছবির জন্য় প্রথম তেলেগু অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন আল্লু অর্জুুন ৷ মঙ্গলবার তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ পুরস্কার প্রাপ্তির পর বুধবার সোশালে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেতা ৷ সেখানে একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমানের সঙ্গে ৷ আর অন্য একটি তিনি ক্যামেরাবন্দি হয়েছেন জাতীয় পুরস্কারে সম্মানিত দুই অভিনেত্রী কৃতি স্যানন এবং আলিয়া ভাটের সঙ্গে ৷ ছবির ক্যাপশনে আগামীতে কৃতির সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন আল্লু ৷

বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমানকে মঙ্গলবার সম্মানিত করা হয় দাদা সাহেব ফালকে পুরস্কারে ৷ ছয় দশকের দীর্ঘ অভিনয় জীবনের ভারতীয় সিনেমাকে বহু গুরুত্বপূর্ণ ছবি উপহার দিয়েছেন তিনি ৷ সেই কারণেই তাঁর হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার ৷ অভিনেত্রীর সঙ্গে ছবি শেয়ার করে আল্লু এদিন লেখেন, "অভিনেত্রী ওয়াহিদা রহমানকে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হতে দেখাটা জীবনের একটি অমূল্য় অভিজ্ঞতা ৷ দীর্ঘ ছয় দশকের অভিনয় জীবন ৷ সত্যিই অনুপ্রেরণা দেয় ৷"

আলিয়াকে নিয়ে লিখতে গিয়ে তিনি লেখেন, "প্রিয় অভিনেত্রী আলিয়া ভাটকে পুরস্কার পেতে দেখে খুব আনন্দ পেলাম ৷ আইকনিক একটি ছবিতে আইকনিক পারফরম্যান্স উপহার দিয়েছেন ৷ আর অনেকগুলো পুরস্কার নিশ্চয়ই আসবে ৷" প্রসঙ্গত, পুরস্কার গ্রহণের ঠিক আগের মুহূর্তে আলিয়ার করমর্দন করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: জাতীয় পুরস্কার গ্রহণের আগে করমর্দন আল্লু আলিয়ার, দেখুন ভিডিয়ো

অন্যদিকে কৃতির সঙ্গে তো আগামিদিনে কাজ করার বাসনা রয়েছে বলেও জানালেন আল্লু ৷ তিনি লেখেন, "কৃতির সঙ্গ দারুণ উপভোগ করলাম ৷ যোগ্য় হিসাবে তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য় এই পুরস্কার জিতে নিলেন ৷ দারুণ মহিলা ৷ আগামীতে তিনি আরও পুরস্কার জিতে নিন এই কামনাই করি ৷ আশা করি খুব তাড়াতাড়ি একসঙ্গে ছবি করতে পারব ৷"

হায়দরাবাদ, 18 অক্টোবর: 'পুষ্পা: দ্য রাইজ' ছবির জন্য় প্রথম তেলেগু অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন আল্লু অর্জুুন ৷ মঙ্গলবার তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ পুরস্কার প্রাপ্তির পর বুধবার সোশালে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেতা ৷ সেখানে একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমানের সঙ্গে ৷ আর অন্য একটি তিনি ক্যামেরাবন্দি হয়েছেন জাতীয় পুরস্কারে সম্মানিত দুই অভিনেত্রী কৃতি স্যানন এবং আলিয়া ভাটের সঙ্গে ৷ ছবির ক্যাপশনে আগামীতে কৃতির সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন আল্লু ৷

বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমানকে মঙ্গলবার সম্মানিত করা হয় দাদা সাহেব ফালকে পুরস্কারে ৷ ছয় দশকের দীর্ঘ অভিনয় জীবনের ভারতীয় সিনেমাকে বহু গুরুত্বপূর্ণ ছবি উপহার দিয়েছেন তিনি ৷ সেই কারণেই তাঁর হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার ৷ অভিনেত্রীর সঙ্গে ছবি শেয়ার করে আল্লু এদিন লেখেন, "অভিনেত্রী ওয়াহিদা রহমানকে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হতে দেখাটা জীবনের একটি অমূল্য় অভিজ্ঞতা ৷ দীর্ঘ ছয় দশকের অভিনয় জীবন ৷ সত্যিই অনুপ্রেরণা দেয় ৷"

আলিয়াকে নিয়ে লিখতে গিয়ে তিনি লেখেন, "প্রিয় অভিনেত্রী আলিয়া ভাটকে পুরস্কার পেতে দেখে খুব আনন্দ পেলাম ৷ আইকনিক একটি ছবিতে আইকনিক পারফরম্যান্স উপহার দিয়েছেন ৷ আর অনেকগুলো পুরস্কার নিশ্চয়ই আসবে ৷" প্রসঙ্গত, পুরস্কার গ্রহণের ঠিক আগের মুহূর্তে আলিয়ার করমর্দন করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: জাতীয় পুরস্কার গ্রহণের আগে করমর্দন আল্লু আলিয়ার, দেখুন ভিডিয়ো

অন্যদিকে কৃতির সঙ্গে তো আগামিদিনে কাজ করার বাসনা রয়েছে বলেও জানালেন আল্লু ৷ তিনি লেখেন, "কৃতির সঙ্গ দারুণ উপভোগ করলাম ৷ যোগ্য় হিসাবে তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য় এই পুরস্কার জিতে নিলেন ৷ দারুণ মহিলা ৷ আগামীতে তিনি আরও পুরস্কার জিতে নিন এই কামনাই করি ৷ আশা করি খুব তাড়াতাড়ি একসঙ্গে ছবি করতে পারব ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.