ETV Bharat / entertainment

Alia at Met Gala: ঠিক যেন শ্বেতপরী, মেট গালার লাল গালিচায় আত্মপ্রকাশে মুগ্ধ করলেন আলিয়া! - Alia at Met Gala

হলিউডে তাঁর জার্নি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ কয়েকমাসের মধ্যে মুক্তি পাচ্ছে 'হার্ট অফ স্টোন' ৷ তার আগে মেট গালার লাল গালিচায় আত্মপ্রকাশে ঝড় তুললেন অভিনেত্রী আলিয়া ভাট ৷

Alia Bhatt at Met Gala
মেট গালার লাল গালিচায় আত্মপ্রকাশে মুগ্ধ করলেন
author img

By

Published : May 2, 2023, 9:07 AM IST

Updated : May 2, 2023, 10:55 AM IST

নিউইয়র্ক, 2 মে: সময়টা বেশ ভালোই যাচ্ছে বলিউড ডিভা আলিয়া ভাটের ৷ সম্প্রতি 68তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর শিরোপা পেয়েছেন আলিয়া ভাট ৷ এছাড়াও গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ির ঝুলিতে এসেছে আরও কয়েকটি ব্ল্যাক লেডি ৷ সামনেই মহেশ ভাট-কন্যার প্রথম হলিউড ছবির শুভমুক্তি ৷ তার ঠিক আগে সাফল্যের আরও একধাপ পেরিয়ে গেলেন 'সুপার মম' আলিয়া। সোমবার মেট গালার লাল গালিচায় আত্মপ্রকাশ করলেন রণবীর-জায়া ৷ আর অভিষেকেই ঝড় তুললেন তিনি ৷ সাদা গাউনে শ্বেতপরী হয়ে ফের একবার শিরোনামে চলে এলেন 'কাপুর বহু' ৷

গত বুধবার গালার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেইজে ঘোষণা করা হয়ছিল যে, "নেটফ্লিক্সের 'হার্ট অফ স্টোন' দিয়ে হলিউড অভিষেকের আগে, আলিয়া ভাট প্রথমবারের মতো মেট গালা কার্পেটে মুগ্ধ করতে আসছেন।" সেইমতো সোমবার নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে মেট গালার লাল কার্পেটে পা পড়ল 'গঙ্গুবাঈ'য়ের। প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের পর বি-টাউনের তৃতীয় সদস্যা হিসেবে মেট গালায় অভিষেক হল আলিয়া ভাটের।

মেট গালা ইভেন্টে আলিয়া এদিন ধরা দিয়েছিলেন সাদাপরীর বেশে ৷ সাদা ফ্লোয়ি গাউনের উপর শ্বেত মুক্তের বাহার, ম্যাচিং গ্লাভস, সাদা পাথরের আংটি ও কানে মানানসই দুল সঙ্গে পরিপাটি করে বাঁধা চুল। সবমিলিয়ে আলিয়া ভাটকে একেবারে দেখাচ্ছিল গর্জিয়াস। ফ্যাশন সেন্সে কাপুর পুত্রবধূ যে কতটা নিপুণা, তা মেট গালায় আত্মপ্রকাশে প্রমাণ করলেন অভিনেত্রী ৷ গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ির তারকা ডিজাইনার প্রবাল গুরুং'ই ছিলেন তাঁর মেটগালা ফ্যাশন ইভেন্টে পোশাকের ডিজাইনার।

  • A girl can never have too many pearls… and the right accessories to complement the look which in our case translated to the bow of pearls on my hair.

    Oh, and it’s white, for my Choup-ED🐱 pic.twitter.com/HXYiqogBsa

    — Alia Bhatt (@aliaa08) May 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'তোমার কিউট পাগলামি ভালোবাসি', অনুষ্কার জন্মদিনে সোহাগী পোস্ট বিরাটের

আলিয়ার আসন্ন হলিউড সিনেমা 'হার্ট অফ স্টোন'এর পরিচালক টম হার্পার ৷ সেখানে আলিয়ার পাশাপাশি গাল গ্যাডট, জেমি ছাড়াও অভিনয় করেছেন সোফি ওকোনেডো, ম্যাথিয়াস শোয়েগফার, জিং লুসি এবং পল রেডি। উল্লেখ্য, মেট গালা হল বিশ্বের অন্যতম সেরা একটি ফ্যাশন ইভেন্ট ৷ বিশ্বের তাবড় ফ্যাশন ডিজাইনারদের নিত্যনতুন কাজের প্রদর্শনীর অনুষ্ঠিত হয় মেট গালায়। প্রতি বছরই নিউইর্য়কে এই মেট গালার ফ্যাশন শো হয়ে থাকে ৷ এই বছর মেট গালার থিম 'আ লাইন অফ বিউটি' ৷

নিউইয়র্ক, 2 মে: সময়টা বেশ ভালোই যাচ্ছে বলিউড ডিভা আলিয়া ভাটের ৷ সম্প্রতি 68তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর শিরোপা পেয়েছেন আলিয়া ভাট ৷ এছাড়াও গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ির ঝুলিতে এসেছে আরও কয়েকটি ব্ল্যাক লেডি ৷ সামনেই মহেশ ভাট-কন্যার প্রথম হলিউড ছবির শুভমুক্তি ৷ তার ঠিক আগে সাফল্যের আরও একধাপ পেরিয়ে গেলেন 'সুপার মম' আলিয়া। সোমবার মেট গালার লাল গালিচায় আত্মপ্রকাশ করলেন রণবীর-জায়া ৷ আর অভিষেকেই ঝড় তুললেন তিনি ৷ সাদা গাউনে শ্বেতপরী হয়ে ফের একবার শিরোনামে চলে এলেন 'কাপুর বহু' ৷

গত বুধবার গালার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেইজে ঘোষণা করা হয়ছিল যে, "নেটফ্লিক্সের 'হার্ট অফ স্টোন' দিয়ে হলিউড অভিষেকের আগে, আলিয়া ভাট প্রথমবারের মতো মেট গালা কার্পেটে মুগ্ধ করতে আসছেন।" সেইমতো সোমবার নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে মেট গালার লাল কার্পেটে পা পড়ল 'গঙ্গুবাঈ'য়ের। প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের পর বি-টাউনের তৃতীয় সদস্যা হিসেবে মেট গালায় অভিষেক হল আলিয়া ভাটের।

মেট গালা ইভেন্টে আলিয়া এদিন ধরা দিয়েছিলেন সাদাপরীর বেশে ৷ সাদা ফ্লোয়ি গাউনের উপর শ্বেত মুক্তের বাহার, ম্যাচিং গ্লাভস, সাদা পাথরের আংটি ও কানে মানানসই দুল সঙ্গে পরিপাটি করে বাঁধা চুল। সবমিলিয়ে আলিয়া ভাটকে একেবারে দেখাচ্ছিল গর্জিয়াস। ফ্যাশন সেন্সে কাপুর পুত্রবধূ যে কতটা নিপুণা, তা মেট গালায় আত্মপ্রকাশে প্রমাণ করলেন অভিনেত্রী ৷ গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ির তারকা ডিজাইনার প্রবাল গুরুং'ই ছিলেন তাঁর মেটগালা ফ্যাশন ইভেন্টে পোশাকের ডিজাইনার।

  • A girl can never have too many pearls… and the right accessories to complement the look which in our case translated to the bow of pearls on my hair.

    Oh, and it’s white, for my Choup-ED🐱 pic.twitter.com/HXYiqogBsa

    — Alia Bhatt (@aliaa08) May 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'তোমার কিউট পাগলামি ভালোবাসি', অনুষ্কার জন্মদিনে সোহাগী পোস্ট বিরাটের

আলিয়ার আসন্ন হলিউড সিনেমা 'হার্ট অফ স্টোন'এর পরিচালক টম হার্পার ৷ সেখানে আলিয়ার পাশাপাশি গাল গ্যাডট, জেমি ছাড়াও অভিনয় করেছেন সোফি ওকোনেডো, ম্যাথিয়াস শোয়েগফার, জিং লুসি এবং পল রেডি। উল্লেখ্য, মেট গালা হল বিশ্বের অন্যতম সেরা একটি ফ্যাশন ইভেন্ট ৷ বিশ্বের তাবড় ফ্যাশন ডিজাইনারদের নিত্যনতুন কাজের প্রদর্শনীর অনুষ্ঠিত হয় মেট গালায়। প্রতি বছরই নিউইর্য়কে এই মেট গালার ফ্যাশন শো হয়ে থাকে ৷ এই বছর মেট গালার থিম 'আ লাইন অফ বিউটি' ৷

Last Updated : May 2, 2023, 10:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.