ETV Bharat / entertainment

'পাগল করে দেওয়ার মতো ট্রেলার'- 'অ্যানিম্যাল' দেখে রণবীরের প্রশংসায় পঞ্চমুখ-আলিয়া-প্রভাস-করীনা - bollywood

Celeb Reaction on Animal trailer: সোশাল মিডিয়ায় অ্যানিম্যাল ট্রেলার ঝড় তুলেছে ৷ আলিয়া ভাট থেকে শুরু করে প্রভাস- সকলেই মুগ্ধ ট্রেলার দেখে ৷ প্রতিক্রিয়া দিল নেটপাড়াও ৷

Celeb Reaction on Animal trailer
'অ্যানিম্যাল' দেখে প্রশংসায় পঞ্চমুখ তারকারা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 10:44 AM IST

হায়দরাবাদ, 24 নভেম্বর: বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে রণবীর কাপুরের অ্যানিম্যালে ট্রেলার ৷ দুর্ধর্ষ স্ক্রিনপ্লে, সংলাপ ও রণবীরের অ্যাটিটিউড তাক লাগিয়েছে দর্শকদের ৷ তবে শুধু দর্শক নয়, মুগ্ধ হয়েছেন রণবীরের স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাট, মা নীতু কাপুর, করীনা কাপুর খান, প্রভাসের মতো তাবড় তারকারাও ৷

আলিয়া ভাট ছবির ট্রেলার শেয়ার করে লিখেছেন, "পুরো ক্যাপশন লেখার মতো সময় নেই ৷ প্রচণ্ড ব্যস্ত ৷ এই নিয়ে 7 হাজার বার ট্রেলারটা দেখতে ব্যস্ত ছিলাম ৷ পুরো পাগল করে দেওয়ার মতো ট্রেলার ৷ আমাকে এই ছবিটা দেখতেই হবে ৷ ঠিক যেমন এখন এতবার ট্রেলার দেখছি ৷ প্রেক্ষাগৃহে পয়াল ডিসেম্বর আগুন লাগাতে চলেছে অ্যানিম্যাল ৷"

অভিনেত্রী নীতু কাপুর ছেলে রণবীরের এই রূপ দেখে অবাক হয়েছেন ৷ এতদিন রোম্যান্টিক হিরোর তকমা জুড়ে ছিল রণবীরের কেরিয়ারে ৷ এবার গ্যাংস্টারের ভূমিকায় রণবীরের অসাধারণ লুকস দেখে অবাক সকলেই ৷ মা নীতু কাপুর লিখেছেন, "ট্রেলার দেখে লোম খাঁড়া হয়ে গেল ৷"

Celeb Reaction on Animal trailer
করীনা কাপুর খানের পোস্ট

অভিনেত্রী করিনা কাপুর খান ইনস্টাগ্রাম স্টোরিতে সুখ্যাতি করেছেন রণবীরের ৷ তিনি লিখেছেন, "'ট্রেলারে নজর কেড়েছেন রণবীর কাপুর ও আমার পছন্দের অনিল কাপুর ৷ অ্যানিম্যাল ছবির পুরো টিমকে অভিনন্দন ৷ অভিনন্দন ববি দেওলকে, রশ্মিকা মন্দানা ও সন্দীপ রেড্ডি ভাংগাকেও ৷"

Celeb Reaction on Animal trailer
প্রভাসের পোস্ট

ট্রেলারের প্রশংসা করেছেন দক্ষিণী তারকা প্রভাস ও অর্জুন কাপুরও ৷ প্রভাস ইন্সটাস্টোরিতে লিখেছেন, "কী অসাধারণ ট্রেলার ! এক্সট্রাঅর্ডিনারি.. মেন্টাল... অভিনন্দন ৷ অ্যানিম্যাল দেখার অপেক্ষায় রইলাম ৷"

Celeb Reaction on Animal trailer
অর্জুন কাপুরের পোস্ট

অভিনেতা অর্জুন কাপুর লিখেছেন, "ভীষণ সুন্দর ট্রেলার ৷ অ্যানিম্যাল দেখার অপেক্ষায় রইলাম ৷ ভায়োলেন্স, ম্যাডনেস, ইমোশন অসাধারণ ৷ অনিল কাপুর আবার সেরা অভিনয় দিতে চলেছেন ৷ ববি দেওল দারুণ ৷ আর সেই মানুষটা যে ইনস্টাগ্রামে নেই কিন্তু এই মন্তব্যগুলো ঠিক পড়বে তাঁর ফিজিক্যালি ও ইমোশনালি ট্রান্সফর্মেশন ভাষায় প্রকাশ করা যাবে না ৷ বাবা-ছেলের সম্পর্ককে এত সুন্দর, বোল্ডলি প্রকাশ্যে আনার জন্য ধন্যবাদ পরিচালক সন্দীপকে ৷" পয়লা ডিসেম্বর হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি পেতে চলেছে ছবিটি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

1. নৃশংস রণবীর কাপুর ! 'অ্যানিম্যাল' ট্রেলারে ভয়াবহতার ঝলক

2. রজনীকান্তের 'লাল সালাম' ছবির ডাবিং শেষ করলেন কপিল দেব

3. রকস্টার রূপম ইসলামের 'আমি' মাতাবে ইতালির চলচ্চিত্র উৎসব

হায়দরাবাদ, 24 নভেম্বর: বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে রণবীর কাপুরের অ্যানিম্যালে ট্রেলার ৷ দুর্ধর্ষ স্ক্রিনপ্লে, সংলাপ ও রণবীরের অ্যাটিটিউড তাক লাগিয়েছে দর্শকদের ৷ তবে শুধু দর্শক নয়, মুগ্ধ হয়েছেন রণবীরের স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাট, মা নীতু কাপুর, করীনা কাপুর খান, প্রভাসের মতো তাবড় তারকারাও ৷

আলিয়া ভাট ছবির ট্রেলার শেয়ার করে লিখেছেন, "পুরো ক্যাপশন লেখার মতো সময় নেই ৷ প্রচণ্ড ব্যস্ত ৷ এই নিয়ে 7 হাজার বার ট্রেলারটা দেখতে ব্যস্ত ছিলাম ৷ পুরো পাগল করে দেওয়ার মতো ট্রেলার ৷ আমাকে এই ছবিটা দেখতেই হবে ৷ ঠিক যেমন এখন এতবার ট্রেলার দেখছি ৷ প্রেক্ষাগৃহে পয়াল ডিসেম্বর আগুন লাগাতে চলেছে অ্যানিম্যাল ৷"

অভিনেত্রী নীতু কাপুর ছেলে রণবীরের এই রূপ দেখে অবাক হয়েছেন ৷ এতদিন রোম্যান্টিক হিরোর তকমা জুড়ে ছিল রণবীরের কেরিয়ারে ৷ এবার গ্যাংস্টারের ভূমিকায় রণবীরের অসাধারণ লুকস দেখে অবাক সকলেই ৷ মা নীতু কাপুর লিখেছেন, "ট্রেলার দেখে লোম খাঁড়া হয়ে গেল ৷"

Celeb Reaction on Animal trailer
করীনা কাপুর খানের পোস্ট

অভিনেত্রী করিনা কাপুর খান ইনস্টাগ্রাম স্টোরিতে সুখ্যাতি করেছেন রণবীরের ৷ তিনি লিখেছেন, "'ট্রেলারে নজর কেড়েছেন রণবীর কাপুর ও আমার পছন্দের অনিল কাপুর ৷ অ্যানিম্যাল ছবির পুরো টিমকে অভিনন্দন ৷ অভিনন্দন ববি দেওলকে, রশ্মিকা মন্দানা ও সন্দীপ রেড্ডি ভাংগাকেও ৷"

Celeb Reaction on Animal trailer
প্রভাসের পোস্ট

ট্রেলারের প্রশংসা করেছেন দক্ষিণী তারকা প্রভাস ও অর্জুন কাপুরও ৷ প্রভাস ইন্সটাস্টোরিতে লিখেছেন, "কী অসাধারণ ট্রেলার ! এক্সট্রাঅর্ডিনারি.. মেন্টাল... অভিনন্দন ৷ অ্যানিম্যাল দেখার অপেক্ষায় রইলাম ৷"

Celeb Reaction on Animal trailer
অর্জুন কাপুরের পোস্ট

অভিনেতা অর্জুন কাপুর লিখেছেন, "ভীষণ সুন্দর ট্রেলার ৷ অ্যানিম্যাল দেখার অপেক্ষায় রইলাম ৷ ভায়োলেন্স, ম্যাডনেস, ইমোশন অসাধারণ ৷ অনিল কাপুর আবার সেরা অভিনয় দিতে চলেছেন ৷ ববি দেওল দারুণ ৷ আর সেই মানুষটা যে ইনস্টাগ্রামে নেই কিন্তু এই মন্তব্যগুলো ঠিক পড়বে তাঁর ফিজিক্যালি ও ইমোশনালি ট্রান্সফর্মেশন ভাষায় প্রকাশ করা যাবে না ৷ বাবা-ছেলের সম্পর্ককে এত সুন্দর, বোল্ডলি প্রকাশ্যে আনার জন্য ধন্যবাদ পরিচালক সন্দীপকে ৷" পয়লা ডিসেম্বর হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি পেতে চলেছে ছবিটি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

1. নৃশংস রণবীর কাপুর ! 'অ্যানিম্যাল' ট্রেলারে ভয়াবহতার ঝলক

2. রজনীকান্তের 'লাল সালাম' ছবির ডাবিং শেষ করলেন কপিল দেব

3. রকস্টার রূপম ইসলামের 'আমি' মাতাবে ইতালির চলচ্চিত্র উৎসব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.