ETV Bharat / entertainment

Akshay Kumar HouseFull 5: হিটের আশায় হন্যে! 'হেরা ফেরি', 'ওএমজি'র পর এবার 'হাউজফুল' ছবিরও সিক্যুয়েলের ঘোষণা অক্ষয়ের - আগামী বছরেই আসছে অক্ষয়ের হাউজফুল 5

'হেরা ফেরি' এবং 'ওএমজি'র পর 'হাউজফুল' ছবিরও সিক্যুয়েল নিয়ে হাজির হতে চলেছেন অক্ষয় কুমার ৷ আগামী বছরেই আসছে 'হাউজফুল 5' ৷

Akshay Kumar HouseFull 5
হাউজফুল 5 ছবির ঘোষণা অক্ষয়ের
author img

By

Published : Jun 30, 2023, 1:55 PM IST

Updated : Jun 30, 2023, 2:04 PM IST

হায়দরাবাদ, 30 জুন: পুরনো চাল ভাতে বাড়বে কি না তা জানা নেই । তবে হিট ছবির আশায় হন্যে হয়ে এবার যে তাঁর পুরনো সফল ছবিগুলির সিক্যুয়ালের ওপরেই ভরসা রাখছেন অক্ষয় কুমার এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ কয়েকদিন আগেই 'ওএমজি' ছবির পরবর্তী পর্বের ঘোষণা করেছিলেন এই বলিউড সুপারস্টার ৷ এর আগেই সুনীল শেট্টি, পরেশ রাওয়ালের সঙ্গে 'হেরা ফেরি 3' ছবির কাজও শুরু করেছেন তিনি ৷ আর শুক্রবার অনুরাগীদের আরও সুখবর দিলেন অক্ষয় কুমার ৷ এদিন তিনি জানিয়ে দিলেন আগামী বছরেই আসছে 'হাউজফুল 5' ৷

কবে আসছে হাউজফুল 5: শুক্রবার ছবির একটি পোস্টার শেয়ার করে অক্ষয় লিখেছেন, "পঞ্চমবার পাগলামির সাক্ষী হতে প্রস্তুত থাকুন ৷ পরিচালনার দায়িত্বে তরুণ মনসুখানি ৷ আপনাদের জন্য় আসছে সাজিদ নাদিয়াওয়ালার হাউসফুল 5 ৷ প্রেক্ষাগৃহে আপনাদের সঙ্গে দেখা হবে আগামী বছরের দীপাবলিতে ৷" অক্ষয়ের এই পোস্টে আর কোনও নতুন তথ্য নেই ৷ তবে জানা গিয়েছে এই ছবিতেও থাকছেন অভিনেতা রিতেশ দেশমুখ ৷

Akshay Kumar HouseFull 5
আগামী বছরেই আসছে অক্ষয়ের হাউজফুল 5

কেমন ছিল আগের পর্বগুলি: 'হাউজফুল' ছবির প্রথম পর্বটি মুক্তি পায় 2010 সালে ৷ বক্স অফিসে দুরন্ত সাফল্য পায় সাজিদ খান পরিচালিত এই ছবি ৷ এরপর 2012 সালে মুক্তি পায় ছবির দ্বিতীয় পর্ব ৷ 45 কোটির বাজেটে তৈরি এই ছবি বক্স অফিসে আয় করেছিল 179 কোটিরও বেশি ৷ 2016 সালে ছবির তৃতীয় পর্বে বদল ঘটে পরিচালকের ৷ সাজিদ খানের জায়গা নেন ফরহাদ সামজি ৷ তবে বক্স অফিসের রেকর্ড বদলায়নি ৷ 2019 সালে মুক্তি পেয়েছিল ছবির চতুর্থ পর্ব অর্থাৎ ঠিক 5 বছর বাদে আবার আসতে চলেছে 'হাউজফুল' ছবির পঞ্চম অধ্য়ায় ৷

আরও পড়ুন: অবহেলিত মেয়ের উপাখ্যান ! যৌনপল্লীর অন্ধকারে আলো ফেলবে বাপ্পার 'নাজিয়া'

পরিচালক বদল: যদিও এবারও পরিচালক বদল ঘটতে চলেছে ৷ ফরহাদ সামজির ব্যাটন এবার এগিয়ে নিয়ে যেতে চলেছেন তরুণ মনসুখানি ৷ এখন তিনি আদৌ সফল হবেন অক্ষয়ের ডুবতে থাকা নৌকা কূলে ফেরাতে ৷ তার জন্য় অপেক্ষা করা ছাড়া উপায় নেই ৷ তবে বলাই বাহুল্য় বক্স অফিসে অক্ষয়ের সময়টা খুব ভালো যাচ্ছে না ৷

হায়দরাবাদ, 30 জুন: পুরনো চাল ভাতে বাড়বে কি না তা জানা নেই । তবে হিট ছবির আশায় হন্যে হয়ে এবার যে তাঁর পুরনো সফল ছবিগুলির সিক্যুয়ালের ওপরেই ভরসা রাখছেন অক্ষয় কুমার এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ কয়েকদিন আগেই 'ওএমজি' ছবির পরবর্তী পর্বের ঘোষণা করেছিলেন এই বলিউড সুপারস্টার ৷ এর আগেই সুনীল শেট্টি, পরেশ রাওয়ালের সঙ্গে 'হেরা ফেরি 3' ছবির কাজও শুরু করেছেন তিনি ৷ আর শুক্রবার অনুরাগীদের আরও সুখবর দিলেন অক্ষয় কুমার ৷ এদিন তিনি জানিয়ে দিলেন আগামী বছরেই আসছে 'হাউজফুল 5' ৷

কবে আসছে হাউজফুল 5: শুক্রবার ছবির একটি পোস্টার শেয়ার করে অক্ষয় লিখেছেন, "পঞ্চমবার পাগলামির সাক্ষী হতে প্রস্তুত থাকুন ৷ পরিচালনার দায়িত্বে তরুণ মনসুখানি ৷ আপনাদের জন্য় আসছে সাজিদ নাদিয়াওয়ালার হাউসফুল 5 ৷ প্রেক্ষাগৃহে আপনাদের সঙ্গে দেখা হবে আগামী বছরের দীপাবলিতে ৷" অক্ষয়ের এই পোস্টে আর কোনও নতুন তথ্য নেই ৷ তবে জানা গিয়েছে এই ছবিতেও থাকছেন অভিনেতা রিতেশ দেশমুখ ৷

Akshay Kumar HouseFull 5
আগামী বছরেই আসছে অক্ষয়ের হাউজফুল 5

কেমন ছিল আগের পর্বগুলি: 'হাউজফুল' ছবির প্রথম পর্বটি মুক্তি পায় 2010 সালে ৷ বক্স অফিসে দুরন্ত সাফল্য পায় সাজিদ খান পরিচালিত এই ছবি ৷ এরপর 2012 সালে মুক্তি পায় ছবির দ্বিতীয় পর্ব ৷ 45 কোটির বাজেটে তৈরি এই ছবি বক্স অফিসে আয় করেছিল 179 কোটিরও বেশি ৷ 2016 সালে ছবির তৃতীয় পর্বে বদল ঘটে পরিচালকের ৷ সাজিদ খানের জায়গা নেন ফরহাদ সামজি ৷ তবে বক্স অফিসের রেকর্ড বদলায়নি ৷ 2019 সালে মুক্তি পেয়েছিল ছবির চতুর্থ পর্ব অর্থাৎ ঠিক 5 বছর বাদে আবার আসতে চলেছে 'হাউজফুল' ছবির পঞ্চম অধ্য়ায় ৷

আরও পড়ুন: অবহেলিত মেয়ের উপাখ্যান ! যৌনপল্লীর অন্ধকারে আলো ফেলবে বাপ্পার 'নাজিয়া'

পরিচালক বদল: যদিও এবারও পরিচালক বদল ঘটতে চলেছে ৷ ফরহাদ সামজির ব্যাটন এবার এগিয়ে নিয়ে যেতে চলেছেন তরুণ মনসুখানি ৷ এখন তিনি আদৌ সফল হবেন অক্ষয়ের ডুবতে থাকা নৌকা কূলে ফেরাতে ৷ তার জন্য় অপেক্ষা করা ছাড়া উপায় নেই ৷ তবে বলাই বাহুল্য় বক্স অফিসে অক্ষয়ের সময়টা খুব ভালো যাচ্ছে না ৷

Last Updated : Jun 30, 2023, 2:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.