ETV Bharat / entertainment

Ajay New Film Maidaan: 'ভোলা'র মুক্তির দিনেই আসছে অজয়ের 'ময়দান' ছবির টিজার - আসছে অজয়ের ময়দান ছবির টিজার

সামনে এল অজয় দেবগণের 'ময়দান' ছবির টিজার মুক্তির দিনক্ষণ ৷ অজয়ের নতুন ছবি 'ভোলা'র মুক্তির দিনেই আসতে চলেছে এই ছবির টিজার (Maidaan Teaser Release Date is Out)৷

Ajay New Film Maidaan
30 মার্চ মুক্তি পেতে চলেছে অজয়ের ময়দান ছবির টিজার
author img

By

Published : Mar 28, 2023, 12:50 PM IST

Updated : Mar 30, 2023, 1:02 PM IST

মুম্বই, 28 মার্চ: সামনে এল অজয় দেবগণের নতুন ছবি 'ময়দান'-এর টিজার মুক্তির তারিখ ৷ মঙ্গলবার নিজেই অনুরাগীদের জানিয়েছেন তাঁর নতুন ছবির খবর ৷ আগামী 30 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অজয়ের নতুন ছবি 'ভোলা' ৷ তাঁর পরিচালিত ছবির তালিকায় এবার যুক্ত হতে চলেছে এই অ্যাকশন থ্রিলার ৷ আর একই দিনে মুক্তি পেতে চলেছে 'ময়দান' ছবির টিজারও ৷ এই ছবির পরিচালনার দায়িত্ব রয়েছে পরিচালক অমিত শর্মার ওপর ৷

এই ছবির হাত ধরেই প্রথমবার অমিতের সঙ্গে জুটি বাঁধছেন অজয় ৷ এর আগে অজয় পরিচালনা করেছেন 'বাঁধাই দো'র মতো ছবি ৷ এদিন ছবির একটি পোস্টার শেয়ার করে অজয় লিখেছেন, 'একজন মানুষ আর একটি বিশ্বাস ৷ সত্যঘটনা অবলম্বনে তৈরি কাহিনি ৷ ময়দানে নামবে সারা ভারত ৷ 30 মার্চ আসছে ছবির টিজার (Maidaan Teaser Release Date is Out)৷'

ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে জি স্টুডিয়ো এবং বনি কাপুর ৷ আগামী 23 জুন মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে আরও অভিনয় করেছেন গজরাজ রাও এবং প্রিয়া মানি ৷ ছবির পোস্টার দেখে মনে হচ্ছে এই ছবিতেও রোমাঞ্চ এবং অ্যাকশনের আশা রাখতে পারেন দর্শকরা ৷ তবে এখানে অজয় অভিনয় করতে চলেছেন ভারতীয় দলের কোচের ভূমিকায় ৷ যদিও গল্প কেমন হতে চলেছে তার আভাস পেতে আরও দু'দিন অপেক্ষা করতেই হবে ৷

আরও পড়ুন: মুম্বই থেকে আসছে না সরঞ্জাম, চিন্তায় 'অপরাজিত'র মেকআপ আর্টিস্ট সোমনাথ

'দৃশ্য়ম 2' ছবির বিপুল সাফল্যের পর অজয় এখন অপেক্ষা করে রয়েছেন তাঁর নতুন ছবি 'ভোলা'র জন্য় ৷ এই ছবিতে দেখা যাবে টাব্বু, গজরাজ রাও এবং সঞ্জয় মিশ্রকেও ৷ এখন 'ভোলা' কতখানি সাফল্য় পায় সেটাই দেখার ৷ এই পর্যন্ত ছবির যে ঝলক সামনে এসেছে তাতে দেখা গিয়েছে ভোলা একজন কয়েদি ৷ তবে তার কিছু নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে ৷ আর পাঁচজনের থেকে সে কিছুটা আলাদা ৷ টাব্বু এখানে অভিনয় করবেন একজন পুলিশ অফিসারের চরিত্রে ৷

মুম্বই, 28 মার্চ: সামনে এল অজয় দেবগণের নতুন ছবি 'ময়দান'-এর টিজার মুক্তির তারিখ ৷ মঙ্গলবার নিজেই অনুরাগীদের জানিয়েছেন তাঁর নতুন ছবির খবর ৷ আগামী 30 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অজয়ের নতুন ছবি 'ভোলা' ৷ তাঁর পরিচালিত ছবির তালিকায় এবার যুক্ত হতে চলেছে এই অ্যাকশন থ্রিলার ৷ আর একই দিনে মুক্তি পেতে চলেছে 'ময়দান' ছবির টিজারও ৷ এই ছবির পরিচালনার দায়িত্ব রয়েছে পরিচালক অমিত শর্মার ওপর ৷

এই ছবির হাত ধরেই প্রথমবার অমিতের সঙ্গে জুটি বাঁধছেন অজয় ৷ এর আগে অজয় পরিচালনা করেছেন 'বাঁধাই দো'র মতো ছবি ৷ এদিন ছবির একটি পোস্টার শেয়ার করে অজয় লিখেছেন, 'একজন মানুষ আর একটি বিশ্বাস ৷ সত্যঘটনা অবলম্বনে তৈরি কাহিনি ৷ ময়দানে নামবে সারা ভারত ৷ 30 মার্চ আসছে ছবির টিজার (Maidaan Teaser Release Date is Out)৷'

ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে জি স্টুডিয়ো এবং বনি কাপুর ৷ আগামী 23 জুন মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে আরও অভিনয় করেছেন গজরাজ রাও এবং প্রিয়া মানি ৷ ছবির পোস্টার দেখে মনে হচ্ছে এই ছবিতেও রোমাঞ্চ এবং অ্যাকশনের আশা রাখতে পারেন দর্শকরা ৷ তবে এখানে অজয় অভিনয় করতে চলেছেন ভারতীয় দলের কোচের ভূমিকায় ৷ যদিও গল্প কেমন হতে চলেছে তার আভাস পেতে আরও দু'দিন অপেক্ষা করতেই হবে ৷

আরও পড়ুন: মুম্বই থেকে আসছে না সরঞ্জাম, চিন্তায় 'অপরাজিত'র মেকআপ আর্টিস্ট সোমনাথ

'দৃশ্য়ম 2' ছবির বিপুল সাফল্যের পর অজয় এখন অপেক্ষা করে রয়েছেন তাঁর নতুন ছবি 'ভোলা'র জন্য় ৷ এই ছবিতে দেখা যাবে টাব্বু, গজরাজ রাও এবং সঞ্জয় মিশ্রকেও ৷ এখন 'ভোলা' কতখানি সাফল্য় পায় সেটাই দেখার ৷ এই পর্যন্ত ছবির যে ঝলক সামনে এসেছে তাতে দেখা গিয়েছে ভোলা একজন কয়েদি ৷ তবে তার কিছু নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে ৷ আর পাঁচজনের থেকে সে কিছুটা আলাদা ৷ টাব্বু এখানে অভিনয় করবেন একজন পুলিশ অফিসারের চরিত্রে ৷

Last Updated : Mar 30, 2023, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.